| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিমন০০৭
লিখতে পারিনা কোনোকিছুই। যদিও একসময় মনে হয়েছিল কবি হতে পারব। জীবন-জীবিকা সেই সম্ভাবনাকে দূরে ঠেলে দিয়েছে বহু আগে।কিন্তু বিভিন্ন ব্লগে ব্লগিং করছি প্রায় ৫-৬ বছর।
জাঁহাপনার অসুখ দূরারোগ্য,
সে কি! নয় যে উপভোগ্য!!
ভোটের পরে বাড়ে ব্যামো!
আহা! থামো থামো!!
ভোটের আগে রাস্তায় নেমে
জাঁহাপনা যায় যে ঘেমে!
ভোটের পরে এসি'র বাতাস
ঘাম শুকানোর হয় অবকাশ!
পথে ঘাটে ধূলো-কাদা
ভোটের সময় কিসের বাঁধা
হেঁটে হেঁটে পা দু'টো অবশ
ভোটের পর কমলার রস!
দাদা-নাতি, বাবা-ছেলে
জাঁহাপনা পথে পেলে,
ভোটের আশায় ধরেন যে হাত
হাতের ব্যথায় জাঁহাপনা কাত।
ছুটেন তিনি বামরুনগ্রাদে
ললনারা থাকে সাথে।
ললনার নরম থাবায়
জনাবের ব্যথা পালায়!
রোদে রোদে ভরদুপুরে
চোখ দু'টো যায় যে পুড়ে,
রে বান দিয়ে চোখ ঢেকে
জাঁহাপনা চিনেন কাকে?
ভোটের পরে চোখে ছানি
ভোটারের স্বপ্নহানি।
রিমন/ অক্টোবর-২০১৩
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
ইকরাম উল হক বলেছেন: সুন্দর