নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

তোমাকে দেখেছি

১৮ ই জুলাই, ২০১৮ রাত ২:২০


তোমাকে দেখেছি
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন



তোমাকে দেখেছি পথের ধারে।
খোলা চুলে অপরুপ তোমার মুগ্ধতা
তোমাকে দেখেছি কলেজের বারান্দায়
শহস্র শতাব্দির অসীম মুগ্ধতায়।


তোমাকে দেখেছি '
শিল্পির তুলিতে তুমি কত সুন্দর ।
কবির কবিতার মত মুগ্ধকর।।


তোমাকে দেখেছি দেবী রূপে ।
আলোকিত মন্দিরের প্রদিপে ।
দেখেছি তোমায় স্নীগ্ধ সন্ধ্যায় "
আমার ভালবাসার বারান্দায়।



দেখেছি তোমায় ভাবনার আঙ্গিনায়।
দেখেছি হিজলের ছায়ায়
এ বসুধার ছায়ায় '
যুবক পথিকের পথের তৃষ্ণায় ।

মরু প্রান্তরে একফালি ছায়ায়।


তোমাকে দেখেছি আমার স্বপ্নে '
দূর থেকে দেখেছি মুগ্ধ হয়ে ।


কাছে তোমার দেখেছি হতাসা'
কালো মেঘে মিশ্রিত ঘন কোয়াশা।
চারদিকে মৃত সব পাওয়ার আশাঁ।


তবু তোমাকে দেখেছি '
শান্তি পেয়েছি মনে;
যে শান্তি পায় নাবিকের দল।
সরাব পানরত যুবাদের দল।


সেই সুখ পেয়েছি আমি
তোমার চোখের চাহনিতে।
তোমার ঠোটের স্নীগ্ধতায়।
তোমার রূপের মাধুর্যতায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.