নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

বেচারা বালক

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৫




বেচারা বালক
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন


বালক সুন্দর চরিত্র গঠনে ,.
সদা থাকে নির্মল ,সহজ সরল।
বাবা মার আশা পুরন করতে চায় ।
শান্ত ভাবেই হাটে রাস্তাতে ।
ভদ্রতা ধরে রাখে চেহারাতে।



মা রোজ মাথায় তেল দিয়ে,
পাঠশালাতে পাঠাত চুলের এক ভাজ দিয়ে।
পরিপাটি করে থাকে সে ,।

মেয়েরা বলে সে বোকা ,গাধা ,
আধুনিক নয় এতটুকু ।
ছেলেটা একটু একটু আধুনিক হতে,
মাঝে মাঝে যায় বন্ধুদের সাথে।
দারিয়ে থাকে পারার মাথাতে ।


সেই মাঠের ধারে,
খেলা করে রোজ বিকালে।
একদিন মেয়েগুলো ভাব নিয়ে বলল।
ছেলেটা কথা বলতে জানে না ।
অবাক হল সে ,।


ভাবল এটা কেমন সংস্কৃতি ?
প্রেম করিনা তাই বলে কথা বলতে জানি না?
এটা কেমন সংস্কৃতি,
পথের ধারে বখাটেপনা করিনা তাই বোকা হলাম?



ছেলেটা বন্ধুদের সাথে পরামর্শ করে।
একদিন রাস্তার ধারে গেল।
প্রেম একটা করবেই।
অতঃপর ছেলেটা একটা প্রেম করেই ফেললো।
সে রাস্তায় ঘোরে প্রেমিকার সাথে।
বাদাম খায় পার্কে বসে।




অতঃপর সেই প্রেম ইতিহাসের পাতায় নাম লেখাল।
একটা করুন বিচ্ছেদ করলো মেয়েটি।
শান্ত সে ছেলেটির বুকে ব্যথা দিয়ে।
সেই ছেলেটি আবার রাস্তাতে দাড়ালো।


এখন সে ইভটিজার খ্যাতি পেলো ।
একদিন সে জেলে গেল ,
অপরাধ সে ইভটিজার।
অবাক কবি হেসে ধুলোতে লুটুপুটি খায়।
হায়রে হতবাগা বালক।


তুই ভাল ছিলি ,বোকা ছিলি,গাধা ছিলি
যে তোকে গাধা ,হাধারাম,হাফলেডিস বলত
সে হল ইভ।
তুই আদম হতে পারলি না।
সবাই ইভ নিয়ে মরল ,
আদম চিনল না ,।



ভদ্র আদমের দল গুলো কেন ইভের পিছে ছুটে
কেন মায়ের সন্তান হয় ইভটিজার ?
এ কথা কেউ ভাবলনা।
মেয়েরা ইভ,হাওয়া ,
তারা মা ,বোন ,প্রেয়সী।
তারা কোমলমতি।



ছেলেগুলোকে কেউ তো বলে না।
আদম সে,বাবা সে ,ভাই কারো।
কারো প্রিয় প্রেমিক।
একটা সংসারের ঘানি টানা অবুঝ পুরুষ সে।
জীবনের সকল সুখ বিসর্জন কারী পিতা সে।
স্ত্রীর শপিং বেগ বহনকারী কলুর বলদ সে।


এটাই কি উপহাস?
হায়রে মানব জাতি ।
পুরুষগুলোও নারীবাদি হয়ে ,
ইভ ইভ চিৎকার করে গলা ফাটিয়ে।
আদম তো মরে গাছের পাতা চিবিয়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.