নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

বিশ বছর শিক্ষা জীবন ফলাফল উন্নত মানের বেকার (গ্রেড এ , ফাস্ট ক্লাস , এ প্লাস)

১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৬

শুরু
====
আমরা অনেক আশা নিয়ে , স্কুল কলেজ , ভার্সিটি পাশ করি ।আর তা পাশ করতে ১১+২+৫+২=২০ বছর লাগে । স্কুল জীবন ১১বছর ।
কলেজ ২বছর । অনার্স মাষ্টার্স সহ রেজাল্ট সেসন জট ৫+২=৭।।। আর যখন চাকরির বাজারে যাই তখন দেখি সব সারর্টিফিকেট
এর বাপ হল একটি সারর্টিফিকেট সেটার নাম বেকারত্ব ।।।সারাজীবন যা করেছি , যা ছিলো আশা সব তখন জল।
এই হল দামী ফল ।।।।
ভাগ্য ফল।



আমাদের দেশে একটা প্রথা আছে
শিশু জন্মের সাথে সাথে বাবা মা কল্পনা করে এক কথায় ডিক্লেয়ার দেয় তার সন্তান ডাক্তার হবে নয়তো
হবে ইঞ্জিনিয়ার ।।।।

পাইলট হবে , ডাক্তার হবে বা হবে ইঞ্জিনিয়ার বা পুলিশের এ এস পি ।
অনেকে ভালো ভালো ড্রেস পড়িয়ে ছোট শিশুকে তেমন সাজিয়ে ও রাখে

এই হল বাবা মার আশা ।।।
এই দেখে ছোট থাকতেই আমরাও একটা স্বপ্ন দেখি যে ভালো করে পড়া লেখা করে ডাক্তার হইবো ।।।
আর সে অনুযায়ী চলে যুদ্ধ।
প্রাইমারী স্কুল
==========


স্কুলের স্যার প্রথমেই জিজ্ঞাসা করে বাবু তুমি বড় হয়ে কি হবে??
আমরা এক বাক্যে ডাক্তার হবো।
তাহলে তো রোজ স্কুলে আসতে হবে ।পড়তে হবে । আসবে তো ?আমাদের সব স্যাররা খুব ভালো ।।
এই শুরু হয় আমাদের স্বপ্ন দেখা । নতুন বন্ধু , আর নতুন অভিবাবকদের সাথে শুরু হয় একটা আমাদের জীবন ।
সাথে পাহাড় সমান আশা ।।।


২) উচ্চ বিদ্যালয়,
==============







এই বয়সে আমদের শরীরে মনে নতুনভাবে একটা হাওয়া লাগে ।সব কিছু নতুনভাবে দেখি।খারাপ ভালো সব মিলিয়েই জীবন ।আমরা মানুষ । মানুষের জীবনে দুটি জীবনধারা ।দুটি পরিচয় সমাজ আমাদের দেয়।
নারী আর পুরুষ ।।।এই বয়স যেনো সেই ইশারা দেয় বারবার ।
এখানে আমদের বাস্তবতার কিছু বলা হলেও আমরা থাকি
আকাশের শেষ সীমানায় ।
উড়ার ইচ্ছা সব বুঝি ঘাড়ে চাপে।

নিজেকে অনেকে প্রেমিক হিসেবে আবিস্কার করে। এতোই
উচ্চ মানের প্রেমিক যে ক্লাসের ম্যাডাম কেও তারা
ভালোবাসতে শুরু করে ।।
সব ক্লাস ফাকি দেয়া যাবে ।ম্যাডামের ক্লাস নয়।।
আমাদের এক বন্ধু বলেই ফেলেছিলো ।
ম্যাডাম আপনাকে খুব ভালোলাগে।
ম্যাডাম রাগ দেখান নি । রাগটা না দেখিয়ে তিনি ওই দিন
পুরোটা ক্লাস সাইকোলজিক্যাল বক্তিতা দিলেন। এই হল
স্কুল লাইফ ।এখানে আবেগ খুব শক্ত থাকে । তোমরা এখনো জানোনা জীবন কি। এখানে কি চাওয়া দরকার কি দরকার নাই। এখন মেয়েদের প্রতি আকর্ষণ থাকবেই ।তাই বলে
এসব করে জীবন নষ্ট করা যাবে না। আরো ব্লা ব্লা ।


তখন বন্ধুদের ভাই মনে হতো আর শিক্ষকদের মা ,বাবা ।
কারন বাসায় সারাদিন সন্তানের উপর পিতা মাতার একটাই
ভয় ।তার ছেলে মানুষ হচ্ছে না ।পড়া লেখা কম করে ।
পাশের বাড়ির ছেলে গুলো বেশি পড়ে ।আবার পাশের
বাড়ির আন্টিদের ঠিক একই রোগ হয়।তার ছেলে মেয়ে
পড়ায় মনোযোগ কম।
এভাবেই চলতে থাকে আয়ামাদের স্কুল জীবন ।।।



চলবে



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.