নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হইচই, হট্টগোল এড়িয়ে চুপচাপ, নিরিবিলিতে লুকিয়ে থাকতে ভাল লাগে।

রিম সাবরিনা জাহান সরকার

যা-ই লিখি, কাঠবিড়ালীর মত এখানে জমিয়ে রাখি। https://rimsabrina.blogspot.com/

রিম সাবরিনা জাহান সরকার › বিস্তারিত পোস্টঃ

সৈনিকের দুঃস্বপ্ন

১৩ ই মার্চ, ২০২২ ভোর ৪:২২


গ্রেনেডশূন্য হাতটা কাঁপছে
দূরের মানুষগুলোর আর্তনাদে আকাশ বাতাস ভারী
মুহূর্ত আগের উন্মত্ততা ভুলে স্নায়ু অবশ হয়ে আসে আমার

আজকে রাতে এই মানুষেরা সার বেঁধে আসবে দুঃস্বপ্নের ঘোরে
কারো পা উড়ে গেছে, কারো বুক এফোঁড় ওফোঁড়
কারো বা খুলির ফুটো দিয়ে বেরিয়ে আসবে গলিত মগজ

সবাই মিলে নেড়ে চেড়ে দেখবে
আমার মাথার কাছের রকেট লঞ্চার
কিংবা ঘুমন্ত হাতের সজাগ স্পর্শে রাখা এ.কে.ফর্টি সেভেনটাকে

চোখহীন কোটর থেকে চুঁইয়ে রক্ত বের হওয়া শিশুটা
সে আমাকে ঠেলে ওঠাবে ঘুম থেকে
জানতে চাইবে তার বাম চোখ কোথাও দেখেছি কিনা

প্রতিদিন বেয়োনেটে খুঁচিয়ে মারি ওদের
মর্টারের নির্মম আঘাতে থামিয়ে দেই হৃতকম্প
যেমনটা আমাকে বলে দেয়া আছে

তবুও দিনের আলো মরে গেলে
মরাগুলো ঠিকই উঠে আসবে মৃত্যুপুরী থেকে
সৈনিকের দুঃস্বপ্নের ঘোরে
হিসেব নিয়ে যাবে খোয়া যাওয়া অঙ্গপ্রত্যঙ্গের।।

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০২২ সকাল ৮:১৮

প্রতিদিন বাংলা বলেছেন: ভালো লেখা
.................................
[সৈনিকের দুঃস্বপ্ন]
আমাদের যুবসমাজ একটা চাকরির পেছনে ছুটে জীবন পার করে
সৈনিকের চাকরি তও মূল্যবান
দুঃস্বপ্ন সবার ই আছে ,তাই আলাদা করে সৈনিকের জন্য প্রয়োজন নাই।

১৪ ই মার্চ, ২০২২ রাত ৩:৫৬

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: কঠিন বলেছেন। জটিলভাবে ভাবাচ্ছে।

২| ১৩ ই মার্চ, ২০২২ সকাল ৯:২০

সোহানী বলেছেন: যুদ্ধ সবসময়ই কষ্টের।

১৪ ই মার্চ, ২০২২ রাত ৩:৫৭

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: জি আপু, তা আর বলতে। লেখাটা বছর দশেকের পুরানো।

৩| ১৩ ই মার্চ, ২০২২ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: মানুষই আজও সভ্য হয়নি?
তাহলে কেন তাঁরা এই আধুনিক যুগে এসেও যুদ্ধ করছে!!!!

১৪ ই মার্চ, ২০২২ রাত ৩:৫৮

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: সে প্রশ্নই যে খুঁজে ফিরি।

৪| ১৩ ই মার্চ, ২০২২ বিকাল ৩:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: গোটা পৃথিবী থেকে হিংস্রতা দূর হোক। জগৎ হোক প্রেমময়।

১৪ ই মার্চ, ২০২২ রাত ৩:৫৯

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: দূর হবার সম্ভবনা কম। কারণ, যুদ্ধের চাইতে বড় রিয়েলিটি শো আর নেই এই সময়ে। এর বানিজ্যিক মূল্য অনেক উঁচুতে।

৫| ২৪ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৪

ভাঙ্গা তরী -৭৭৯ বলেছেন: যুদ্ধ যারা করছেন, তারা তো করছেনই। কিন্তু পেছনে যারা কলকাঠি নাড়ছেন আল্লাহ তাদের হেদায়েত দান করুন।

৩০ শে মার্চ, ২০২২ দুপুর ২:০৭

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.