![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসার ঘ্রাণ
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন -
তোমাকে ভালবাসি একটা মিষ্টি সকালে
একটা মিষ্টি দুপুরে,
একটা মধুকর রাত্রিতে "
তোমার মিষ্টি আদরের সাথে "
প্রেমের মিষ্টি আলিঙ্গনে।
তোমার স্পর্শে " প্রেমে, স্বপ্নে
তোমাকে ভাললাগে '
তাই ভালবাসাটা মধুময় তোমার মতো
তোমার ভালবাসার ঘ্রাণ
জান্নাতের ফুলের ঘ্রাণে সুভাষিত
আমি মাতাল সেই ঘ্রাণে
তোমার স্পর্শে আমি মাতাল '
তোমার ঘ্রাণে আমি পাগলের মতো।
দুচোখ শুধু তোমাকেই দেখে।
ভাবনার পৃথিবী টাও তোমার দখলে।
©somewhere in net ltd.