![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিদ্যমান আইনে রেজিস্টেশন সংক্রান্ত ব্যয় নিম্ন রুপঃ
১) গেইন ট্যাক্স ২%
২) ষ্ট্যাম্প ফি ৩%
৩) রেজিস্টেশন ফি ৪.৫%
৪) সিটি কর্পোরেশন ট্যাক্স ১%
৫) সাব রেজিস্টেশন ফি ।০.৫%
৬) মূল্য সনযোজন কর ১.৫%
____________________________
মোট- ১২.৫% শতাংশ
এছাড়াও মোক্তার আইনজীবী ও পরামর্শক খুরচ ও বিভিন্ন আপায়্যন খরচ আরো প্রায় ৫ থেকে ৭ শতাংশ
২| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৩০
ঢাকাবাসী বলেছেন: তথ্য সমূহ জানাবার জন্য ধন্যবাদ।
৩| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৬
রিওমারে বলেছেন: চিন্তা করছি বাড়ী না কিনে দানপত্র করাবো।।০% খরচ হবে।।
১৯ শে মে, ২০১৩ রাত ১:৪৯
রি হোসাইন বলেছেন: অপেক্ষা কৃত অল্প হলেও এতেও ভালো রকমের খরচ আছে। তাছাড়া সন্তান ও স্ত্রী ছাড়া আর কাউকে হেবা (দান পত্র) করা যায় না। বিনিময় দেখিয়ে যদিও বা করা যায় কিন্তু সেটা ভবিষ্যতে বড় রকমের আইন-ই জটিলতা সৃষ্টি করে .।.।।। দেশের অধিকাংশ জমি সংক্রান্ত মামলার একটা বড় কারন এই রকম হেবা রেজিস্ট্রি।
৪| ১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১১
বাবুর এস এস সি পরীক্ষা বলেছেন: আমি যদি ৫ লাখ টাকা ১টি প্লট কিনি তাহলে govt tax কি ৬২৫০০ টাকা হবে? এর পুরটাই কি ব্যাংক এর মাধ্যমে দিতে হবে? আপানার হিসেব এর source কি?
১৯ শে মে, ২০১৩ রাত ১:৪৬
রি হোসাইন বলেছেন: আপনি ৫ লাখ টাকা দিয়ে প্লট কিনলেও আসলে সরকার নির্ধারিত দাম-ই(মৌজা রেট) আসলে রেজিস্ট্রির জন্যে ব্যবহৃত হয়। যা আঞ্চলিক সাব রেজিস্ট্রি অফিস থেকে আগে জেনে নিতে হবে। সাধারণত ৫ লাখ টাকা বাজার মূল্যের প্রকৃত সরকার নির্ধারিত মূল্য (মৌজা রেট) আনুমানিক ১ থেকে দেড় লাখ টাকা হয়। অর্থাৎ ৫ লাখ টাকা মূল্যের প্লট রেজিস্ট্রী নিতে আনুমানিক ২৫ থেকে ৩৫ হাজার টাকা ব্যয় হতে পারে। তবে এই সকল হিসেবের বাইরে ভূমির রেকরড ও নাম জারী খতিয়ান ভুক্ত (মিউটেশন) করতে বেশ কিছু খরচ হতে পারে (যার বেশীর ভাগ-ই আপ্যায়ন খরচ)
আমি মূলত একটি ডেভেলপার প্রতিষ্ঠানের সহকারী মহা ব্যাবস্থাপক। আমাকে এই তথ্য গুলো জানতেই হয় ভাই। প্রতি বছর (পাস কৃত)গ্যাজেট বাজেট এ এই তথ্য গুল পাবেন। এছাড়া ও আঞ্চলিক ভূমি অফিসেও এই তথ্য গুলো পাবেন। ধন্যবাদ।
৫| ১৯ শে মে, ২০১৩ রাত ১:৫৯
মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ আপনার ইফোর জন্য।আর ঘুষ কত দিতে হবে??
১৯ শে মে, ২০১৩ রাত ২:২৪
রি হোসাইন বলেছেন: আপ্যায়ন খরচ মানেই ঘুষ .।.।.। হাহাহাহাহ .।.।।।
৬| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৫
বিপরীত বাক বলেছেন: 1250 বর্গফুট ফ্লাট রেজিস্ট্রি করতে কত টাকা করচ হবে দয়া করে জানাবেন কি?
মোহাম্মদপুর/হাজারীবাগ এলাকায়?
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৩ দুপুর ২:৪৩
পত্রদূত বলেছেন: দরকারী তথ্য, ধন্যবাদ