![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতার মিছিল
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
মিছিলে নেমেছে কবিতা ।
করবে সে আন্দোলন,
যে আন্দোলন কবিদের মনে গাথা।
কবিদের কলম যে কথা বলে,
মুখ বলে না ,
বলতে ভয় পায়।
কবিতার খোল আকাশে,.
আজ চলছে কঠোর হরতাল।
কবিতা লেখা আজ বন্ধ ,।
সব ভাষা আজ মধুহীন হয়ে গেছে।
দাবি আদায়ে তারা পিছু হটবে না।
মুক্তি দিবে তারা,
অবহেলিত সব কবিদের।
বুকে সাহস যুগিয়ে।
©somewhere in net ltd.