![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আজ ঢাকার রাজ পথের কুরিল ফ্লাই ওভার এর অদ্ভুত আলোর মাঝে হাঁটছি রাতে কুরিল টা কে আমার মনে হয় হয়তো অন্য কোন জগতে আছি আমি রেল লাইনের পাস দিয়ে ক্যান্টনমেন্ট স্টেশন যাচ্ছি। ঐ খানে বসার যে সিট আছে সেখানে বসে আছি কেউ নেই ঐ খানে আমার একটু একটু ভয় করছে এখন রাত ১টা বাজে আসার পথে একটা ট্রেন চলে যেতে দেখলাম আর ভাবলাম আর এক টা ট্রেন আসলে ভালই হবে ট্রেন এর রাতের অভাস্থা দেখতে ভালোই লাগে এমন সময় একটা শব্দ শুনলাম হ্যাঁ একটা ট্রেন আসছে আমি তাকিয়ে আছি ট্রেন এর দিকে ট্রেন এর সাথে সাথে আমার দৃষ্টিও ট্রেন এর দিকে .........।।
হুট করে কেউ বলল তুমি কেমন আছো?
আমি অবাক! আমার পাসেই দেখে ভয় পেয়ে গেলাম কে তুমি ?
আপনি ভয় পাবেন না আমি আপনাকে চিনি না কিন্তু আপনি আমাকে চিনেন।
আমি ভালো করে দেখে হ্যাঁ তুমি এই ২ সপ্তহা তুমি কই ছিলা?সে বলল আমি কিডন্যাপ হয়েছিলাম আর তাই এই খানে বন্দি হয়ে আছি।আমি বললাম আজব এই খানে তুমি ছাড়া তো আর কেউ নাই তো কি করে কিডন্যাপ হয়ে আছো? তুমি বুঝবা না তুমি আমাকে খুজতে খুজতে এই খানে আসছো আর নিজের অজান্তেই এসেছ। আমি তোমার বেপারে কিছুই জানি না যা জানি অনুমান কিন্তু ২ সপ্তাহ আগে তো তোমার সাথে আমার কথা হইছে কিন্তু আমার তো কিছুই মনে নাই। আমি একটু ভয় পেলাম একে বারে সেই কণ্ঠ একেবারে অদ্ভুত মিল। আমি ওর সাথে কথা বলতে বলতে মনেহয় ঘুমিয়ে পরেছিলাম।
ঘুম থেকে উঠে দেখি আমার মবাইল টা নেই ধুর কোন চোরের পাল্লায় পরেছিলাম ওই মেয়েটাই আমার মবাইলটা চুরি করেছে। আমার না এই জায়গা থেকে যেতে ইচ্ছা করছে না আসে পাসের এলাকাটা বেস সুন্দর গুলশান কুরিল রেডিসন আর ক্যান্টনমেন্ট এর আসে পাসের চার দিকটা খুব ভালই লাগছে মানুষজনও খুব কম। কাল রাতে যে মেয়ে টা আমার সাথে কথা বলেছে আমি জানি সেই আমার ফোনটা চুরি করেছে আজ যদি থেকে যাই হয়তো তার দেখা পাওয়া যেতে পারে তবে আজ চিন্তা করলাম প্ল্যাটফর্ম এর অপর পাশে বসবো অপেক্ষা করতে করতে অনেক রাত হয়ে গেলো এখনো আসছে না ঘরিও নাই যে দেখবো কয়টা বাজে। একটা গাছ এর সাথে হেলান দিয়ে বসে থাকতে থাকতে ঘুমেয়ে পরলাম।
কেউ আমাকে ডাক দিলো 'আপনি কি ঘুমিয়ে পরেছেন? আমি চোখ খুলে দেখি সেই চোর মেয়েটা। তুমি আসবা আমি জানি আমার ফোনটা দিয়ে দাও আমি তোমার জন্য আজ যাই নাই তুমি দয়া করে আমার ফোনটা দিয়ে দাও। সে বলল আজব আপনি কি করে ভাবলেন চুরি করার পর আবার আপনাকেই ডেকে ঘুম থেকে উঠাব। আমি ভাবলাম তাই তো সে চুরি করলে তো আমাকে ঘুম থেকে উঠা তো না আমি বললাম আচ্ছা আপনি কিডন্যাপ হয়ে আছেন কোথায়? আপনি পাগল হয়ে গেছেন কেন আচ্ছা শুনেন আমি কিডন্যাপ হয়ে আছি কিন্তু শুধু আপনি আমার সাথে কথা বলতে পারেন অন্য কেউ পারবে না। আজব তাহলে আপনাকে কে কিডন্যাপ করেছে। সে আমাকে কিছুই বলল না উঠে চলে গেলো রেললাইন এর উপর দিয়েঐ পাশে চলে গেলো তাকিয়ে রইলাম একটা ট্রেন আসছে আর চলে যাওয়ার পর ঐ মেয়েটিও নাই হয়ে গেলো। চিন্তা করলাম ঐ খানে আর থাকবো না আজ বাসায় যাব।
বাসায় গিয়ে একটু ঘুম দিলাম সকালে ঘুম থেকে উঠে বাহিরে চলে গেলাম ফোন নাই তাই কেউ হয়তো ফোন করেও পাচ্ছে না হুট করে মাথায় ঐ মেয়েটার কথা মনে পরে গেলো। ও যদি কিডন্যাপ হয়ে থাকে তাহলে প্রতিদিন কি করে আমার সাথে দেখা করে আজ ওর সম্পর্কে আমার জানতে হবে। বিকেল হয়ে গেছে আমি ঐ স্টেশন এর পথে, স্টেশনে যাবার পথে একটা পাগলের পাল্লায় পরলাম আমার পিছু পিছু হাঁটছে অনেকক্ষণ যাবত আমি স্টেশন এর প্ল্যাটফর্ম এর উপর বসে আছি পাগলটা আমার কাছে আসছে আমি তার দিকে তাকিয়ে আছি। আমি সিগারেট জ্বালাচ্ছিলাম পাগলটা কাছে আসতেই বললাম কি চাই আপনার। বলল খামু আমি বললাম কি খাবেন? চা খামু। আচ্ছা চলেন চা খাই চার সাথে সে রুটি আর বিস্কিটও খেলো আবার বলছে সিগারেট খাবে। আমার সাথে উনি কথা বলছে কিন্তু তার কথার কিছুই বুজতে পারছি না চা খেয়ে বললাম আপনি থাকেন খেয়ে চলে যান আমি গেলাম।বসে আছি পাগলটা এসে বলল কি করো আমি বললাম কিছুই না এক জনের জন্য অপেক্ষা করছি তখন প্রায় সন্ধ্যা। পাগলটার গা থেকে একটা দূর গন্ধ আসছে মনে হচ্ছে আমার বমি আসবে তবে সে বার বার বলছে ব্যাগ আমি পাইছি। কিসের ব্যাগ কিছুই বুঝলাম না ওনাকে বললাম আপনি তো অনেক কিছু বুঝেন আমি দুই দিন ধরে এই খানে আসি কিন্তু এই দুই দিন আমার সাথে একটা মেয়ে কথা বলতে আসে আর আমাকে বলে সে নাকি কিডন্যাপ হয়েছে কিন্তু কিডন্যাপ হলে সে আমার সাথে এখানে এসে কথা বলে কি করে। আজ আপনি আমার সাথে থাকেন ওর সাথে কথা বলিয়ে দিবো। আবার বলে উঠলো আমার কাছে ব্যাগ আছে আমি বললাম কিসের ব্যাগ উনি বলল আনতাছি বহো। বসে থাকলাম কিছুক্ষণ পর সে একটা ব্যাগ নিয়ে আসলো মহিলাদের ব্যাগ। কিসের ব্যাগ কি আছে এতে? বলল জানিনা তো।
রাত হয়তো অনেক হয়েছে কিন্তু ঐ মেয়েটা আসছে না কেন। দুদিন ধরে কথা বলেও নামতা জিজ্ঞেস করা হল না। এই কথা ভাবতেই ঐ মেয়েটার কণ্ঠ তুমি এই ব্যাগ টা কই পেলা? এটা আমার ব্যাগ আমি বললাম এই পাগলটা এই ব্যাগটা আমাকে দিয়েছে আর কিছুই জানি না। মেয়েটা বলল কাল থেকে তুমি আর এসো না তুমি ব্যাগটা পেয়ে গেছো আমার সম্পর্কে সব কিছুই জেনে যাবা। আমি বললাম কি করে জানবো। আমি কিডন্যাপ হয়েছিলাম দুইটা ছেলে আমাকে কিডন্যাপ করেছিলো। আমি বললাম কিন্তু তুমি যে বল্লা তুমি এখনো কিডন্যাপ হয়ে আছো? হ্যাঁ আছি আজকের পরে থাকবো না। মানে কি কিছুই বুঝলাম না , পাগলটা আমার দিকে তাকিয়ে আছে আর বলছে তুমি কার লগে কতা কও? আমি বললাম আপনাকে বলেছিলাম নাএকটা মেয়ে কিডন্যাপ হয়েছে এই সেই মেয়ে। পাগল বলল কই আমি তো কাওরে দেহি না। আমি বললাম এই ব্যাগটা তো ওনার আপনি এনে দিলেন পাগল বলল কই এইহানে তুমি আর আমি ছারা কেউ নাই হা হা হা হা । মেয়েটা বলল আমাকে এই পাগলটা দেখতে পায় না আর আমার কথাও সে শুনে না। শুধু আপনি শুনেন আপনি দেখেন। আর দুই সপ্তাহ আগে আমি ঐ ছেলে দুইটার কাছ থেকে পালিয়ে আসছিলাম আর তখনি আমি কিডন্যাপ হই ট্রেন এর নিচে আর ঐ খানেই এখন পর্যন্ত কিডন্যাপ হয়ে আছি। আজ ছাড়া পেলাম কারন আমার ব্যাগটা। আপনি ব্যাগ খোলা মাত্রই আমি কিডন্যাপ হয়ে যাবো আর ফিরে এসতে পারব না। পাগলটা আমার কথা শুনছে আর বলছে কি মজা কি মজা আমি বললাম আপনি চুপ থাকেন। আর মেয়েটাকে বললাম তুমি দারাও আমি ব্যাগটা খুলছি আমি ব্যাগের চেন খুলে মেয়েটার দিকে তাকালাম কিন্তু কই গেলো সে এদিক ওদিক তাকিয়েও পেলাম না। ব্যাগটা খুলে দেখলাম ঐ মেয়েটার ইউনিভার্সিটির আইডি কার্ড। আর কিছু টাকা একটা কাগজে একটা নাম্বার লিখা টার উপরে লিখা বাবা। কিছুই বুঝতে পারছি না দাড়িয়ে আছি পাগলটা লাফালাফি করছে।
...আমি ঐ দিন এর পর অনেক দিন ঐ স্টেশনে গিয়েছি কিন্তু সেই মেয়েটির দেখা পাইনাই আর কোনোদিন। মেয়েটার ব্যাগটা অনেক দিন আমার কাছে ছিলো যে নাম্বারটা ছিলো ফোন করে ছিলাম মেয়েটার বাবার নাম্বার ছিল। ব্যাগটাও দিয়েএসেছি সে আমাকে বলেছিলো ২০লাখ টাকার জন্য ওকে কিডন্যাপ করা হয়েছিলো কিছু দিন পরে ওরা বলেছিলো টাকা লাগবে না আপনার মেয়ে ট্রেন এর নিচে পরে মারা গেছে লাশ খুজে পাওয়া যায় নাই সে অনেক কান্না করতে করতে বলল।
আমি পাগলটাকেও অনেক খুজেছি কিন্তু পাই নাই এখনও মাঝে মাঝে ওইখানে জাই একা একা বসে থাকি ।
মেয়েটাকে আমি দুই সপ্তাহও আগে হয়তো দেখেছিলাম কিন্তু কোথায় কখন দেখেছি নিজেও জানি না।
©somewhere in net ltd.