![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নটবরের মানবতাবাদী ভাব
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - নটবর সিরিজ
নটবর দেখিলো এতো কিছু করিয়াও।
ফল হইতেছে না তেমন কিছু।
লোকেরা তো দৌরায় না তাহার পিছু।
মিডিয়া বা প্রেস তো তাহার নামে লেখেনা কিছু।
বলেনা কিছু।
তাহাকে নিয়ে এখনো খবরের কাগজে হয়নি কোন খবর।
কি করিবে নটবর?
ভাবিয়া দেখিলো শেষে।
যারা বিখ্যাত এই দেশে।
তারা সবাই মানবতা মানবতা চিৎকার দেয়।
যদিও তারা কারো অধিকার করেনি রক্ষা।
তবুও তারা মানবতাবাদী, তারা নারীবাদী।
তারা সেকুলার, তারা প্রগতিশীল।
যারা এসব নিয়ে ব্যস্ত থাকে।
তাদের নাম লোকের মুখে মুখে থাকে।
তাই নটবর বাহির করিলো নতুন চিন্তা।
সে মানবতাবাদী হবে।
বারবার চিৎকার করবে।
সে বলবে সেও সেকুলার।
তার গভীর জ্ঞান আছে মানবতার।
তাই সে নাস্তিক হয়ে গেলো।
যাহা পাইতেছে তাহাই লেখিতেছে।
নারীর দেহ, নারীর অধিকার।
কোনকিছু তার বাকি নাই লেখার।
এইভাবেই নটবর কবি হতে ছুটিলো।
প্রেস মিডিয়াও তাহাকে চিনিলো।
এইবার নটবর মনে শান্তি পাইলো।
©somewhere in net ltd.