![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজ্ঞাপন
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন -
এক ছোট ভাইয়ের প্রশ্ন।
ভাই সব প্রকার সাবানের বিজ্ঞাপন মেয়েরা দেয় কেনো?
তার উত্তর টা আরো ছিলো মজার।
তারা কি কৈলা মেখে রাখে?
নাকি দুনিয়ার সব জীবাণু ময়লা তাদের শরীরে?
তারা যে আটা মাখে সেগুলো ধোয়ার জন্য কি এই আয়োজন?
ব্লেইড বা সেভিং ফোমের, ক্রিমের।
এবং কি মোটর বাইক, গাড়ির বিজ্ঞাপনেও মেয়ে।
কেনো ভাই এমন হয়।
আমি কিছুই বলতে পারিনি।
প্রথমে ভাবছিলাম ছি ছেলেটি কি খারাপ।
মেয়েদের নিয়ে কি খারাপ তার ভাবনা।
তারপর টেলিভিশন দেখতে দেখতে।
আরে বাহ মেয়েরা তো আছে ছেলেদের সকল পণ্যতে।
এবং কি লুঙ্গির বিজ্ঞাপনেও মেয়ে আছে।
এখন শুনছি তারাও নাকি লুঙ্গির মতো কি পোশাক বের করেছে।
বই মেলাতে দেখি যাদের দেখে নারীরা হবে বুদ্ধিমান।
যারা নারী আন্দোলনকারী।
অধিকারের বই লেখে মোটা মোটা।
তারাও পুরুষকে ঝামটে ধরে সেলফি তুলে।
মুখে কি সুন্দর বাহারি রঙ।
কি তাদের আচরণ।
আজকাল ব্যবসাসফল হয়ে যাচ্ছে সবাই।
সকল পণ্যের বিজ্ঞাপনে মেয়ে থাকা চাই।
মেয়েদের দেহ না দেখালে বিজ্ঞাপনটাই যেনো ছাই।
বিজ্ঞাপন করে সবাই।
নারী ছাড়া বিজ্ঞাপন দেখেনা সবাই।
আধুনিকতা যেনো এটাই।
পণ্যকে যেনো দেখেনা কেউ।
দেখে সুন্দর নারীদেহকে।
তাদের হেটে যাওয়া রূপের ঢেউ।
নারী যেনো বাজারের পণ্য।
এতেই কিছু নারী হয়ে যায় ধন্য।
ফেব্রুয়ারি ২০১৮
২| ২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫৮
Monthu বলেছেন: আপনার লেখার ভাবধারা অনেক ভালো লাগে।।
সুন্দর চিন্তা ভাবনা আপনার। ভালো থাকবেন
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫৭
Monthu বলেছেন: আপনার লেখার ভাবধারা অনেক ভালো লাগে।।
সুন্দর চিন্তা ভাবনা আপনার। ভালো থাকবেন