![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে পারিনা কোনোকিছুই। যদিও একসময় মনে হয়েছিল কবি হতে পারব। জীবন-জীবিকা সেই সম্ভাবনাকে দূরে ঠেলে দিয়েছে বহু আগে।কিন্তু বিভিন্ন ব্লগে ব্লগিং করছি প্রায় ৫-৬ বছর।
শাহবাগ কি ঝিমিয়ে যাচ্ছে? এতদিন ধরে আন্দোলনের ফলাফল কি? এ্যাচিভমেন্ট কি? দেশে-বিদেশে সবাইকে সম্পৃক্ত করতে পেরেছে, এইতো? সরকার আইন সংশোধন করেছে, এইতো? যখন সরকারের বড়বড় মাথাওয়ালারা আইনটা বানিয়েছিল, তখন এটা সরকারের চোখে পড়ে নাই কেন? তারমানে সরকার ভুল করেছিল তা সংশোধন করল। সরকারের দুর্নীতি নিয়ে কে কথা বলবে? আইন-শৃংখলার অবনতি নিয়ে কে কথা বলবে? হলমার্কের পর বিসমিল্লাহ গ্রুপ, আরো কত শত আছে এমন? এসব নিয়ে কে কথা বলবে? সারাদিন ধরে জয় বাংলা-জয় বাংলা করলে এসব দাবী পূরণ হবেনা। চাই আল্টিমেটাম-----কিন্তু সেটা দিবে কে? সময় অনেক অতিবাহিত হয়ে গিয়েছে--আস্তে আস্তে শাহবাগ খালি হয়ে যাবে, যদিনা কয়েকদিনের মধ্যেই নতুন কিছু করা না যায়---------
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০
রিমন০০৭ বলেছেন: দে হেভ লস্ট দেয়ার ডেসটিনেশন, বাট উই উইল নট ফরগিভ দেম ইফ দে ফেইল।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫
১১স্টার বলেছেন: আপনার সাথে সহমত পোষন করলাম।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬
হিমচরি বলেছেন: সাথে আছি...
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯
অপর্না হালদার বলেছেন: শাহবাগের লোকজন ঠিক করছেনা এমন মন্তব্য শুনতে ভালো লাগে কিন্তু শুধু জানতে ইচ্ছে করে যারা শাহবাগে না গিয়ে বা বিরোধীতি করে বা স্বপক্ষের আড়ালে বিপক্ষের কথা বলেন তারা মনে হয় অনেক ছিড়ছেন ।
ঠিক বলছি না অপূর্ন, ১১স্টার এবং পোষ্টদাতা ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫
রিমন০০৭ বলেছেন: "শাহবাগের লোকজন ঠিক করছেনা
শাহবাগে না গিয়ে বা বিরোধীতি করে বা স্বপক্ষের আড়ালে বিপক্ষের কথা বলেন তারা মনে হয় অনেক ছিড়ছেন ।"
এসব কৈ পাইলেন? উল্টাপাল্টা লিইখা মেজাজটা খারাপ কইরেন না----
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০
দায়িত্ববান নাগরিক বলেছেন: সরকারের দুর্নীতি নিয়ে কে কথা বলবে? আইন-শৃংখলার অবনতি নিয়ে কে কথা বলবে? হলমার্কের পর বিসমিল্লাহ গ্রুপ, আরো কত শত আছে এমন? এসব নিয়ে কে কথা বলবে?
তথকথিত রাজনীতিবিদদের কথা হয়ে গেলো। এগুলা পরে। বাকি সব ঠিক আছে।
আল্টিমেটাম দেয়া চাই। সবার ধৈর্যের একটা সীমা আছে। তার উপর জামাত শিবির এবার শাহবাগের উপর ডাইরেক্ট অ্যাটাকে নেমে পড়ছে মনে হচ্ছে। খুব বেশি সময় পাচ্ছে ছাগুর দল নিজেদের সংঘবদ্ধ করার। কঠোর কর্মসূচী চাই, চাই আল্টিমেটাম।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬
রিমন০০৭ বলেছেন: যে ইস্যুতে আন্দোলন হচ্ছে সেটা ৯৯% ভাগ মানুষ যাপোর্ট করে। কিন্তু কথা হল এরা যদি সফল না হয়, মানে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা মনে হয় এখন আর সবার কাছে আস্হাভাজন নেই।আগামীতে কি সম্ভব হবে যুবসমাজকে এভাবে ঐক্যবদ্ধ করা?
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১
লীনা জািম্বল বলেছেন: শাহবাগ এর নতুন নাম প্রজন্ম চত্বর-- ম্লান হবেনা কোনদিন----
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮
রিমন০০৭ বলেছেন: ম্লান হবেনা কিন্তু এখান থেকে এমন কিছু করা উচিত যাতে সামনে কোনো সরকার দুর্নীতি করার সাহস না পায়, এটা কি অসম্ভব?
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২
অপূর্ণ রায়হান বলেছেন: @অপর্না , বিদেশের মাটিতে বসেই কি ছিড়ছি না ছিড়ছি তা আপনার চোখে না পড়তে পারে , তবে সবার চোখ এড়িয়ে যায় নি । আর দেশে থাকলে আপনাদের পিছনের সাড়িতে নয় , সামনেই থাকতাম । এক কথায় এক মন্তব্যে এতো কিছু বলে বুঝানো যাবে না । আমার শেষ পোস্ট ঘুরে এসে আবার মন্তব্য করবেন ।
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২
পক্ষপাতদুষ্ট বলেছেন: Really What is next ? We should not go back to home but we need new steps.
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭
রিমন০০৭ বলেছেন: ঠিক--
৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮
অপূর্ণ রায়হান বলেছেন: অপর্না@ আপনারা ওখানে আজকে ১৫ দি পার হয়ে যাওয়া ও তিনটা লাশের উপরে বসে বেলুনে চিঠি লিখে আকাশে উড়ানোর মত ফাইজলামী করবেন , আর কেউ সেটা বললেই আমরা খারাপ না ? আপনারাই তো দেখি তাহলে সব বুঝেন !
ছিড়তে থাকেন দেখি , আল্টিমেটাম না দিয়ে কতদুর কি ছিড়তে পারেন । আবার টিভি শো তে বলেন , গণমাধ্যমে ব্লগার পরিচয়ে কথা বললে নাকি ইমরান এর সাথে ফোনে কথা বলে অনুমতি নিতে হবে ! ইয়ার্কি নাকি ? সাইদীর ফাঁসীর রায় কেন পিছানো হল সেই কথা না বলে উনি ব্লগার সার্টিফিকেট দেওয়া শুরু করছেন । মজা করেন আপনারা ? পাবলিকের সেন্টিমেন্ট নিয়া মনোপুলি খেলেন ! আবার সেই কথা বলতে গেলেই দোষ !! আমার পোষ্টে আপনাদের জন্য অনেক প্রশ্ন আছে , পারলে তাদের পক্ষ থেকে উত্তর দিয়ে যাবেন ।
১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০
আদম_ বলেছেন: বিরক্ত লাগছে এখন। উয়ি হ্যাভ নো ডেসটিনেশন.......
১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
রিমন০০৭ বলেছেন: যে আবাল না সে ঠিকই বুঝবে প্রথম ১-৪ দিনের শাহবাগ আর এখনকার শাহবাগের মাঝে কি পার্থক্য----আর যে আবাল উল্টাপাল্টা কথা বলবে সাথে সাথে ব্লক মাইরা দিমু----
১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০
ধ্রুব মহাকাল বলেছেন: ইহা এখন একটি আম্বালীগের দলীয় মাঠা কর্মসূচী ।উপর থেকে যা নির্দেশ দিবে তাই করবে ।আপনি আমি আমরা সবাই বুঝি ।তবু বলে লাভ নেই ।বললেইতো আপনি ছাগু ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬
রিমন০০৭ বলেছেন: গড নোওজ
১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২
চাঁন ভাই বলেছেন: সবাই মনে হয় ঝিমাইয়া গেছে। আর কত.....????????
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬
রিমন০০৭ বলেছেন: আর কত--এটা নয়----আসল কথা এরপর কি?
১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
তানভীরসোহান বলেছেন: আপনার কপাল দেখি অনেক ভাল, এখনও আপনারে এইসব কথার জন্ন্য "ছাগু" বানায়নাই, বা general করেনাই এর মানে কি সময়ের পরিবরতন সুরু হইসে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬
রিমন০০৭ বলেছেন: যে হালায় আমার ছাগু কইব তার ১৪ গুষ্টি রাজাকার আর ছাগু---বাংলাদেশের রাজনীতির ---কিলায় :-)
১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪
দখিনা বাতাস বলেছেন: এখন হবে শাহবাগ তথা তরুন প্রজন্ম আসলে কতটুকু কি করে বা করতে পারে তা দেখা। সরকার চাইলেই দাবী অনুযায়ী কালকেই সব ফাসিতে ঝুলাতে পারবে না, অনেক কয়টা আইনী ধাপ শেষ করে তারপরে করতে হবে। খুব কম করে হলেও ৩ মাস সময়। এই সময়টা তরুনরা কি করবে? হতাশ হয়ে ঘরে ফিরে যাবে? মাটি কামড়ে পড়ে থাকবে? নাকি এমন কোন পরিস্হিতি তৈরী করবে, যেন সকল আইন কানুন বাদ দিয়ে ফাসিতে ঝুলিয়ে দিতে বাধ্য্ হবে সরকার? তরুনরা কি করবে????????
যারা মুক্তিযুদ্ব নিয়ে পড়াশুনা করেছেন, তারা ভালমতই জানেন, ৭১এর জুন, জুলাই এই সময়টা ছিল এমন। মানুষ, মুক্তিযোদ্বা, প্রবাসী সরকার, ভারতীয় সরকার, কেউ বুঝতে পারছিলনা, আসলে যুদ্বা কতদিন চলবে, কি হবে। ঐ সময়টা যারা পাড়ি দিয়ে এসেছে তাদের কাছেই কি এখণ পরামর্শ নেওয়া উচিত তরুন প্রজন্মের???????
কি করবে এখন শাহবাগ?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬
রিমন০০৭ বলেছেন: কি করবে এখন শাহবাগ?
১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮
মুহাই বলেছেন: একমত ।প্রথম কিছুদিনের মতো এখন আর আগ্রহ পাচ্ছি না মোটেও ।আলটিমেটাম দেয়া উচিত ।লক্ষ্য ছাড়া নৌকা চালিয়ে যাওয়া যায়না ।
১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮
দখিনা বাতাস বলেছেন: @ মুহাই
লক্ষ্য ছাড়া নৌকা চলছে। এইটা ভুল কথা। লক্ষ্য অবশ্যই আছে এখনও। লক্ষ্যে পৌছানোর জন্য এখন একটু সময় আর পরিকল্পনা দরকার। নেতার দরকার হয় এই কারনে। শাহবাগ কিন্তু এতদিন আমাদের দেখে আসা অন্য আন্দোলনের মত না। নেতা বলছে, সবাই শুনছে, - এমন না। অন্য রকম। নেতা নেই কোন, তরুনরাই সব। তরুনরা কি করবে এখন, সেটাই দেখার বিষয়।
এখনকার তরুনরা কি চায়, কিভাবে চিন্তা করে, তার উপরেই সব নির্ভর করবে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬
রিমন০০৭ বলেছেন: তারুণ্যের নৌকার হাল কে ধরবে--যেই হাল ধরতে যাবে তখনি ক্ষমতার দ্বন্দ্ব দেখা দিবে---
১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
নির্জন০০৭ বলেছেন: bro, apni andolner motive i bujhen nai, amadr 14 ta dabi noy...dabi aktai. janina apni cagu sreni kina but etype kotha akhon tarai bole berhasce.
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪
রিমন০০৭ বলেছেন: কিছু হইলেই কাউরে ছাগু ট্যাগ লাগায় দেওয়া তোদের একটা ট্রাডিশন হয়ে গ্যাছে। দেশটা কি শুধু তোদের বাপের নাকি?
১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪
"চিরকুট" বলেছেন: এতোদিন প্রত্যেকটি চ্যানেলে শুধু লাইভ চলতো। এখন একাত্তরের কোনায় লাইভ ছাড়া চোখেই পড়লো না।
আবেক দিয়ে বেশী দিন কোন কিছু চলে না।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++ কথাগুলো আমিও আমার শেষ পোষ্টে বলেছিলাম । অনেকেরই হয়ত কথাগুলো ভালো লাগবে না । তবে আমি মনে করি স্টেজের হলুদ ব্যান্ড পরা মানুষগুলো ইচ্ছে করেই এমন ফাইজলামি কর্মসূচী দিতেছে ।
ভালো থাকবেন ।