নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানষের মনকে পরিষ্কার করার জন্্য নামাজের পাশাপাশি লনড্রিতে যাওয়া প্রয়োজন

ভালোবাসা

রিপ১১৭

না পাওযার দুঃখকে পাওয়া ভেবে সুখ পাওয়া যায়

রিপ১১৭ › বিস্তারিত পোস্টঃ

হামহাম

২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪১

হামহাম যাওয়া খুবই সহজ, শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ উপজেলা লাউয়াছড়ার ভিতর দিয়ে যেতে হয়। লোকালি ৪০ টাকা সিএনজিতে, তারপর ওখান থেকে বাসে কুরমা বাজার ৩০ টাকা, তারপর ৩০ টাকা দিয়ে কলাবনপাড়া পর্যন্ত যেতে পারবেন। গাইড ২০০ থেকে ২৫০ টাকা লাগবে, আর আপনি যদি একবার যেয়ে থাকেন তাহলে গাইডের দরকার নাই

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০৫

ওমেরা বলেছেন: যদিও কখনো যাওয়া হবে না কষ্ট করে তথ্য দিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ ।

২| ২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৪

শ্রোডিঙ্গার বলেছেন: শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ উপজেলা লাউয়াছড়ার ভিতর দিয়ে যেতে হয়।

এই কথা তো মানুষকে ভুল বুঝতে সাহাজ্য করবে। শ্রীমংগল থেকে কমলগঞ্জ উপজেলা আসতে গিয়ে লাউয়াছড়া পড়ে। আর কমলগঞ্জ উপজেলা থেকে হামহাম যেতে হলে আদমপুর রোড ধরে যেতে হয়। জংগল এলাকা একেবারের ভারত লাগোয়া। এর আগ পর্যন্ত গ্রাম। কোন বন নেই।

৩| ২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তাদের জন্য যারা যাবে !

৪| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হামহামের নাম প্রথম শুনলাম
পার্ক নাকি?

৫| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৯

রাজীব নুর বলেছেন: হামহাম ঝর্না টা দেখার খুব শখ।

৬| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩০

শুভ্র বিকেল বলেছেন: হামহাম কি ভাই তাই জানি না। খুলে বললে চিন্তা করা যেত যাব কি ণা।

৭| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৯

ওমেরা বলেছেন: হাম হাম ঝর্ণা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.