![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজব শহর
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন -
শহরের রাস্তাঘাটে।
হায়েনারা হাটে।
ছাত্ররা রক্তাক্ত হয়।
তাহাদের আঘাতে।
হাতুরী আঘাত করে তারা পশ্চাদে।
তাহারা লিজেদের লুকিয়ে রাখে।
নিষ্পাপ মুখোশের আড়ালে।
সবাই তাদের সোনার ছেলে বলে।
আর মায়ের মেধাবী সন্তান গুলো।
আহত হল।
সন্ত্রাসী হল।
খেতাপ পেলো ভয়ংকর কোন নামে।
অধিকার পেলোনা তারা রক্তের দামে।
আজব শহর।
আজব সব ঘটনা।
আজব সব কাণ্ডকারখানা।
©somewhere in net ltd.