নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিত্রা নদীর পাড়ে

চিত্রা নদীর পাড়ে › বিস্তারিত পোস্টঃ

বাসে লাঞ্ছনার শিকার

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

বাসে চড়ে ইউনিভার্সিটি যাচ্ছিলাম। ভাগ্যবশত কোন বসার জায়গা পেলাম না আমি তাই অন্যথা আমাকে দাড়িয়ে থাকতে হল। কিন্তু মহিলাদের বসার দুইটা সিট তখনও খালি। ইচ্ছে হল না কাউকে বিরক্ত করে উঠিয়ে বসতে। বয়স এখনও কম দিব্যি কষ্ট করতে পারব তাই একটা অহমিকা কাজ করে মনে। কিছুদুর যেতে এক মহিলা বাসে উঠল, আমার মায়ের বয়সী হবে সে। উনি উঠতেই পাস থেকে এক আপু বলল আন্টি সিট আছে বসেন। আন্টি অতি ভদ্রতার সাথে বলল , ভাই এটা তো মহিলা সিট এখন যে আপনাকে উঠতে হবে। যে বলা সেই কাজ, ওমনি লোকটি ষাঁড়ের মত চেচিয়ে উঠল। বয়ান দিতে লাগল , আমিও মনোযোগ দিয়ে দাড়িয়ে শুনতে লাগলাম। লোকটি বলল, মহিলা সিট হয়েছে তো কি? দেখেন সামনে কত মহিলা বসছে তারা কেন মহিলা সিটে বসলো না? এখন আসছেন সিট নিয়ে কথা বলতে। কথায় কথায় সম অধিকার চান, তাহলে কেন উঠতে বলছেন। দাঁড়ায়ে যান। এই মহিলা যত গেঞ্জাম করে বাসে। পাশ থেকে এক লোক বলছে, ভারতে এই রকম নিয়মই নাই মহিলা আসনের। এরকম আরও নানা কথ্য চলতে লাগল, মজা পেলাম যে ভারতের এত বদনাম করে এই লোক গুলা তারাই আবার শুনাম করছে। কত হাস্যকর লাগছিল তখন।তাই সব শুনে চুপ থাকতে পারলাম না আমি বলে বসলাম, আঙ্কেল যখন মহিলা সিট ভরে যাবে তখন মহিলারা কই বসবে? আর সবসময় তো মহিলা সিট দেখে বসা যাই না। কেও হয়ত সামনে থেকে উঠল সে কি ভিড় ঠেলে পিছে আসবে? এসব বলতেই আমি তাদের আরও শত্রু হয়ে গেলাম। শুরু হল সমস্বরে প্রতিবাদের কন্ঠ যে, আগে এই মহিলা সিট ছিল না। এখন হওয়ার পর থেকে প্রতিদিন সিট ছেরে দেওয়া লাগে। এত সম অধিকারের কথা বলে উনারা তাহলে কেন দাঁড়িয়ে যায় না। আমি খুব অবাক হলাম লোকগুলার সেন্স অফ হিউমার দেখে, অনেক আফসোস হল যে এরা আবার নামি দামি প্রতিষ্ঠানে কর্মরত। অথচ ছোট একটা নিয়মকে তারা বুঝবার চেষ্টা করে না যে, মহিলা আসন গুলা সংরক্ষিত। কোন পুরুষ যদি বসে, বসতে পারে কিন্তু কোন মহিলা এলে আসন থেকে উঠতে হবে। আর মহিলা আসন গুলা ছারাও অন্যত্র মহিলারা বসতে পারে। এই গেঞ্জামের মাঝেও এক লোক তার জায়গা থেকে উঠে মহিলাটিকে বসতে দিল। আর বলল, আপনি বসেন থাক আর কথা বাড়ায়েন না। আপনারা চুপ করেন। আমাকে বলল ছেঁড়ে দেন। ওদিকে মহিলা বলল আমি কি খারাপ বললাম বলেন। উনি যে আমাকে এত কথা শুনালেন পারতেন, উনি নিজের পরিবার থাকলে এভাবে বলতে?এ হল আমদের নিত্য দিনের অবস্থা। আমারা কেও কাউকে এক টুকু ছাড় দিতে চাইনা। ভাল ব্যবহার করলেও তার বিনিময়ে কিভাবে ছোট করা যাই তাই খুজি। যেটা নিয়ম সেটাকে মানতে নারাজ আমরা। এভাবে আর কত দিন চলবে কেও কি বলতে পারেন?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.