![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাহাদের সাথে জয় হবে বাংলাদেশ।।। এটা দিনের মতো
৬টা সিক্স মারতে হবে।।।।
অভিনন্দন বাংলাদেশ।।
তোমরা দেখিয়ে দিলে।ভালো চাপের উপরেই ছিলো পাকিস্তানের খেলোয়াড় গুলো
।শেষ সময় ২০রান তাদের হাতের নাগালের বাইরে। ২৬ রান ১বলে কেউ ৩৭রান করতে পারে?
এটাও সম্ভব? কি করে জয় নিবে তারা?
রুবেল ভালো আক্রমণ করেছে।। মুস্তাফিজ, আমাদের আবার জেগে উঠেছে।।। এটা ধারাভাষ্যকার এর কথা।।। আমি বলি নাই।
আমাদের জাগ্রত বাঘ গুলোকে সবাই দেখুক।।।
এবার আমরাও পারি।।।
তবে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) টিম হোটেলে পাকিস্তানি বোলার হাসান আলী বলেন, বাংলাদেশকে অলআউট করতে আমার পাঁচ ওভার বলও করা লাগবে না।
কথাটি অবশ্যই হাসি ঠাট্টার ছলে বলা তবুও এটাকে হুমকি হিসেবেই নিয়েছে বাংলাদেশ । কারণ ছন্দ হারানো এই পাকিস্তানী বোলাররা যেকোন মুহূর্তে জ্বলে উঠতে পারে বাংলাদেশের বিরুদ্ধে। এই আশা তাদের ছিলো।
তবে সেটা
আশাতেই সীমাবদ্ধ রয়ে গেলো। তারা বেশি অহংকারী। অনেক আগেও দেখেছি ইমরান খান আমাদের কেমন অপমান করে কথা বলে। টুইট
করে।। যাই হোক আমরা বোকা না। আমরা মাঠে খেলি। ফেসবুক বা টুইটারে না।
আবারো প্রমান হল।।
ডায়লগ একটাই আসো মাঠে, খেলা হবে, মাঠে খেলা হবে।।।
আর তা হল।।আমরা জয় পেলাম।। সুন্দর একটা জয়।।।
মুশফিকুর রহিম, ম্যান অফ দ্য ম্যাচ:
এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালের খ্যাতি পাওয়া সুপার ফোরের শেষ ম্যাচে জয়ের জন্য পাকিস্তানকে ২৩৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ দল। টসে জিতে প্রথমে ব্যাট করতে মুশফিকুর রহিমের ৯৯ রানের উপর ভর করে ২৩৯ রানে অল আউট হয় মাশরাফি বাহিনী। আজকের ম্যাচে ৯৯ রানের দারুণ এক ইনিংস খেললেন লিটল মাস্টার। এক রানের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় তাকে। বাংলাদেশের প্রথম কোন ব্যাটসম্যান হিসেবে ৯৯ রানে আউট হলেন মুশফিক।
২৪০ রানের লক্ষে ব্যাট করতে নেমে একাই পাকিস্তানকে টেনে নিয়ে যাচ্ছিলেন ইমাম-উল-হক। নিজেও এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু ক্ষণিকের মনঃসংযোগ বিচ্ছিন্ন হওয়ার সুযোগটা দারুণভাবে নিয়েছে বাংলাদেশ। তাকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেছেন মাহমুদউল্লাহ। এগিয়ে রক্ষণাত্মকভাবে ফেরাতে গিয়ে বল মিস করলে তড়িৎ গতিতে স্টাম্প ভাঙেন লিটন। ১০৫ বলে ৮৩ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ইমাম। ২টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি।
ইমাম-উল-হকের আউটের পর কেউ আর সেভাবে দাড়াতে পারেনি। শেষ পর্যন্ত পাকিস্তান ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০২ রান করে। আর বাংলাদেশ ৩৭ রানের জয় পেয়ে ফাইনালে উঠে গেল। ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২৩৯/১০ (৪৮.৫ ওভার) (লিটন ৬, সৌম্য ০, মুমিনুল ৫, মুশফিক ৯৯, মিঠুন ৬০, ইমরুল ৯, মাহমুদউল্লাহ ২৫, মিরাজ ১২, মাশরাফি ১৩, রুবেল ১, মোস্তাফিজ ০*; জুনায়েদ ৪/১৯, আফ্রিদি ২/৪৭, হাসান ২/৬০, নাওয়াজ ০/৩৯, মালিক ০/১৪, শাদাব ১/৫২)
এশিয়া কাপে ২৮ ম্যাচে মাহেলার সংগ্রহ ৬৭৪ রান। আর ২৩ ম্যাচে ধোনির সংগ্রহ ৬৫৪ রান।
এশিয়া কাপে ২৫ ম্যাচ খেলে ১২২০ রান নিয়ে সবার ওপরে আছেন শ্রীলংকান সাবেক কিংবদন্তি সনাথ জয়সুরিয়া। ২৪ ম্যাচে ১০৭৫ রান নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন কুমার সাঙ্গাকারা। ২৩ ম্যাচে ৯৭১ রান নিয়ে তৃতীয় অবস্থানে আছেন শচীন টেন্ডুলকার।
এশিয়া কাপে ২০০৮ সাল থেকে এ পর্যন্ত ২৫তম ম্যাচে ৭১৮ রান সংগ্রহ করেছেন মুশফিকুর রহিম। এই রান করার মধ্য দিয়ে শ্রীংকান কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনেকে ছাড়িয়ে গেলেন মুশফিক। শুধু মাহেলাই নয়, মহেন্দ্র সিং ধোনিকেও ছাড়িয়ে গেছেন এ উইকেটকিপার ব্যাটসম্যান।
জয়াবর্ধানে-ধোনিকে ছাড়িয়ে গেলেন মুশফিক।।।
এবার ফাইনালের পথে বাঘের দল।।পাকিস্তানকে কাঁদিয়ে ফাইনালে বাংলাদেশ।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অভিনন্দন বাংলাদেশ দলকে
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৮
মাহমুদুর রহমান বলেছেন: বাংলাদেশ ক্রিকেট টিমের জয় হোক নিরন্তর।
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫২
সনেট কবি বলেছেন: অভিনন্দন বাংলাদেশ দল
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪১
নজসু বলেছেন: বাংলাদেশ পারে।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: মুশফিকুর রহিম ভালো করেছে আমার মতে । রুবেল ও শেষের দিকে তাদের চাপের মুখে রেখেছে।।। সেই ছিলো কালকের ম্যাচ
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭
রাজীব নুর বলেছেন: ফাইনালে সবাই মাথাটা একটু ঠান্ডা রেখে খেললে এবং নার্ভাস না হলে কোনো কিছুই অসম্ভব নয়।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি ।।। আসলেই মেন্টাল প্রেশার টা কমাতে পারলেই পারে। হয়তো মাঝে মাঝে তা হয় না।।। তবে কাল বলের শিবির ভালো ছিলো।। সবাই ভালো বল করে চাপের মাঝে রেখেছে
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫০
ল বলেছেন: অভিনন্দন