![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেবী
- আব্দুল্লাহ্ আল মামুন
দেবী তুমি স্বপ্প হলে,
দেবী তুমি সেই সাগরের ঢেও হলে।
তুমি হলে দেবালয়ের মাধুর্য
সৌন্দর্যের মাঝে পৃথিবীতে নারী।
দেবী তুমি নারী হলে "?
নাকি নারী তুমি দেবী হলে?
এই হিসাব নিয়ে বসেছে সাইবেরিয়ার বালক।
লিখেছে সে কবিতা, তোমাকে নিয়ে।
অমর হিসাব তার কবিতার ভাষাতে।
তোমার মায়া দেখেছে সেই নিগ্রো কবি।
যার কবিতার ভাষা তোমার তরে "
শীর করেছে নত তোমার পায়ে "
নারী তুমি দেবীর রুপ নিয়েছ "
প্রেমিক তোমার কবি হয়েছে।।
জান্নাতের শরাব পান করেছে "
পিপাসিত কবি আজ রঙ দেখেছে।
পেয়ালা তোমার অন্তরে ছিলো।
পাখি সেটা জানে,
তাই সে গান করেছে।
তোমার স্পর্শে কবি মাতাল "
শরাব পানে সে যৌবন খোজে।
জীবন তার সুরে লুটিয়েছে '
ধন্য সারে জাহান "
দেবী তুমি কবিকে করেছ ধন্য,
আমাকে করেছো বন্য,
পিপাসিত কে দিয়েছ অমর কবিতা "
তৃষ্ণা মিটুক তোমার যৌবন দেখিয়া '
তোমার চোখের দৃষ্টি দেখে "
পথিক সঠিক পথে হাটুক।
কবি কবিতার সুর নিয়ে "
পৃথিবীর রুপে হোক মোহিত '
দেবী " নারী রুপে তুমি দাও ধরা "
নারী তুমি দেবী হইয়ো না।
কবিকে কবিতার ভাষা দাও "
দাও অনন্ত যৌবনা ""
২| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৬
Monthu বলেছেন: ভাল কবিতা।।। ছবি গুলো আরো সুন্দর ।।মুগ্ধ হলাম ।।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:০২
Monthu বলেছেন: বলেছেন: দারুন লাগলো ।।বেশ লিখেছেন ।এগিয়ে যান ।।আমার পাতায় দেখবেন ।।পাশে থাকুন।।।
ভালোবাসা নিবেন