![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা আসেনা মনে
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
******
কি যে লিখি??
মাথায় কিছু আসেনা
যেটাই পাই, যাহা খুঁজিতে চাই।
সব কিছু মনের মাঝে লুকাই।
দুলাইনের বেশি সাজে না!
বুঝে গেছি এই আমি কবি না।
কবি হতে তো চাইনি কোনকালে।
আমি কবি নই প্রিয়া।
আমি শুধু তোমার।
এই বুকে সেই কথা গুলো লিখে চলেছি।
কলম ফুরিয়ে যায়।
লেখা শেষ হয়না।
লোকে কেহ কেহ এই কথা গুলোকে,
আমার ব্যথা গুলোকে কবিতা বলে।
বলে আমি কবিতা লেখি।
তুমি কিছু বলো।
আমি না হয় তোমার কথা শুনবো প্রিয়া।
তোমার কথা শুনলেই আমি কবি হবো।
লোকের কথা তো সংবাদপত্র খুললেই পাই।
কবিতা তো সাধারণ কিছু কথার মিল মাত্র।
তবে তোমার কথা।
সেটা সাধারণ নয়।
যেনো কবির হাজার বছরের দেখা স্বপ্ন।
শুধু চাই একটা পাত্র।
কবিতা উপস্থাপন করতে চাই ভালোবাসা।
এটাই কবিদের আশা।
তবে তোমার স্বপ্ন সেই কবির প্রাণে
বেঝে উঠে প্রিয়া ভালোবাসার গানে গানে।
আমি এখন আর ভাবিনা যে।
সব ভাবনারা তোমাকে নিয়ে মেতে আছে।
কবিতা লেখার ভাষা।
সেটা তো তোমার চোখেই খুঁজবো।
ভাবনা, চিন্তা, কবিতা।
যা কিছু এই প্রাণে
সব কিছুতেই লেখা আছে তোমার কথা।
আমার মনের যা ছিল ব্যথা।
যা ছিলো কথা।
প্রিয়া সেকথা গুলোতো নয় কবিতা।
তোমার ভাবনাতে যে কথা মিশে আছে।
যে স্বপ্ন দেখে তোমার নয়ন।
সেই কবিতার কবি হয়ে।
আমি বাচতে চাই।
আমি লিখতে চাই।
এই মনের খাতা খুলে।
প্রিয়া আমাকে তুমি আপন করে নাও।
আমার স্বপ্নকে ভাষা দাও।
দাও তুমি একটি প্রেমের কবিতা।
যে কবিতা হাজার বছর বেচে থাকবে।
বাচিয়ে রাখবে কবিদের স্বপ্নকে।
১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়। ভালোথাকবেন সবসময় ।।।আপনাকে অনুসারিত লিস্টে অনুসরণ করে রেখে দিলাম
যাতে আপনার লেখা পড়তে পারি
২| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৯
Monthu বলেছেন: ভাল কবিতা।।। ছবি গুলো আরো সুন্দর ।।মুগ্ধ হলাম ।।
৩| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫০
Monthu বলেছেন: ভাল কবিতা।।। ছবি গুলো আরো সুন্দর ।।মুগ্ধ হলাম ।।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৮:১৩
স্রাঞ্জি সে বলেছেন: কবিতা ও ছবি ভাল লাগা রেখে গেলাম।