![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন বাস্তববাদী।নিজের জগতের ভাবুক।নিজস্ব দৃষ্টিভঙ্গিতে জাগ্রত।আমি নিজেকে আর ১০টা মানুষের মতো ভাবি না। নিজেকে আমার স্পেশাল মনে হয়। অবশ্য সেটা আর ১০টা মানুষের মতোই একটা ফালতু ভাবনা।
ঘরের আবদ্ধ পরিবেশটা খুব একটা ভালো লাগছিলো না বিধায় রাতের এই নির্জন মুহূর্তটাতে একটু বারান্দায় আসা।
যথেষ্ট ঠাণ্ডা পরেছে বাইরে।
আমার বারান্দায় আবার উত্তরের বাতাসটা সরাসরি আসে তাই ঠাণ্ডাটা ভালোই উপলব্ধি করছি।
মনটা খুব ভালো তাই চারপাশের পরিবেশটাও ভালো লাগছে।
বিল্ডিংয়ের ফ্লাটে জ্বলা লাইটগুলা বেশিরভাগ ই নিভানো।
চারপাশটা নির্জনতায় ভরপুর এই সময় সোডিয়াম লাইটের নিচে হাটার কথাটা ভেবে খালি আফসোসঈ হচ্ছে।
সোডিয়াম লাইটে ভরপুর রাতের শহর এর দৃশ্যাবলী আমার খুবই পছন্দের যেটা এই মুহূর্তটাতে খুবই মিস করছি।
শুক্রবারের রাত হলেই আগে ভূত এফ এম শুন্তাম কিন্তু এখন আর সেটা শুনা হয় না।
শীতটা যেহেতু চলে আসল তাই এখন আর বারান্দায় রকিং চেয়ারে বসে দোল খাওয়াটাও পসিবল না।
আসলে পরিবেশের সাথে ব্যাপারটা মানায় না।
কানে হেডফোনে একটা সুন্দর গান বাজছে।
ঠাণ্ডা হাওয়ায় আমার সিল্কি চুলগুলা উড়ছে। tongue emoticon
আপন ইচ্ছায় নিজের এই মুহূরতের গল্পটা লিখে ছেড়ে দিবার আগে একটু ভেবে দেখলাম আপলোড দিব কিনা?
দিলাম জানিয়ে এই নীল জগত কে রাত ১:৩০ মিনিটে আমার কাটানো সময়ের গল্পটা।
©somewhere in net ltd.