![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নষ্ট দেহ
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
নষ্ট নাকি দেহ,
নষ্ট করলো কেহ ,
নষ্ট যে করল ,
তাকে দেখেনা কেহ।
শুধু পচা দেহ নিয়ে পোকাদের টানাটানি
নষ্ট নারীর ,
নষ্ট দেহ,
নষ্ট করিল যে,
খোঁজেনা তারে কেহ
কলঙ্ক দিল যে,
কামাতুর হয়ে যৌবন জ্বালা মিটাইল যে পুরুষ।
তার কোন খবর নাই।
তাকে দেখে নাও।
চিনে নাও তাকেও।
অপরাধী যদি বলতেই হয়।
বিচার যদি করতে চাও মাতাব্বর সেজে।
তবে নর টাকে বের কর মানুষের চোখে।
মানুষ দেখুক ।
নষ্ট নারীকে কে নষ্ট করে।
রাতের আধারে ,
কে যায় পতিতা পল্লীতে,।
কে যায় কুতুপুতু হোটেলে ,
রাত যাপন করে কে মিটাতে চায় যৌবন।
মানুষ দেখুক,
তার সম্মানী ভাইটা ,
কোথায় রস নিক্ষেপ করে।
বংশ প্রদিপ কোথায় জ্বালাচ্ছে।
তার ডি এন এ ,
তার রক্ত ,
কোথায় মানুষে রূপ নিচ্ছে।
দেখুক মানুষ গুলো,
জানুক সত্য কাহিণী।
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে
২| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
Monthu বলেছেন: অসাধারণ হয়েছে ভাষা কথা।
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনার অনুমোদন হয়েছে? প্রথম পাতায়???
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
Monthu বলেছেন: সুন্দর কবিতা। প্রতিবাদ কথা বলছে। অসাধারণ কবিতা