|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

তুমি কি প্রেম হবে?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - 
তুমি কি আমার কবিতা হবে?
তুমি কি শব্দ হবে? 
 
প্রেমের কবিতায় মধুর শব্দ।
জীবনের কবিতায় ছন্দময় শব্দ।
তুমি কি আমার স্বপ্ন হবে?
আমার ভালোবাসা মাখা স্বপ্ন।
তুমি কি আমার স্পর্শ হবে?
আমার প্রাণে অনুভূতি জাগানো স্পর্শ।
তুমি কি আমার দিন হবে?
তুমি কি আমার বিকাল হবে?
হবে কি মিষ্টি একটা প্রেমময় সকাল?
তুমি কি মেঘলা দিন হবে?
আমার সকালকে বৃষ্টি হয়ে ভেজাবে?
হবে কি কল্পনা?
তুমি কি প্রেম হবে?
কবিতার সাথে কবির প্রেম।
 ২ টি
    	২ টি    	 +১/-০
    	+১/-০২|  ১৬ ই জুলাই, ২০১৮  রাত ৮:৪৭
১৬ ই জুলাই, ২০১৮  রাত ৮:৪৭
Monthu বলেছেন: ভাল কবিতা।।। ছবি গুলো আরো সুন্দর ।।মুগ্ধ হলাম ।।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুলাই, ২০১৮  রাত ৮:৪৭
১৬ ই জুলাই, ২০১৮  রাত ৮:৪৭
Monthu বলেছেন: ভাল কবিতা।।। ছবি গুলো আরো সুন্দর ।।মুগ্ধ হলাম ।।