নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

আমার শৈশবের গ্রাম - মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০০





আমার শৈশবের গ্রাম
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন



ওইখানের ঐ পুকুরের স্বচ্ছ ধারার জল
ভীষন ভাল ছিল ,বল,?


তারই পাশে ঐ অরন্যের ফুল ।
বন্য পাখিদের দল।
ভীষন ভাল ছিল, বল?


এই পাশেতে ছোট্ট কুড়ে ঘর।
ভীষন ভাল ছিল, বল?
তার পাশে লতানু পুইয়ের ডগা।



ভীষন ভাল ছিল ,
রোঁজ সেখায় হলদে পাখিটা বসত,
কুই কুই আওয়াজে ডাকত সে।
ভীষন ভাল ছিল , বল?



কুড়ে ঘরের চালে,
ভরে ছিল ফুলে ফুলে।
চালকুমড়োর লতা।
মাচাতে ছিল সুন্দর শিম গাছ।
তাতে কত শিম ছিল।
ফুলে মধু খেতে আসত ছোট্ট সে পাখি।



রং বেরংয়ের পাখি।
দেখোনি বাঁশ ঝাড়ের উপরে।
রোজ বক ডাকত।
কত রকম পাখিদের মেলা বসত।
রোজ সন্ধ্যায়।
দেখনি রোজ রাতে।
পেঁচাটা কিভাবে কাঁদত।
আজো সে সেভাবেই কাঁদে ,
শেউরা গাছটার ডালে বসে।


দেখোনি রোজ সেই পুকুরে।
রাতের আঁধারে,
রাতের পাখিগুলো গান গাইত।
কি মধুর ছিল তাদের গান।
ভীষন ভাল ছিল ,বল?
রোজ যখন পেঁচাটা কান্নার সুরে ডাকতো।



দাদি গল্প বলত।
লাল পরী,নীল পরীর পরীর গল্প।
রাক্ষসের ,খোক্ষকের গল্প কাহিণী।
রাজার কাহিণী.,
ভুতের গল্প।



আর বলত পেঁচাটা কেন কাঁদে।
বলত পেঁচার বউ গেছে মরে।
কাঁদে সে,
রাতের গভীরে ।
একা একা গাছের ডালে বসে।


দেখনি ধবল বক।
নীরে ফিরিত অন্ধকারে।
রোজ বসিত বাঁশের ঝাড়ে।
সেসব পাখিদের কোলাহল।
আর রাক্ষসের গল্প শুনিতে শুনিতে
ঘুমের দেশে চলে গেছি কত.
দেখেছি কত না রঙ্গিন স্বপ্ন।



ঘুমের দেশে দেখেছি ,
লাল পরী নীল পরীদের দল।
দেখেছি সেই পেঁচা ।
গাঙ চিল ,মাছরাঙ্গা ,শালিক।
সেই রাজাদের দেশ দেখেছি কত।
যে রাজা রাণীর বেদনায় ছিল কাতর।


দেখেছি সবুজ মাঠ,
ধানের ক্ষেত ,সোনালী ফসল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.