নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

আমাকে যৌবন দাও

২১ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪১




আমাকে যৌবন দাও
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন -


আমাকে যৌবন দাও।
তপ্ত সুখের ছোয়া দাও।
আমি প্রেমের কবিতা লিখবো নারী।
আমি যৌবনের কবিতা লিখবো।


আমি বেদনার কবিতা ছেড়ে দিয়েছি।
দুঃখকে বলেছি কাছে এসোনা।
আমি আমাকে খুঁজে পেয়েছি।
আমি তোমার স্পর্শ পেয়ে আমাকে ফিরে পেতে চাই।




আমি আমার আমাকে ফিরে পেতে চাই।
আমি তোমার ঠোটের স্পর্শে জেগে উঠবো।
আর ঘ্রাণ নিবো তপ্ত যৌবনের।।


আমাকে তোমার কাছে টেনে নাও।
আর প্রেমের স্পর্শে কবিতা জন্ম দাও।
আমি তার কবি হতে চাই।
আমি তোমার কবি হতে চাই।


তুমি আমাকে পাকাপোক্ত করে দাও।
আমি তোমাকে যৌবনের গান শুনাবো।
নারী তুমি আমাকে পুরুষ হওয়ার স্বাদ বুঝাও।
আমি কবিতা হয়ে, শান্ত প্রবাহিত হয়ে যাবো।


আমি যে কবি হতে চাই।
তোমার কবি।।
তোমার স্পর্শে বারবার কবি হতে চাই।
তোমার প্রেমের কবি।


মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৮ ভোর ৬:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: কবির এহেন আঁকুতিতে নিশ্চয় সে ধরা দেবে।

শুভকামনা রইল।

২১ শে জুলাই, ২০১৮ সকাল ৮:২৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়।

২| ২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৮

Monthu বলেছেন: সুন্দর কাব্যিক কথা৷ ভালো

৩| ২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৯

Monthu বলেছেন: নামাজ ইসলামের প্রধান ইবাদত। ঈমান লাভের পর মানুষের প্রথম ইবাদত নামাজ। নামাজই একজন মুসলমান ও কাফেরের মধ্যে পার্থক্য নির্ণয়কারী। তাই ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করা কুফরির শামিল।
কুরআন এবং হাদিসে নামাজের ব্যাপারে অনেক সতর্কবার্তা এবং সুসংবাদ প্রদান করা হয়েছে। এমনকি নামাজ মানুষকে দুনিয়ার যাবতীয় অন্যায় ও ফাহেশা কাজ থেকে বিরত রাখে।
অথচ ‘নামাজ না পড়লে কোনো অপরাধ নেই’-এটা আবার কেমন নামাজ? হাদিসে পাকে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা সুস্পষ্ট করেছেন। কোনো ব্যক্তি যদি ঘুমের কারণে বা বেখেয়ালে নামাজ আদায়ের কথা ভুলে যায়। সে ব্যক্তির নামাজ নির্ধারিত ওয়াক্তে না পড়ায় কোনো অপরাধ নেই।
হজরত আবু কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, লোকেরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ‘নামাজের কথা ভুলে গিয়ে’ ঘুমিয়ে থাকা সম্পর্কে প্রশ্ন করে। তিনি বললেন, ঘুমন্ত ব্যক্তির (নামাজ না পড়ায়) কোনো অপরাধ নেই। জেগে থাকা অবস্থায় (কোনো ব্যক্তি নামাজ আদায় না করলে) দোষ হবে।
যখন তোমাদের কেউ নামাজের কথা ভুলে যায় অথবা তা (ওয়াক্তের সময়) আদায় না করে ঘুমিয়ে থাকে, তাহলে মনে পরার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে নেবে।’ (তিরমিজি, মুসলিম, ইবনে মাজাহ)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.