নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রি হোসাইন

কবিতা তার অগ্রজ কবিতার অনুকরন করে কথা বলা মাত্র ...... যারা নতুন কিছু বলে তারা কবি না যতক্ষন পর্যন্ত সেই নতুন কথার অনুকরন না করা হয়।

রি হোসাইন › বিস্তারিত পোস্টঃ

জেনে নিন ফ্ল্যাট ও প্লট রেজিস্টেশনের খরচ

১৮ ই মে, ২০১৩ দুপুর ২:৪০

বিদ্যমান আইনে রেজিস্টেশন সংক্রান্ত ব্যয় নিম্ন রুপঃ







১) গেইন ট্যাক্স ২%



২) ষ্ট্যাম্প ফি ৩%



৩) রেজিস্টেশন ফি ৪.৫%



৪) সিটি কর্পোরেশন ট্যাক্স ১%



৫) সাব রেজিস্টেশন ফি ।০.৫%



৬) মূল্য সনযোজন কর ১.৫%



____________________________



মোট- ১২.৫% শতাংশ



এছাড়াও মোক্তার আইনজীবী ও পরামর্শক খুরচ ও বিভিন্ন আপায়্যন খরচ আরো প্রায় ৫ থেকে ৭ শতাংশ



মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৩ দুপুর ২:৪৩

পত্রদূত বলেছেন: দরকারী তথ্য, ধন্যবাদ

২| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৩০

ঢাকাবাসী বলেছেন: তথ্য সমূহ জানাবার জন্য ধন্যবাদ।

৩| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৬

রিওমারে বলেছেন: চিন্তা করছি বাড়ী না কিনে দানপত্র করাবো।।০% খরচ হবে।।

১৯ শে মে, ২০১৩ রাত ১:৪৯

রি হোসাইন বলেছেন: অপেক্ষা কৃত অল্প হলেও এতেও ভালো রকমের খরচ আছে। তাছাড়া সন্তান ও স্ত্রী ছাড়া আর কাউকে হেবা (দান পত্র) করা যায় না। বিনিময় দেখিয়ে যদিও বা করা যায় কিন্তু সেটা ভবিষ্যতে বড় রকমের আইন-ই জটিলতা সৃষ্টি করে .।.।।। দেশের অধিকাংশ জমি সংক্রান্ত মামলার একটা বড় কারন এই রকম হেবা রেজিস্ট্রি।

৪| ১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১১

বাবুর এস এস সি পরীক্ষা বলেছেন: আমি যদি ৫ লাখ টাকা ১টি প্লট কিনি তাহলে govt tax কি ৬২৫০০ টাকা হবে? এর পুরটাই কি ব্যাংক এর মাধ্যমে দিতে হবে? আপানার হিসেব এর source কি?

১৯ শে মে, ২০১৩ রাত ১:৪৬

রি হোসাইন বলেছেন: আপনি ৫ লাখ টাকা দিয়ে প্লট কিনলেও আসলে সরকার নির্ধারিত দাম-ই(মৌজা রেট) আসলে রেজিস্ট্রির জন্যে ব্যবহৃত হয়। যা আঞ্চলিক সাব রেজিস্ট্রি অফিস থেকে আগে জেনে নিতে হবে। সাধারণত ৫ লাখ টাকা বাজার মূল্যের প্রকৃত সরকার নির্ধারিত মূল্য (মৌজা রেট) আনুমানিক ১ থেকে দেড় লাখ টাকা হয়। অর্থাৎ ৫ লাখ টাকা মূল্যের প্লট রেজিস্ট্রী নিতে আনুমানিক ২৫ থেকে ৩৫ হাজার টাকা ব্যয় হতে পারে। তবে এই সকল হিসেবের বাইরে ভূমির রেকরড ও নাম জারী খতিয়ান ভুক্ত (মিউটেশন) করতে বেশ কিছু খরচ হতে পারে (যার বেশীর ভাগ-ই আপ্যায়ন খরচ)

আমি মূলত একটি ডেভেলপার প্রতিষ্ঠানের সহকারী মহা ব্যাবস্থাপক। আমাকে এই তথ্য গুলো জানতেই হয় ভাই। প্রতি বছর (পাস কৃত)গ্যাজেট বাজেট এ এই তথ্য গুল পাবেন। এছাড়া ও আঞ্চলিক ভূমি অফিসেও এই তথ্য গুলো পাবেন। ধন্যবাদ।

৫| ১৯ শে মে, ২০১৩ রাত ১:৫৯

মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ আপনার ইফোর জন্য।আর ঘুষ কত দিতে হবে??

১৯ শে মে, ২০১৩ রাত ২:২৪

রি হোসাইন বলেছেন: আপ্যায়ন খরচ মানেই ঘুষ .।.।.। হাহাহাহাহ .।.।।।

৬| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৫

বিপরীত বাক বলেছেন: 1250 বর্গফুট ফ্লাট রেজিস্ট্রি করতে কত টাকা করচ হবে দয়া করে জানাবেন কি?
মোহাম্মদপুর/হাজারীবাগ এলাকায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.