|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
-
কাজী নজরুল
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন 
বিদ্রোহে প্রেমে শিখিয়েছ তুমি ।
এপৃথিবীতে বাচার মানে।
ভালবাসার এক অনন্য যৌবন ছিলে
কত সুর মোদের দিলে। 
কত গান এই পরানে বাজে।
নীশিতে জাগরনে ।
শয়নে স্বপনে ।
ভাবে এই মন ।
কি তোমার এই আগমন এই ধরাতে।
কি ছিলে তুমি।
কত কিছু দিলে গ্রহন করেছি শুধু ।
দেয়ার সাধ্য হয়নি কিছু।
করেছি কত যে ভুল ।
কবিতা লিখতে দিলাম মাশুল।
প্রেমে বিদ্রোহে তুমি নজরুল।
এ প্রেম শেষ হবে কি ?
কখনো কি তোমার তুল্য কেহ ?
যে স্বপ্ন তুমি জাগিয়েছো।
আজো সে পথে চলে কবিদের দল।
চলে এক ভিখারি বেশে।
চলে মুসাফির সুরের তালে।
  
   
 
  
   
   
   
  
 ৪ টি
    	৪ টি    	 +৪/-০
    	+৪/-০  ২১ শে জুলাই, ২০১৮  রাত ১০:১৫
২১ শে জুলাই, ২০১৮  রাত ১০:১৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ ভাই।।ভালো থাকবেন।।
২|  ২২ শে জুলাই, ২০১৮  রাত ১২:৪৮
২২ শে জুলাই, ২০১৮  রাত ১২:৪৮
Monthu বলেছেন: সুন্দর
।।।।ভালোলাগা  রেখে গেলাম
৩|  ২২ শে জুলাই, ২০১৮  রাত ৩:৪৯
২২ শে জুলাই, ২০১৮  রাত ৩:৪৯
তারেক সিফাত বলেছেন: কবিতা এবং ছবি উভয়ই ভালো লাগলো।
©somewhere in net ltd.
১| ২১ শে জুলাই, ২০১৮  রাত ৮:৫০
২১ শে জুলাই, ২০১৮  রাত ৮:৫০
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! মামুনভাই, কবির উপর লেখা কবিতা ও ছবির কালেকশন খুব ভালো হয়েছে।
শুভকামনা জানবেন।