![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে পারিনা কোনোকিছুই। যদিও একসময় মনে হয়েছিল কবি হতে পারব। জীবন-জীবিকা সেই সম্ভাবনাকে দূরে ঠেলে দিয়েছে বহু আগে।কিন্তু বিভিন্ন ব্লগে ব্লগিং করছি প্রায় ৫-৬ বছর।
কালকে কি আমার একমাত্র কন্যাসন্তানকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়াবো? প্লিজ পরামর্শ দিন।
২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪২
একজন নিশাচর বলেছেন: কাল হরতাল। এ জন্য হয়ত ঝুঁকি থাকবে আমাদের অবাদ চলাফেরায়।
আর নিচের লিঙ্কের নিউজটি পড়তে পারেন।
গুরুতর অভিযোগ : মানহীন কোম্পানি থেকে ভিটামিন 'এ' ক্যাপসুল সরবরাহ
বাকীটা আপনার ইচ্ছা।
তবে আমার পরামর্শ হচ্ছে - যদি সম্ভব হয় তবে অন্যকোন উপায়ে ভিটামিন এ ট্যাবলেট ম্যানেজ করা।
শুভ কামনা রইল আপনার মেয়ের জন্য।
৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৪
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: না খাওয়ালেও কোনো খারাপ কিছু হবে না, আল্লাহ চাহেতো। বেশি করে হলুদ ফল, শাকসবজী খাওয়াবেন, তাহলেই হবে।
এমন একটা WHO approve করে নাই কোম্পানির কাছথেকে কেনা, এই ফিল্ডের একজন এক্সপার্ট হিসাবে আমার ভরসা নেই।
৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৪
পরিবেশ বন্ধু বলেছেন: ঔষধ স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনে
বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের গবেষক ডাক্তার দের পরিক্ষিত
খাইয়াতে কোন অসুবিধা নাই
৫| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৯
আতিকুল০৭৮৪ বলেছেন: apnar meyer boyosh 6 months theke 6 bocorer modde hole khawaben..er baire hole dorkar nai
৬| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৪
সারাহেপি বলেছেন: Khawaben.
৭| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৬
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
একটু পরে খাওয়ান -- আই মিন দুপুর দিগ দিয়া ---
খাওয়ান -- তবে আমাগো দেশ মনে হইতাছে আফ্রিকা - গিনিপিগ গিনিপিগ বানাইয়া দিতাছে - এইডা আফসুস লাগিচ্ছে
৮| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৮
আমি মোঃ চয়ন বলেছেন: খাওয়ান। ভারতীয় মানেইতো খারাপ না।
৯| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:০৪
ওয়েসিস বলেছেন: এই ক্যাপ্সুল তিন তিন বার রিজক্ট হওয়ার পর বাংলাদেশ আসছে । না খাওয়ালে আপনার বাচ্চার কিছুই হবে না আর খাওয়ালে আজ থেকে ১০ বছর পর আপনার বাচ্চা মানষিক বিকার গ্রস্ত হলে তার দায় কেউ নিবে না । না খাওয়ানোর পরামরশ রইল । বাকিটা আপনার ব্যাপার ।
১০| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:০৯
আন্ধার রাত বলেছেন:
ভিটামিন খাওয়ানো দরকার, কিন্তু আমাদের দেশে এইগুলোর উপর কতটুকু আস্হা রাখা যায় জানিনা। যিনি বা যারা পরীক্ষা করছেন তারা ম্যানেজড্ পরীক্ষক কিনা কে বলতে পারে?
১১| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪৫
মহসিন১২৩ বলেছেন: আমার বাচ্চাদের খাওয়াতে নিষেধ করেছি।আওয়ামীলিগ আর ইন্ডিয়া এবার আপনি বুইঝা লন .............. আমার গুম হওয়ার সাধ নাই......
১২| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫৯
রিমন০০৭ বলেছেন: সবাইকে ধন্যবাদ। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে খাওয়াবোনা
সবাইকে ধন্যবাদ। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে খাওয়াবোনা
সবাইকে ধন্যবাদ। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে খাওয়াবোনা
১৩| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৬
নিভৃত সরল ভাবনা বলেছেন: আমিতো আমার মেয়েকে সকালে খাওয়াইলাম, আগে জানতে পারলে ভালো হইত...কি কি রিস্ক হতে পারে জানাবেন?
আল্লাহ ভরসা
১৪| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৯
আদম_ বলেছেন: শালার কই যে যাই !!!!!!!
১৫| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৩
shfikul বলেছেন: আমি আমার সন্তানকে খাওয়াইনি।না খাওয়ানো উত্তম মনে করলাম।
১৬| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৩
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: রিমন কি অবস্থা আপনাদের?
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৫১
রিমন০০৭ বলেছেন: Vitamin khaoaini :-)
১৭| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৩
লিঙ্কনহুসাইন বলেছেন: গুজবে বাঙালী আগামী এক বছরে হয় তো আর এই ভিটামিন 'এ' ক্যাপসুল পাবেন না । যারা এই গুজব ছড়াল তাদের বিচার করা উচিৎ , লাখ লাখ শিশু এই গুজবের কারণে ভিটামিন 'এ' ক্যাপসুল খেতে পারলো না
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৩
রিমন০০৭ বলেছেন: আজ পেপারে এসেছে, অনেক শিশু হাসপাতালে! যাই হোক বাইরে থেকে কিনে খাইয়ে দিব
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪১
....... বলেছেন: অবশ্যই খাওয়াবেন, এটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল। বাইরে এই ক্যাপসুল কোনদিন ই কিনতে পাবেন না।