![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতার ভালোবাসা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
এটাও প্রেম।
যদি তুমি বুঝতে পারো।
যদি মনকে বড় করতে পারো।
যদি নিজেকে বুঝতে পারো।
কবিতার প্রেম।
কবিতার ভাষার সাথে প্রেম।
কবিতার শব্দের সাথে প্রেম।
এটাকে তোমার কবিতা নয়।
মনে হতে পারে অন্য কিছু।
আমি হয়তো কবি নই।
আমার কবিতা মহৎ নয়।
এই ভাষা তোমার মনে সারা জাগাবে না।
আমার কবিতা জঘন্য মনে হবে।
আমাকে কবি মনে হবে না।
তবু কবিতা বেচে থাকুক সবার মনে।
ভালোবাসা জেগে থাকুক সবার মনে।
কবিতার ভালোবাসা।
যে ভালোবাসা জাগতিক সব ভালোবাসা হতে গভীর।
এই সমাজের লোভনীয় সব কিছু হতে।
পুঁজিবাদী সকল চাওয়া হতে।
এই প্রেম তোমার মনের কাছে থাকে।
তাই জেগে থাকো ভালোবাসা নিয়ে।
যে প্রেম মরেনা।
এই ভালোবাসা থাকুক সকল কবির মনে
এই ভালোবাসা তাজা করুক সকল কবির হৃদয়।
এই ভালোবাসা দূর করে দিক হিংসা, অহমিকা,
এই ভালোবাসা থাকুক।
বেচে থাকুক হাজার বছর।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমি কবি হতে চাইনা ভাই। আমি উন্মাদ হতে চাই। পাহাড় হতে নেমে আসা নদীর মতো।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমি কবি বলতে শুধু স্বাধীন মানুষকে বুঝি। যে নজরুলের মতো। লালনের মতো। কেউ তাকে আটকে রাখতে পারেনা।।
চার দেয়ালে তো কক্ষনো নয়।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: স্বাধীন আর নিয়ম ছাড়া।।
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
এ.এস বাশার বলেছেন: কবিতায় একটু স্পেস কম দিয়ে লিখবেন মামুন ভাই....
কবিতা সুন্দর হয়েছে......
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি। পরামর্শ জানানোর জন্য ধন্যবাদ । নিজের মনে করে ভালোবেসে যে পরামর্শ দিয়েছেন আমি ভালোবেসে তা
গ্রহন করলাম
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫
নজসু বলেছেন: কবি হওয়া যায় কিনা জানিনা তবে, হৃদয় দিয়ে লিখলেই কবিতা হয়।
ভালো থাকবেন।