|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
এই শহরের বুকে,
এই গলির মোড়ে,  রাস্তার ধারে,  
তুমি আমাকে দেখতে পাবে,  
পথিকের দৃষ্টিকোণে,  আর মানুষের ভিড়ে।
আমি খুঁজিতেছি, এই বাংলার মাঠ, 
হিজলের বন আর তমালের  ছায়া।
আমি খুঁজিতেছি  আউশের  ক্ষেত।
দোয়েলের শিষ, পাখিদের ডাক।
আমি খুঁজি তোমাকে,  
এই পথের ধারে,  লক্ষ বছর পরে।
এইখানে পাবে তুমি,
আমি দাঁড়িয়ে আছি কোন আধুনিক রোবটের সাথে।
যার বোধ ক্ষমতা আছে,  
সেই যুগেও আমি তোমাকে খুঁজে হবো  ক্লান্ত।
আর তোমার মায়ায় হারিয়ে যাবো।
আমাকে খুঁজে পাবে,  
ওই গলির চায়ের কাপে,
মোড়ের  দোকানের বেঞ্চিতে,
আর পার্কের সবুজ ঘাসে,
আমিও এই সবে খুঁজিব তোমায়।
আর লক্ষ, কোটি বছর পর,
এই আমি আবার আসিবো,
আবার তোমার সাথে প্রেম করিবো।
অসহায় থাকবেনা সে প্রেম।
তুমি আমার চায়ের কাপে একটু স্পর্শে।
আমাকে খুঁজে পাবে লক্ষ কোটি বছর  পরেও।
যে কাপে আমি চা খাই,  ভালাবাসা থাকে মিশে।
আমিও কোন স্বয়ংক্রিয় কোন যন্ত্রমানবের সাথে।
হেটে যাবো হাজার বছর পর।
আর পথের ধুলোতে খুঁজে নিবো প্রেম।
হাজার লক্ষ বছর পর।
তারপর আমি এই শহরে রেখে যাবো তোমার স্মৃতিচিহ্ন।
শহরের সব চায়ের কাপে।
শহরের সব দালানে,  রাস্তায়,  পার্কে।
তারপর হাজার বছর পর কোন প্রেমিক যুবক।
খুঁজে পাবে সে ঘ্রাণ ,  এই পথের বাতাসে।
এই আকাশে,  আর  শহরের  মোড়ে ।
আমি সেইদিনো জাগ্রত থাকিবো।
প্রেম হয়ে কোন কবিতার বুকে।
খুব ভোরে কোন চায়ের চুমুকে।
এক কাপ গরম চায়ে।
চায়ের গরম অনুভূতিতে।
 ২২ টি
    	২২ টি    	 +১/-০
    	+১/-০  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:৫২
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:৫২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ।। শুভ সকাল
২|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:৫৩
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:৫৩
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:০০
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:০০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ
৩|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:১৭
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:১৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার লিখেছেন আপনি।
শুভ কামনা রইলো। ভালো থাকবেন
৪|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:৪০
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:৪০
নজসু বলেছেন: এখানে ওখানে ৬৪ জেলায় খোঁজার কি দরকার কবি? 
 হৃদয়ে খোঁজ নিলেই তো খোঁজ মিলবে।  
হাজার বছর নয়; প্রার্থণা করি লক্ষ লক্ষ বছর ধরে অমর হোক আপনাদের ভালোবাসা।
শুধু এই শহরে নয়; সারা বিশ্বে পরিচিত পাক আপনাদের লীলা। 
অপ্রাসঙ্গিকঃ কবি, "আওশের"  পরিবর্তে আউশের হলে কেমন হতো?  (নাকি আওশই ঠিক আছে?)
"হারিয়ে" 
কবিতা অসম্ভব ভালো লেগেছে।  অসম্ভব ভালো। 
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:২৫
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:২৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এখানে আমি বলতে প্রত্যাক ওই আমি।মানে every single person.. সবার মাঝে। সব একক নাগরীক জীবন।।
আর আমার শহর বলতে আপনি যে শহরে আছে। যে পাঠ করবে তার নিজের ভেবে নিবে।  তাই হাজার বছর পর কোন নাগরীক।
সে নিজেই। আর প্রেমিকা বলতে এটা অন্য এক প্রেমিকা। এটা শুধু মানবী নয়।।।
আপনাকে ধন্যবাদ। আমার দুইটা ভুল ধরে দিয়েছেন। ভালো লাগলো, ।।। ধন্যবাদ।। আমি এখনো শিউর নই। আউশ না আওশ।।
তাই আপনার টাই গ্রহন করলাম।।
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:২৯
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:২৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমি এখানে হাজার বলেন আর লক্ষ বলেন। ভবিষ্যৎ দিনে আমাদের প্রযুক্তি অনেক এগিয়ে গেলে। আমাদের জীবন যে যান্ত্রিক হয়ে যাবে । সেইখানে আমি মানুষের কাব্যিকতা পাবো কিনা আর এই সুন্দর শহর পাবো কিনা সেই নিয়ে কবিতাটা লিখতে চেয়েছি।।
৫|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:০৪
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:০৪
রূপক বিধৌত সাধু বলেছেন: জীবনানন্দের কিছুটা ছায়া আছে। তারপরও বেশ ভালো হয়েছে।
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:২৬
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:২৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জী ।। আমি এই জিনিসটাই খুঁজি
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:৩০
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:৩০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমি এখানে হাজার বলেন আর লক্ষ বলেন। ভবিষ্যৎ দিনে আমাদের প্রযুক্তি অনেক এগিয়ে গেলে। আমাদের জীবন যে যান্ত্রিক হয়ে যাবে । সেইখানে আমি মানুষের কাব্যিকতা পাবো কিনা আর এই সুন্দর শহর পাবো কিনা সেই নিয়ে কবিতাটা লিখতে চেয়েছি।।
৬|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:০৮
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:০৮
ইমু সাহেব বলেছেন: অপরূপ সুন্দর অভিব্যক্তি । মন ভালো করে দেওয়ার মত একটা কবিতা । তবে চোখে না পড়ার মত সাধু ও চলিত এর কিছু মিশ্রণ লক্ষ্য করলাম । 
সর্বশেষ, সুন্দর এই প্রকাশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:১২
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:১২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৭|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:২১
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:২১
সনজিত বলেছেন: ভাল লিখেছেন আপনি।
শুভ কামনা রইলো।
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৪৮
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৪৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে
৮|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৩৮
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৩৮
নজসু বলেছেন: এই প্রেমটা আমিও কোন মানবীর সাথে খুঁজিনি কবি। 
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, 
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি
দেশের মতো নিজের জন্মস্থান, বেড়ে ওঠার স্থান  কার না প্রিয়।  কবিতার শিরোনাম আর প্রিয় শহরকে বিবর্ণ, রোবোটিক জীবনের ভয় থেকে আপনার যে আকুলতা দেখছি তাতে প্রিয় শহরকে প্রিয়তমা হিসেবেই গ্রহণ করেছি কবি। 
হৃদয়ে থাক আপনার প্রিয় শহর।  মনের মতোই থাক আমাদের সবার নিজনিজ প্রিয়তম শহর।
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৪৯
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৪৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে কবি ।।।
৯|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:০৯
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:০৯
বাকপ্রবাস বলেছেন: দ্বিতীয় প্যারায় জীবনানন্দ ভর করেছে। কবিতা সুন্দর হয়েছে। ভাল লেগেছে।
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:২৬
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:২৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ।।। ঠিক ধরেছেন।।। আমার ওই ধারাতে ভাবতে ভালো লাগে বেশি।।
১০|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:১৯
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:১৯
শিখা রহমান বলেছেন: কবিতাটা আসলেই জীবনানন্দকে মনে করিয়ে দেয়। ওপরের মন্তব্যেও অনেকে বলেছেন। সেই জন্যেই হয়তো কবিতায় সাধু আর চলিত ভাষার মিশ্রণ হয়েছে। 
কবিতাটা ভালো লেগেছে। শুভকামনা।
  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:২৮
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:২৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ  কবি।।। জি আপনি ঠিক বিষয়টিই ধরেছেন।।। জীবনানন্দ এর কবিতা আমার ভিতরে ঢুকে গেছে।।।  তাই
রোবটের কথা লিখতে গিয়েও সেই ধাচে চলে গেছে।।।।
১১|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৩৬
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৩৬
সুমন কর বলেছেন: মিষ্টি এবং সুন্দর হয়েছে।
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:৪৭
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:৪৭
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
সকজালবেলা খুব সুন্দর একটা কবিতা পড়লাম।