|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

রোদেলা
=======
তুমি চশমা চোখে চেয়ে থাকো মিষ্টি করে।
আমি মিষ্টি রোদ হই ভোরে।
দুপুরের রোদ আলোর মিছিল করে।
আমি তোমাকে দেখি শান্ত পথিক হয়ে।
মিষ্টি রোদের মিছিলে, রোদেলা দুপুরে।
মন তোমার নাম দিয়েছে রোদেলা।
যখন তুমি বসে আছো এই বেলা।
চলছে মিষ্টি রোদের খেলা।
চলছে দেখো আলোর খেলা।
মাঠে মাঠে রোদের মেলা।
তোমার নাম দিয়েছি রোদেলা।
চলছে আলোর মিছিল।
রোদের খেলা চলছে তোমার চুলে।
পথিক আমি দিশা হাড়ায়েছি কোন ভুলে।
 ১ টি
    	১ টি    	 +১/-০
    	+১/-০©somewhere in net ltd.
১| ১৬ ই জুলাই, ২০১৮  রাত ৮:৩৩
১৬ ই জুলাই, ২০১৮  রাত ৮:৩৩
Monthu বলেছেন: ভাল কবিতা।।। ছবি গুলো আরো সুন্দর ।।মুগ্ধ হলাম ।।