নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা-ই লিখি, কাঠবিড়ালীর মত এখানে জমিয়ে রাখি। https://rimsabrina.blogspot.com/
বলে রাখি, 'ডিগ্রি কা লাড্ডু' মোটেও উচ্চশিক্ষা বিষয়ক বই না। জার্মানিতে লেখক পড়াশোনা করতে গিয়েছিল। কিন্তু গিয়ে দেখল ও দেশে ডিগ্রি নেবার মত ঘিলু তার মগজে নেই। তাছাড়া পিএইচডি সুপারভাইজার জুটেছে এক বাঁজখাই তুর্কি প্রফেসর। ছাত্রকে তুর্কি নাচ নাচাতে তার বড্ড ভাল লাগে। সব মিলিয়ে বাংলাদেশি হাবাগোবা মেয়েটা পরীক্ষায় প্রায় ফেল-টেল করে একাকার। তাতে অবশ্য সে দমে গেল না। বরং আর সব ছাত্রদের সাথে মিলে গ্র্যাডুয়েশন স্কুলের মজার জীবন সে চুটিয়ে উপভোগ করতে লাগলো। কারন, এত পড়াশোনা করে কি হবে। চারপাশের জগতটা দেখাশোনা করাও একটা জরুরী কাজ। এমন ইচিং-বিচিং করে দিন কাটিয়ে দেয়া যার স্বভাব, সে আদৌ পিএইচডি নামক পুলসিরাত পার হতে পারবে কিনা-সে খবর জানতে হলে ডিগ্রি কা লাড্ডুর স্বাদ নিতে হবে কৌতূহলী পাঠককে।
পাতা উল্টে যদি 'তেপান্তরের মেয়ে'র ঠিকানায় পৌঁছানো যায়, তাহলে দেখা মিলবে ভিনদেশী এক রাজকন্যার। ইচ্ছে হবে, তুষার ঢাকা মাঠ ধরে তার হাত ধরে ছুটে যেতে দূর দিগন্তে। আবার বইয়ের এগলি-ওগলি ঘুরলেই পাঠক এসে দাঁড়াবে অদ্ভূত এক 'ভাল বাসা'র সামনে। তবে ভেতরে না ঢোকাই মঙ্গল। হয় কেউ গাঁজায় কল্কে দিচ্ছে, নয়তো কেউ নুডুলস রাঁধছে তোয়ালেবিহীন দাঁড়িয়ে।
আর পাঠক যদি বিনেপয়সায় নতুন ভাষা শিখতে চান, তাহলে ভিড়ে যেতে হবে এক দঙ্গল শরনার্থীর সাথে 'ভাষা শিক্ষা - আশা শিক্ষা'য়। সিরিয়া থেকে আসা পাংকু চেহারার জামাল, ইরাকের মোস্তফা ওরফে 'মো' আর বলকান সুন্দরী মিনার্ভা মিলে পাঠকের জার্মানের লেভেল বি-ওয়ানে তুলে দেবে ঠেলেঠুলে। ভাষাটা চলনসই রকমের শিখে নিয়ে এবার সে দেশের ইতিহাস জানতে ঝোলা কাঁধে বেরিয়ে পড়া যাক। আর রাস্তাও যে খুব সোজা। 'ছিপি বাবার ফুটপাথ' ধরে এগোলেই 'রাইটেনহাসলাখের দূর্গে' উপস্থিত। দূর্গদর্শন শেষে জার্মানির 'অটোবান'-এর দুর্বার গতি স্বাদ নিতে চাইলে 'অটো-কাহিনী'র পাতায় চড়ে বসতে হবে গ্যাঁট হয়ে। আবার মিউনিখের ট্রেনে-ট্রামে চেপে শহুরে ফুড-ব্লগার বনে 'খাদ্যরস' চাখতেও বা দোষ কি। বিদেশের পথে ঘুরে ঘুরে পাঠকের হোম-সিকনেস পেয়ে বসলে কিন্তু সর্বনাশ। তখন তাকে এক লহমায় তুলে নিয়ে ফেলা হবে রয়েল বেঙ্গল বাঘের ডেরায়। 'গন্তব্য সুন্দরবন'-এ লঞ্চের ডেকে আধেক ভ্রমন আর আধেক রোমাঞ্চে সময় কাটবে তুমুল আনন্দে।
সর্বোপরি, 'ডিগ্রি কা লাড্ডু' পড়ে পাঠকের মিষ্টিমুখ হলে, সেটাই হবে লেখকের সবচেয়ে বড় ইনামী।
বইঃ ডিগ্রী কা লাড্ডু
লেখকঃ রিম সাবরিনা জাহান সরকার
প্রকাশনীঃ মাতৃৃভাষা প্রকাশ
মূল্যঃ ৩৮০ টাকা
রকমারিতে আসছে শিগগিরই (অ্যা ইয়ে মানে হয়তো)
কুরিয়ার মারফত পেতে চাইলেঃ
+880 1712-964636
[email protected]
০৫ ই মার্চ, ২০২৪ ভোর ৪:২৬
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: অশেষ ধন্যবাদ জানবেন। এই বইয়ের প্রতিটা গল্পের পেছনে আরেক গল্প আছে ছায়া হয়ে। তা নিয়েও লেখার ইচ্ছে আছে। দোয়া করবেন যেন সময় মেলে।
২| ০৫ ই মার্চ, ২০২৪ ভোর ৬:৪১
সোনাগাজী বলেছেন:
অভিননদন। পড়বো।
০৫ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৫৭
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: স্যার ভাল আছেন নিশ্চয়ই। বইটা আপনার দরজায় পৌঁছাতে পারলে অনেক তৃপ্তি পেতাম।
৩| ০৫ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৫৪
এম ডি মুসা বলেছেন: আপনার জন্য অনেক শুভেচ্ছা।
০৫ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৫৭
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: শুভ কামনা রইল।
৪| ০৫ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৫৬
এম ডি মুসা বলেছেন: যারা সত্যি ভালো লেখে তাদের কথা উপস্থাপন দেখেই বুঝা যায়। তিনি ভালো মন মানসিকতার লোক এবং লেখক।
০৫ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৫৯
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: হা্ হা কি যে বল্রন। আসলে এই লেখক একজন ধড়িবাজ গোছের লোক। আর হাড় কিপটেও বটে। ব্যক্তিগত ভাবে চিনি দেখেই বলছি।
৫| ০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৩৯
রাজীব নুর বলেছেন: বাহ দারুন খবর।
০৬ ই মার্চ, ২০২৪ রাত ১:২৬
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: রাজীব ভাই, ভাল আছেন তো?
৬| ০৬ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৪৪
রোবোট বলেছেন: বইএর নাম তো ভালো দিয়েছেন। ব্লগও লেখেন বেশ। বই মনে হয় খারাপ হবেনা।
০৭ ই মার্চ, ২০২৪ রাত ১:৪০
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ভাই রোবোট, মন্তব্যের জন্যে ধন্যবাদ। বই মনে হয় নিরাশ নাও করতে পারে।
এই ঠিকানায় কড়া নাড়লে কুরিয়ার মারফত পেতে পারেনঃ
+880 1712-964636
[email protected]
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০২৪ ভোর ৪:১৪
শ্রাবণধারা বলেছেন: এই ব্লগে আপনার বেশ কিছু অসামান্য লেখা পড়েছি। বইয়ের যে পরিচিতি এখানে দিয়েছেন সেটিও অনবদ্য।
"ডিগ্রী কা লাড্ডু" পড়ার আগ্রহ অনুভব করছি। নবীন লেখকের গ্রন্থের সাফল্য কামনা করি।