![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাকালের সুর
মোঃআব্দুল্লাহ্ আল মামুন
একটা রাত,
রাতের পর একটা সোনালী দিন,
একটা আলো চোখে লাগে ,
নতুন করে বাচতে শেখায়।
তোর কথা মনে হয় ,।
একটা শব্দহীন রাত নামলে।
একটা নীরব সুর কানের কাছে বলে ,
কিছু একটা বলে ,।
তবে কানে তালা দিলেও ,
সে সুর মনে আঘাত করে।
কি বলতে চায় সে?
কি তার সুরের কারন?
কি তার গানের কথা ?
এ মনে তো নাই ব্যাথা!
তবু এই স্বপ্ন একটা সুর দেখে।
বার বার সেই পথে চলে ।
পথের তো শেষ নাই ।
তুমিও নাই পাশে,।
কি যে কথা ,
কি যে সুর ,
বার বার জন্ম দেয় নতুন মধুর।
বার বার এই সুরের তালে।
হাড়িয়েছে সকল কবি ,মহাকালে।
কে কোন জালে,
কোন জাদুতে ,কোন মায়াতে,
দু মনকে একাকার করল ।
কোন গান এই মন ধরিল?
মহাকালের সুর ,
জানি লাগে মধুর,
তবে এই আমি এই সুরের জন্য নই।
না এই সুর আমাতে হবে বিলীন।
এ সুর শুধু তোমাকেই চায়।
হে আমার প্রিয়া ,
হে আমার মনের কবি।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে । মন্তব্য করার জন্য ও। ভালোবাসা নিবেন
।।হে পড়ে জানাবো।।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২০
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ভালো লিখছেন। চালিয়ে যান!
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ। ভালোবাসা রইলো
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৯
সূর্যালোক । বলেছেন: কবিতার ভাব অনেক ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সেউ ভালোবাসা মাখা ভাব ছড়িয়ে যাক সবার প্রাণে
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৯
জাহিদ অনিক বলেছেন:
মহাকালকে উপেক্ষা করে মনের কবিকে চাওয়া -- বেশ
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: মনের খোজ। মানে আপনাকে চেনা।নিজেকে জানা। লালন শাহ বলেছিলেন না আমি পরশিরে খুঁজি।। বাড়ির পাশে আরশি নগর। এক পরশি বসত করে। আমি একদিনো না দেখলাম তারে
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪২
চাঁদগাজী বলেছেন:
হৃদয় মাঝে ফুটে যবে কুসুম, বিশ্বকে ভালোবাসতে চায় মন
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এই ভালোবাসা ছড়িয়ে যাক সবার প্রাণে
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৩
রাজীব নুর বলেছেন: কবিতা তো আসলে আবেগের কথা বার্তা।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি।।। আবার কবিতায় বিদ্রোহ,থাকে
আর দেশ প্রেম, সমসাময়িক বাস্তবতা ও থাকে।
৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ।
৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩
সনেট কবি বলেছেন: ভালো লিখছেন।
৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩
এ.এস বাশার বলেছেন: কবিতায় ভালো লাগা........
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়
১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
শুভ্র বিকেল বলেছেন: দারুণ লিখেছেন কবি শুভকামনা।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে
১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২১
Monthu বলেছেন: ভালোবাসা নিবেন সবসময়। ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২০
ইব্রাহীম আই কে বলেছেন: ভাল লাগলো কবিতাটা।
বরাবরই কবিতা পড়তে ভালো লাগে, কিন্তু কবিতা লিখতে পারিনা। আমার লেখা একমাত্র কবিতা তোমাকে একটু সময় করে পড়বেন, আশা করি।