নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রি হোসাইন

কবিতা তার অগ্রজ কবিতার অনুকরন করে কথা বলা মাত্র ...... যারা নতুন কিছু বলে তারা কবি না যতক্ষন পর্যন্ত সেই নতুন কথার অনুকরন না করা হয়।

রি হোসাইন › বিস্তারিত পোস্টঃ

ফাজতে ইসলামের আলেমদের আরো গভীর ভাবে এবং বিজ্ঞান ভিত্তিক ইসলাম বিশ্লেষণ করে তার পর দাবী দাওয়া পেশ করতে অনুরোধ করবো।

০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

আমি হেফাজতে ইসলামের আলেমদের আরো গভীর ভাবে এবং বিজ্ঞান ভিত্তিক ইসলাম বিশ্লেষণ করে তার পর দাবী দাওয়া পেশ করতে অনুরোধ করবো।



নারী বিষয়ে আমি বলতে চাই যে, হুজুর (সঃ) এর স্ত্রী ছিলেন একজন প্রখ্যাত ও আন্তুরজাতিক ব্যাবসায়ী। হুজুর (সঃ) এর অপর স্ত্রী ছিলেন ততকালীন স্বনামধন্য শিক্ষিকা বহু খ্যাতনামা সাহাবী তার থেকে-ই ইসলাম শিক্ষা নিয়েছিলেন, তাছাড়া ইসলামের যুদ্ধ গুলোতে অসংখ্য মহিলা সাহাবী সেবিকা হিসেবে কর্মরত ছিলেন... তাছাড়াও ইসলাম-ই তৎকালীন সময়ে বিশ্বের সবচেয়ে বেশি নারী অধিকার রক্ষা ও নারী স্বাধীনতা দিয়েছিলেন বলে বহু আলোচোনা শোনা যায়।



বাক স্বাধীনতা ও অবমাননার ব্যাপারে বলা যেতে পারে যে, হুজুর (সঃ) জীবদ্দশায় বহুবার লাঞ্ছিত, অপমানিত হয়েছেন। আমরা তায়েফের ঘটনা জানি যে, জিব্রাইল শুধু মাত্র হুজুর (সঃ) এর হুকুমের অপেক্ষায় ছিলেন তায়েফ কে ধূলিসাৎ করে দেবার জন্যে কি হুজুর (সঃ) উল্টো আল্লাহর নিকট তাদের হেদায়েতের প্রার্থনা করেছিলেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.