![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুই মনে রাখবোনা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন -
চারদিকে আমি অস্ত্রের ঝনঝনানি শুনতে পাই।
আর মানুষের চিৎকার শুনতে পাই।
আমি দেখিতে পাই সাম্রাজ্যবাদীদের আক্রমণ।
আর মানবতাবাদের শেষ হয়ে মরন।
চারদিকে ধনতন্ত্র দখল করেছে সবকিছু,
এই সমাজের কলিজাতে আঘাত করেছে কালো টাকা।
সব কিছু আমাদের চোখের সামনেই হয়।
তবু সব কিছু অদেখা।
সবাই মন ভুলানো কথা শুনিয়ে।
ঘুম পাড়িয়ে রাখতে চায় পৃথিবীকে।
সবাই গণতন্ত্র নামক ঘুম পাড়ানি পিলে আসক্ত।
কারো কাছে নাই অধিকার।
সাম্যবাদ আজো হতে পারেনি শক্ত।
কেউ কেউ স্বপ্ন দেখে লেনিনের মতো।
কেউ আবার ডেকে আনে মার্কস সাহেবের পেতাত্মাকে।
কেউ শান্তি আনতে পারেনি দুনিয়ার বুকে।
চারদিকে ক্ষমতা দখলের লড়াই।
কে কাকে বিতারিত করবে।
এই নিয়েই যতো আমরা মাথা ঘামাই।
কেউ আবার দেশে দেশে ধর্ম নিয়ে করে বাড়াবাড়ি।
কেউ আবার মানবতার নামে গড়ে তুলে মহামারি।
কেউ করতে পারেনা সমস্যার সমাধান।
সবাই বাজারজাতকরণ দুনিয়ার উপাদান।
আমিও পণ্য তুমিও পণ্য।
পণ্য হয়ে গরীব মানুষ ধন্য।
আমি তোমাদের জন্য।
কেউ কেউ হয়েছে মহামান্য।
এই দুনিয়া আজব জেলখানা।
কেউ জানেনা কারো ঠিকানা।
শুধু বলতে চায়, শুনাতে চায়।
শুনতে তাদের মানা।
সাম্রাজ্যবাদী বাজার গড়েছে পুঁজিবাদী ঠিকানা।
আমিও পণ্য হয়ে বিক্রিত হবো।
কেউ জানবেনা।
কতো মানুষ মাথা করে বিক্রি।
কতো মানুষ বিক্রি করে কলম।
কতো মানুষ আঘাতে লাগিয়ে দেয় জান্ডু মলম।
এই আমাদের আজব দুনিয়া।
এখানে পণ্য হয়ে বিক্রিত মানুষ।
আক্রমণ করে ক্ষমা চাহিয়া।
আমিও তোমাদের মতো।
আমিও গিনিপিগ হয়েছি।
বিজ্ঞানী ভাই পরীক্ষা করুন।
নতুন ঔষদ কাজ করে কিনা।
আমি ভুলে যাবো জীবনের সব বেদনা।
কিছুই মনে রাখবোনা।
আজকাল যেভাবে মুক্ত বাজার আর গণতন্ত্র বাণী মুখস্ত করিয়ে আমাদের ঘুম পারাচ্ছে। বেশি দেরি নাই।
দুনিয়াতে মহামারি দেখা দিতে।।।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমি কাজ হবার কথা বলিনি শেষ লাইন গুলোতে
।।
আমি বলেছি গিনিপিগ এর কথা। বিজ্ঞানী রা কোন নতুন জিনিস আবিস্কার করলে মানুষের দেহে প্রয়োগ করেনা।
সেটা অনেক সময় গিনিপিগ বা বানরের দেহে পরীক্ষা চালায়।।
আমি সেই কথা বলতে চেয়েছি।।।।
আর আজকের এই আধুনিক সাম্রাজ্যবাদী সমাজে আমরাই গিনিপিগ ।।
দেখেন না? আমাদের ব্যবহার করে কেমন তারা ক্ষমতার লড়াই করে।। নেতারা।।।
আমরা তো সেই গিনিপিগ।।।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কিছুই মনে রাখবোনা বলার কারন হল।মানুষ দেশে একটা ঘটনা হলে সেটা নিয়ে আন্দোলন করে।।।
কয়দিন পর টপিক পরিবর্তন হয়। ইস্যু পরিবর্তন হয়।।
আর ফেসবুক আর ব্লগের বুদ্ধিজীবী গন আগের ইস্যুকে ভুলে যায়।।
আসলে আমরা ভুলিনা। আমাদের ভুলিয়ে দেয়া হয়।।। চাপ ভয় দেখিয়ে।।
তাই আমি বললাম আমি এমনিতেই ভুলে যাবো
মনে রাখবোনা।।।
আমাকে চাপ প্রয়োগের ও দরকার নাই
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্য দেওয়ার জন্য।।
নইলে বুঝবো কি করে আসলে আমার কথা পাঠক বুঝে কিনা।।
না আমি হুদাই লেখি ।। ধন্যবাদ
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৭
সনেট কবি বলেছেন: সুন্দর+
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১০
মেহেদী হাসান হাসিব বলেছেন: না– আমি দুঃখিত। মোবাইলে ডেক্সটপ ভার্সনে কিছু লেখা ভুল দেখায়। যার কারণে বোঝাতেও ভুল ছিল। ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ওহ এটা জানতাম না। আমিও
।ভুল দেখায়? আপনি সামুতে দেখেন লেখা আছে আপনি কি শব্দ ভুল দেখেন। সেখানে সমাধান করে নিন।।
তাহলে ঠিক হয়ে যাবে।।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন:
ছবিতে দেখুন
।।আপনার সমস্যার সমাধান ।।।।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: তারা প্রশ্ন করেছে
।বাংলা বানান ভুল দেখাচ্ছে? ওই খানে যান।।। আপনার সমস্যা ঠিক হয়ে যাবে।।। কি করতে হবে আছে সেখানে
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! মামুনভাই
কবিতা খুব সুন্দর হয়েছে। জাতীয় কবিও একসময় এমন স্বপ্ন দেখেছিলেন। ++
শুভকামনা ও ভালোবাসা আপনাকে ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ ভাই।।।তিনিই তো আমাদের সেই সাহস দিয়ে গেছেন। স্বপন দেখার সাহস।
তিনিও ময়মনসিংহ এর ত্রিশালের মাটিতে ছিলেন।
এই দেশে তার সাহসি আত্মারা এখনো হয়তো আছে। আর আমাদের সাহস দেয়। বলে যা
তোর চাওয়া গুলো চেয়েনে। ছিনিয়ে নে
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
ভাষা সুন্দর।
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৬
মেহেদী হাসান হাসিব বলেছেন: মামুন ভাই! ঠিক করেছি। অনেক ধন্যবাদ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: Welcome
৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৯
ল বলেছেন: শুভকামনা,অনেক সুন্দর
৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩১
Monthu বলেছেন: শুভ কামনা রইলো
৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩২
Monthu বলেছেন: আপনি ভালো লিখেন।। তবে আরো ভালো করা দরকার।।। আমার ভালো লাগে।।।
১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৩
Monthu বলেছেন: আমারর পাতায় আসবেন।।। ধন্যবাদ।।
ভালোবাসা রইলো।।।।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩২
মেহেদী হাসান হাসিব বলেছেন: ভুলতে পারবেনতো? আর ঔষধ দিয়ে কাজও হবে না যেমন ক্যান্সের শেষ স্টেপে কোন ঔষধে কাজ হয় না।