|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

তোমাকে খুঁজিনি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন -
স্নিগ্ধ বিকালগুলো আমার নয়।
তুমিও আমার হবেনা।
চারদিক অন্ধকার হবে।
আর পাহাড় হবে গহীন অরণ্য।
তুমি আমার ছিলে কি?
না আমি তোমার স্পর্শ পেয়েছি কোনকালে?
আমি তোমার সেই নদীর ধারে,
রাখাল হয়ে ঘুরে বেড়াইনি কোনদিন।
আমি তোমার দেখা পেতে,
যাইনি কোনদিন মন্দিরে, মসজিদে, মাজারে।
বলিনি কারো কাছে আমার চাওয়া আছে কি।
আমি কোনদিন কাওকে বলিনি।
তোমাকে কখনো খুঁজিনি।
না জানি তোমার ঠিকানা।
আমি বিকালের রোদে একা একা হেটেছি।
জীবনের প্রয়োজনে বেচে আছি ভেবে।
হাজার মায়াবী স্বপ্ন দেখেছি।
তারপর হেটেছি উত্তরের তটরেখা ধরে।
দক্ষিণে মরুপ্রান্তরে, হিমালয়ে, আর সবুজে।
তারপর মিশরের পিরামিড যেখানে আছে।
আমি খুঁজিনি তোমাকে কোনদিন।
আমি শুধু জীবনের প্রয়োজনে হেটেচলেছি।
তোমাকে দেখিনি।
তোমাকে খুঁজিনি।
তোমাকে দেখিনি।
 
 ১৫ টি
    	১৫ টি    	 +১/-০
    	+১/-০  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৩৯
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৩৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়
২|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৫২
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৫২
এ.এস বাশার বলেছেন: ভালো..................
  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:৪৩
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:৪৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ
৩|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৫৭
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৫৭
নজসু বলেছেন: তাকে কি আপনি ভালোবাসেন না?
ভালো না বাসলে তাকে নিয়ে কি কবিতা লেখা যায়?
কিন্তু আপনি যদি তার মুখোমুখি না হন; তবে তার স্পর্শ পাবেন কি করে?
সারা কবিতা জুড়ে হতাশা আর হতাশা।
সাহস করে কিছু একটা করে ফেলুন।
কবিতা ভালো লেগেছে। 
  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:২৮
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:২৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এটা হতাশা নয়। আশার অন্য এক গতি।।।। দূরে দেখা যাচ্ছে। আবার কাছেই আছে। ভালোবাসা তো প্রকাশ পাবেই
ধন্যবাদ
৪|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:২৮
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:২৮
বাকপ্রবাস বলেছেন: ঠাকুর ঘরে কে রে?
আমি কলা খাইনা।
-
কবিতা সুন্দর হয়েছে
  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:৪০
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:৪০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: তাই???? না ভাই আমি কলা খাই।।। তবে নিজের গাছের।।। গান শুনেন নি।
দয়াল বাবা কলা খাবা, গাছ লাগায়া খাও। পরের গাছের দিকে কেন মিটমিটিয়ে চাও।।
  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:৪১
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:৪১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: মন্তব্য প্রদানের জন্য ধন্যবাদ
৫|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:০১
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:০১
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর।
৬|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:০৮
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ২:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল হয়েছে কাব্য।
৭|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৩৩
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৩৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: 
৮|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৫৮
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৩:৫৮
সনেট কবি বলেছেন: সুন্দর।
৯|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:৪৬
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:৪৬
রাজীব নুর বলেছেন: আপনার প্রেয়সী / বৌ কে স্বাবলম্বী করে তুলুন। সুখী হউন।
  ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৫১
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৫১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: প্রেয়সী বউ কে? একটু দেখিয়ে দিলে ভালো হতো
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৩৭
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৩৭
মেহেদী হাসান হাসিব বলেছেন: অসাধারণ! লেখাগুল হৃদয় স্পর্শ করে গেছে। শুভ কামনা জানাবেন মামুন ভাই।