নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন , মনে রেখো যদি কোন মুসলমান কোন অমুসলিম নাগরিকের উপর নিপীড়ন চালায় ,তাদের অধিকার খর্ব করে ,তার কোন বস্তু জোরপূর্বক ছিনিয়ে নেয় তাহলে কেয়ামতের দিন আমি আল্লাহর আদালতে তার বিরূদ্ধে অমুসলিম নাগরিকদের পক্ষ অবলম্বন করব । (আবু

রাজনীতিবীদদের ঘৃণা করি---

রিমন০০৭

লিখতে পারিনা কোনোকিছুই। যদিও একসময় মনে হয়েছিল কবি হতে পারব। জীবন-জীবিকা সেই সম্ভাবনাকে দূরে ঠেলে দিয়েছে বহু আগে।কিন্তু বিভিন্ন ব্লগে ব্লগিং করছি প্রায় ৫-৬ বছর।

রিমন০০৭ › বিস্তারিত পোস্টঃ

দয়া করে মডারেশন কঠিন করুন

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

সামু ব্লগের লেখক-পাঠক অনেক অনেক। সব ধর্মের-সব বর্ণের। প্রথম যখন এখানে আইডি খুলেছিলাম, কয়েকদিন পরে দেখলাম শুধু গালাগালি আর ইসলাম নিয়ে বিদ্বেষ। অবাক হলাম। ত্যাগ করলাম সামুকে। আবার ফিরলাম বছর কাটিয়ে। পরিবেশ কিছুটা উন্নত ঠেকল। তারপরেও ইসলামবিরোধি লেখা প্রতিদিন দেখলাম। প্রতিবাদে কাজ হয়না। কারণ প্রতিবাদী হতে গিয়ে গালাগালি এসে যেত। ইগনোর করতে চেষ্টা করতাম।



তারপরেও আমি যে ধর্মের, সেই ধর্মকে নিয়ে কটাক্ষ করলে কিভাবে প্রতিবাদ না করে থাকব? আমাদের মত মডারেট মুসলিমরা যা জানে তার চাইতে কটাক্ষকারী জানে অনেক বেশি।আমরা নামায না পড়েই আস্তিক হতে চাই, মুসলিম ট্যাগে বেহেশতে যেতে চাই। নাস্তিকেরা আমাদের না জানার সুযোগটাকে কাজে লাগিয়ে হঠাৎ আল কোরআন কিংবা হাদীসের কোনো এক জায়গা থেকে কিছু টুকে নিয়ে ব্লগে চালান করে দেন, তারা জানেন আমাদের মত অজ্ঞ মুসলিম জানবেনা ঐ লেখার আগে-পিছে কি ছিল, কেন ঐ আয়াত বা হাদীসের অবতারণা হয়েছিল। এভাবেই তারা আমাদের মাঝে দ্বিধা-দ্বন্দ্ব ভরে দেন। আমি এদেরকে নাস্তিক বলবনা-বলব ইসলাম বিদ্বেষী।



যাই হোক ব্লগ যেহেতু সব ধর্মের, সবার উচিত সবার ধর্মকে সম্মান করা। আবার অনেকে আছেন যারা ইসলাম প্রচার করা শুরু করেন, কিন্তু সেই প্রচারণায় থাকে অন্য ধর্মের লোককে কটাক্ষ করা। ইসলাম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্ম নিয়ে লিখে ব্লগ ভরে ফেলেন- সমস্যা নাই, দয়া করে কাউকে/ কোনো ধর্মকে কটাক্ষ করবেন না।



ব্লগের মডারেটরদের প্রতি আবেদন, ধর্মীয় পোস্টগুলি আর তথাকথিত ছাগু পোস্টগুলি কঠোর হাতে দমন করেন। দরকার হলে রাত ২টা থেকে সকাল ৬ টা পর্যন্ত নতুন পোস্ট দেওয়া বন্ধ রাখেন। কারণ ঐ সময় এসব পোস্ট বেশি পোস্ট করা হয়।



আমি আস্তিক নাকি নাস্তিক সেটা আমার পরিচয় যেন না হয়। আমার বড় পরিচয় হোক আমি মানুষ, আমি সামহোয়্যারইন ব্লগের একজন সাধারণ ব্লগার।

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১২

সামির হোসাইন বলেছেন: ুম সমর্থন জানাচ্ছি

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: valo bolechen.nastik nia apotti nai.tobe islamer upor chulkani wala nastik paile latthi maira bair kormu.sey jonno ban khaileo apotti nai.

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

েতপান্তর বলেছেন: DeAr SiR, I have a question.
Q: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ চত্বরে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ?
Ans: Y or N

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

মশামামা বলেছেন: ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আমিও আজ তোমাদের সাথে কন্ঠ মিলিয়ে বলতে চাই -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'

ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৪

রফিক আহমেদ মজুমদার বলেছেন: মশামামা, থাকবে মশার মতই আচরনও মশার মত।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭

ব্ল্যাক স্পাইডার বলেছেন: আমাদের মত মডারেট মুসলিমরা যা জানে তার চাইতে কটাক্ষকারী জানে অনেক বেশি।আমরা নামায না পড়েই আস্তিক হতে চাই, মুসলিম ট্যাগে বেহেশতে যেতে চাই। নাস্তিকেরা আমাদের না জানার সুযোগটাকে কাজে লাগিয়ে হঠাৎ আল কোরআন কিংবা হাদীসের কোনো এক জায়গা থেকে কিছু টুকে নিয়ে ব্লগে চালান করে দেন, তারা জানেন আমাদের মত অজ্ঞ মুসলিম জানবেনা ঐ লেখার আগে-পিছে কি ছিল, কেন ঐ আয়াত বা হাদীসের অবতারণা হয়েছিল। এভাবেই তারা আমাদের মাঝে দ্বিধা-দ্বন্দ্ব ভরে দেন। আমি এদেরকে নাস্তিক বলবনা-বলব ইসলাম বিদ্বেষী।

একদম মনের কথা কইসেন,ভাই।চুপার লাইক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.