নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

তুমি নেই তাই

২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১১





December 4, 2016, 8:16 AM
তুমি নেই তাই
=============
আব্দুল্লাহ্ আল মামুন
=================




তোমার পাশে থেকেও '
মনের কাছে যেতে পারিনি '
এ আমার ব্যর্থতা '


বার বার তোমার মনের কোনে '
থাকতে পারিনি "এ আমার ভুল '
ভুল টা কখনো হবে না ক্ষমা '।



জানি আজো সে ভুলের মাশুল গুনছি ''
আজো দাড়িয়ে শহরের পাথরের রাস্তায়।
সেই গাড়ি গুলো কোথাও থেমে নেই।
থেমে নেই পথিকের পথ চলা।
শুধু তুমি নেই এ পথে '
বাস স্টেশনে বাস আছে "
যাত্রী ছাওনি তে পা রাখার স্থান নেই।
তবু ফাকা সব কিছু।





তুমি নেই '
তাই সব কিছু আজ মলিন লাগছে।
যদিও কোলাহল থেমে নেই '
থেমে নেই শহরের গতি '
রাস্তায় আজো ট্রাফিক চাচা দাড়িয়ে '
আজো সে অবৈধ গাড়ি থামিয়ে।
হপ্তা নিতে ব্যাস্ত "




ফুটপাত এখনো দখলে নেয় দোকানীরা।
চাঁদা নিতেও আসে এলাকার বড় ভাই।
কিছু থেমে নেই।
সব কিছু আগের মতই আছে।




শুধু তুমি নেই '
চৌরাস্তার মোরে ট্রাফিক জ্যামটা এখনো আছে।
শুধু তুমি নেই '
তোমার বেলকনিটা এখন ফাকা '
সেখানে বখাটেরা আর আড্ডা দেয় না।
ও দিকে তাকিয়ে শিশ বাজায় না '




তুমি নেই '
তাই তারা এখন গার্লস স্কুলের মোরে '
রোজ আড্ডা দেয় "
সাদা ধোয়া ছাড়ে আকাশে '
মুখে তাদের তামাকের সুঘ্রাণ '।


তারা সেদিন তোমায় মাল না কি বলেছিল।
তোমার সেন্ডেল তাদের গাল স্পর্শ করে।
একটা চুমু একেছিল '
চুল লম্বা সেই বখাটে নায়কটার গালে।।



আজ তুমি নেই '
পৃথিবীতে কিছু থেমে নেই '
শুধু তোমার স্মৃতি কাঁদিয়ে বেড়ায়।
এই পিচ ঢালা রাস্তাটাকে।
এই শহরের কাক গুলোকে।




তারা রোজ তোমার বেলকনিতে বসে।
বসে তোমার জন্য কাঁদে '
তাদের কান্নার শব্দ।
ছড়িয়ে পড়ে চারদিকে '।




শুধু তুমি নেই।
আজ চারদিকে স্তব্ধ "
কারো মনে কোন সুখ নেই।
কবির কলমে ভাষা নেই।
নেই আজ শাহবাগে কেও '


নেই আন্দোলনরত জনতার ভীর।
কবি আজ ভাষার অভাবে ভোগছে।
প্রতিবাদি মানুষের আজ নেই স্থান '
তারা আজ জেলের মশা গুনতে ব্যাস্ত।



তুমি আবার এসো '
পৃথিবীর বুকে মানুষ হয়ে।
বিদ্রোহী মানুষ হয়ে।।



তুমি নেই "
তাই আজ বিবেকের কাঠগড়াতে তালা।
সত্য আজ পানির দামে ক্রয় হয়।
জাতির স্বপ্নে কালো পর্দা পড়েছে।
চারদিকে শুধু অন্ধকার।


ভালবাসা পেলাম না তোমার।
না দিলাম তোমাকে মানুষ হতে '
তুমি আবার এসো বিদ্রোহী হয়ে।
পৃথিবীকে দেখব ভালবেসে।।।



তুমি নেই তাই '
প্রেমের কবিতাটা কেঁদে কেঁদে '
রুপ নিয়েছে পাল্টিয়ে '
নতুন রুপে বিদ্রোহী কবিতা।
সব কিছুতেই পরিবর্তনের ছোয়া '
সব চাকা চলছে অবিরত '
সবকিছু নিয়ে আজো রাজনীতির মাঠ গরম।


চারদিকে টিভি ক্যামেরার গন্ডগোল।
কে কাকে বলে "
কে যে কি বলে।
আজো জনগন বুঝতে পারেনি '
তোমার মত কেও হাড়াতে চায় না।।
হাড়াতে চায় না প্রাণটা """।


জীবনটা বড্ড দামি '
তার চাইতে দামি তুমি ছিলে।
তোমার কাছে থেকেও পাশে যেতে পারিনি।
এটা বড় ভুল ছিল।।



তুমি নেই আজ।
তোমাকে বড্ড মনে পড়ে।।
দেখে চলেছি কত না আজব খেলা।
আজো পৃথিবী তার রূপ দেখাতে ব্যাস্ত।
নেতারা তাদের ক্ষমতা প্রদর্শনে '
আমলারা তাদের চেহারাটা দেখাতে।
আর মানু্ষ ব্যাস্ত অদ্ভুত খবরে ভরা চ্যানেল দেখতে।।



চারদিকে সবাই প্রদর্শিত হয়।
সবকিছু তে শুধু তুমি নেই।।
জীবন চারদিকে দর্শক সংগ্রহে ব্যাস্ত '
নিজেও নাম লিখেছে দর্শনার্থী হিসেবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.