নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

তুমি পবিত্র প্রেমে নষ্ট ছোয়া

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৮




তুমি পবিত্র প্রেমে নষ্ট ছোয়া
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন


তুমি রাজার ঘুম নষ্ট করেছো।
রাণী হয়ে নয়।
শ্রেষ্ঠ প্রেম হয়ে।
মধুময় বাস্তবতার প্রেমিকা হয়ে।



রাতের অলংকার তোমাতে হয়েছে ধন্য।
আকাশে চাঁদ আজ হয়েছে বন্য।
চাঁদনি রাত পাহাড়া দেয় নষ্ট প্রেমের।
পাগল প্রেমিক দেখো গান গায় বসন্তের।


তুমি প্রেমিক মনকে দিয়েছো পবিত্র প্রেম।
আর রাতের আধারকে দিয়েছো নষ্ট ছোয়া।
এই সুখ যায় কি পাওয়া?


না থাকে এই পৃথিবীর বুকে।
চাঁদেরকণা ঝড়ে পড়ে পবিত্র প্রেমে
বার বার সে প্রেমে পবিত্র ছোয়া দেয়।
তোমার স্পর্শ আপনাতে মাখিয়ে দেয়।



চাঁদ হয় কলঙ্কিত।
তোমার প্রেম হয় পবিত্র।
বার বার উষ্ণতা থাকে যে প্রেমে।


সেই প্রেম চিনে নেয় প্রেমিক মন।
চাঁদনী রাতের কি অপরাধ বলো?
সে তো তোমাতে হয়ে থাকে বারবার মুগ্ধ।
তোমার প্রেমে সেও হতে চায় মুগ্ধ।


বার বার জলসা ঘরে জ্বলসে উঠে তার মন।
বার বার আলোকিত হয় প্রেমের বিন্দাবন।
বারবার এই পৃথিবী দেখে প্রেমের উপাখ্যান।
বারবার প্রেমে সিক্ত হয়ে প্রেমিক হয় মহান।
বারবার মিলনের ঘণ্টা বাজে মনে।
বারবার প্রেম খেলা করে বনে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৫

Monthu বলেছেন: চমৎকার সুন্দর কবিতা লিখেছেন।। ভালোবাসা রইলো।।

২| ২০ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৬

Monthu বলেছেন: সুন্দর প্রকাশ । ভালো লিখেছেন৷।। ভালো লেগেছে। ভালো থাকবেন।।।

৩| ২০ শে জুলাই, ২০১৮ রাত ১২:১১

Monthu বলেছেন: বলেছেন: সুন্দর প্রকাশ । ভালো লিখেছেন৷।। ভালো লেগেছে। ভালো থাকবেন।।।

৪| ২০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২১

স্রাঞ্জি সে বলেছেন: ভাল লাগল +++

২০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.