|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
প্রিয় লেখক ব্লগার  খায়রুল আহসান স্যার এর লেখা ছিল স্মৃতিচারণ মুলক তাই আমি আজকের একটি চিত্র তুলে ধরলাম । ভালোবাসা লেখকের প্রতি তিনি আমাদের নগরীকে এতো ভালোবাসেন তাই।।
কিছু কিছু জিনিস আজো আছে। কৃষ্ণা কেবিন।ভার্সিটির সুতিয়াখালি যাওয়ার শেষ মোড়ের গেইটে বিখ্যাত মালাই চা।আর এখনো আছে অনেক কিছু, কালিবাড়ি রোডে সেই মিষ্টি দোকান।তবে ট্রেন গুলোর নাম এখন পরিবর্তন হয়ে গেছে। শুধু যারা মুরুব্বি আছে। তদের মুখে শুনি।। আমাদের এক আংকেল ছিলো। তার চাকরি থেকে অবসর নিয়েছে। তিনি ৭১ থেকে চাকরি করেন। আব্বুর অফিসে এম এল এস এস ছিলো। তার কাছে শুধু গল্প শুনতে যেতাম। আজ নাই ১১আপ ও নাই। সেভেন আপ ও নাই। শুধু বোতলে পাওয়া যায়। পান করার সেভেন আপ।অনেক কিছু বদলেছে।আবার অনেক নতুন যুক্ত হয়েছে।শ্যামা নামে একটা রোড আছে শ্যামা চরণ রোড।। আরো আছে বিপিন পার্কের নানান স্বাদের চা। তেতুল চা, মরিচ চা, ককটেল চা, আদা চা,  মাল্টা চা,  হরলিক্স চা, কমলা চা, আপেল চা, আঙুর চা, আরো আছে নানান পদের চা। আছে আমাদের বিখ্যাত শশী লজ।   
 
হাওর জঙ্গল মহিষের শিং, এই তিনে ময়মনসিং- প্রবাদ প্রবচনে এভাবেই পরিচয় করানো হতো এক সময় ভারতবর্ষের বৃহত্তম জেলা ময়মনসিংহকে।ময়মনসিংহে রয়েছে প্রাচীন স্থাপনার অনবদ্য কীর্তি যার মধ্যে মুক্তাগাছার রাজবাড়ী, আলেকজান্দ্রা ক্যাসল, শশী লজ, সিলভার প্যালেস, রামগোপালপুর জমিদার বাড়ি ও গৌরীপুর রাজবাড়ী বিশেষ ভাবে জনপ্রিয়। তাছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ জাদুঘর, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, পুরাতন ব্রহ্মপুত্র নদ, বিপিন পার্ক, বোটানিক্যাল গার্ডেন ইত্যাদি পর্যটকদের কাছে সমান ভাবে জনপ্রিয়। আর সব কিছু দেখা হয়ে গেলে মুক্তাগাছার মণ্ডা খেয়ে চলে আসতে পারেন।
আপনার যদি একটু ক্লান্ত লাগে যেতে পারেন আমাদের নদের ধারে । সেখানে আপনি পাবেন অভাবনীয় শান্তির ছোয়া। আর এই প্রাণ জুড়িতে যাবে। বারবার আসতে চাইবেন আমার ব্রহ্মপুত্র নদে। 
মন্ডা নিয়ে একটি কিংবদন্তি লোকাচার কাহিনী  রয়েছে। ময়মনসিংহ শহর থেকে ১৬ কিলোমিটার দূরে মুক্তাগাছা। দুই শতাধিক বছর আগে মুক্তাগাছার প্রসিদ্ধ মন্ডার জনক গোপাল পাল এক রাতে স্বপ্নাদিষ্ট হলেন। শিয়রে দাঁড়িয়ে এক ঋষি তাকে আদেশ দিচ্ছেন মন্ডা মিষ্টি তৈরি কর। পরদির গোপাল ঋষির আদেশে চুল্লি খনন শুরু করলেন। দৈবাৎ উদয় হলেন সাধু। তিনি হাত বুলিয়ে দিলেন চুল্লিতে। শিখিয়ে দিলেন মণ্ডা তৈরির কলাকৌশল গোপালকে। দুধ ও চিনি দিয়ে তৈরি হলো মন্ডা। গোপাল তার নব উদ্ভাবিত মন্ডা পরিবেশন করলেন তৎকালীন মুক্তাগাছার জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরীর রাজদরবারে। মন্ডা খেয়ে মহারাজা পেলেন পরম তৃপ্তি , আর বাহবা দিলেন গোপালকে। মুক্তাগাছার গোপাল পালের মন্ডা। শুরু হলো মণ্ডার যাত্রা। গোপাল সম্বন্ধে জানা যায়, বাংলা ১২০৬ সালে তৎকালীন ভারতবর্ষের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। নবাব সিরাজদৌলার মৃত্যুর পর গোপাল মাতৃভূমি রাজশাহীতে চলে আসেন। পরে বাংলা ১২৩০ সালে তিনি মুক্তাগাছায় বসত গড়েন। প্রথম মণ্ডা তৈরি হয় বাংলা ১২৩১ সালে।।
  
 
.এ জেলায় জন্মেছেন বেশকিছু বিখ্যাত ব্যক্তিবর্গ।মুক্তিযুদ্ধ কালীন আফসার বাহিনী নামে পরিচিতি আফসার উদ্দিন আহমেদ।মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহের ভালুকা এলাকায় বিশাল এক বাহিনী গড়ে তুলেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া বাঙালি সুবেদার মেজর (অব.) আফসার উদ্দিন আহমেদ।
 আনন্দমোহন বসু,তিনি ছিলেন বাঙালি রাজনীতিবিদ এবং সমাজসেবক।সৈয়দ নজরুল ইসলাম,তিনি ছিলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি।অধ্যাপক ড. আনোয়ারুর রহমান খান,তিনি এ.আর খান নামেই বেশি পরিচিত। তিনি বাংলাদেশের অন্যতম পথিকৃৎ ও বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী।যতীন সরকার,তিনি অসাধারণ বাগ্মীতার জন্য জনপ্রিয়তা অর্জন করেন। ২০১০ খ্রিস্টাব্দে তাঁকে স্বাধীনতা দিবস পুরস্কার প্রদান করা হয়।হেমেন্দ্রমোহন বসু,তিনি বিংশ শতাব্দীর শুরুতে বিস্ময়কর যান্ত্রিক প্রগতির বিভিন্ন নিদর্শনকে এদেশ প্রবর্তন করেন।
আব্দুল জব্বার,১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদ।আবুল মনসুর আহমেদ,তিনি বাংলাদেশী সাহিত্যিক, রাজনীতিবিদ এবং সাংবাদিক।
আবুল কাসেম ফজলুল হক,বাংলাদেশের একজন প্রখ্যাত প্রাবন্ধিক ও রাষ্ট্রচিন্তাবিদ।।গোলাম সামদানী কোরায়শী,বাংলাদেশের একজন বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ও অনুবাদক।এছাড়াও ময়মনসিংহ জেলা মৈমনসিংহ গীতিকা,মহুয়া, মলুয়া, দেওয়ানা মদীনা, চন্দ্রাবতী, কবিকঙ্ক, এর জন্য বিখ্যাত।
____________________________________________________
তথ্য==কিছু নাম বিখ্যাত নাম গুলো উইকিপিডিয়া হতে নেওয়া। ইতিহাস,  ও জীবনী উইকিপিডিয়া।
আমাদের ময়মনসিংহ এর পেইজ আছে চাইলে ভিজিট করতে পারেন।।। 
 ৪২ টি
    	৪২ টি    	 +৪/-০
    	+৪/-০২|  ০১ লা অক্টোবর, ২০১৮  সকাল ১০:৩৫
০১ লা অক্টোবর, ২০১৮  সকাল ১০:৩৫
চাঁদগাজী বলেছেন: 
অনেক কিছু আছে দেখছি, ভালো! মানুষ কি রকম, দয়ালু, নাকি নির্দয় ধরণের? শিক্ষিত বউদের ঘরে চাকরাণী আছে?
  ০১ লা অক্টোবর, ২০১৮  সকাল ১০:৩৬
০১ লা অক্টোবর, ২০১৮  সকাল ১০:৩৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হা হা।। মজা পাইলাম
  ০১ লা অক্টোবর, ২০১৮  সকাল ১০:৩৭
০১ লা অক্টোবর, ২০১৮  সকাল ১০:৩৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: শিক্ষিত বউদের ঘরে চাকরানি
  ০১ লা অক্টোবর, ২০১৮  সকাল ১০:৩৯
০১ লা অক্টোবর, ২০১৮  সকাল ১০:৩৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি মানুষ সম্পর্কে একদিন লিখবো।।। কিছু ভালো কাহিনী নির্ভর ঘটনা আছে
৩|  ০১ লা অক্টোবর, ২০১৮  সকাল ১০:৪৩
০১ লা অক্টোবর, ২০১৮  সকাল ১০:৪৩
মেহেদী হাসান হাসিব বলেছেন: ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, বোটানিক্যাল গার্ডেন গিয়েছিলাম।
  ০১ লা অক্টোবর, ২০১৮  সকাল ১০:৫০
০১ লা অক্টোবর, ২০১৮  সকাল ১০:৫০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি। ধন্যবাদ আমাদের শহরে ভালোবেসে আসার জন্য
৪|  ০১ লা অক্টোবর, ২০১৮  সকাল ১০:৪৫
০১ লা অক্টোবর, ২০১৮  সকাল ১০:৪৫
Monthu বলেছেন: আমার খুব পছন্দের শহর।। ভালো লাগা রেখে গেলাম
  ০১ লা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫৬
০১ লা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে
৫|  ০১ লা অক্টোবর, ২০১৮  সকাল ১০:৪৬
০১ লা অক্টোবর, ২০১৮  সকাল ১০:৪৬
Monthu বলেছেন: আফসার বাহিনী র কথা আমিও শুনেছি
  ০১ লা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫৭
০১ লা অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ।
৬|  ০১ লা অক্টোবর, ২০১৮  সকাল ১০:৪৮
০১ লা অক্টোবর, ২০১৮  সকাল ১০:৪৮
Monthu বলেছেন: আপনাদের  শহরে তো ২টাকা দামের কম দামী মজার পুরি, আলু পুড়ি মিলে। কোথায় মিলে।
কোন দোকানে মিলে আবার ইডিট করে লিখুন। আমি গেলে খাবো।। শুনেছি।।।
  ০১ লা অক্টোবর, ২০১৮  সকাল ১০:৪৯
০১ লা অক্টোবর, ২০১৮  সকাল ১০:৪৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি।।। আচ্ছা।।।।
৭|  ০১ লা অক্টোবর, ২০১৮  সকাল ১১:০২
০১ লা অক্টোবর, ২০১৮  সকাল ১১:০২
চাঁদগাজী বলেছেন: 
শিক্ষিত বউদের ঘরে চাকরাণী আছে?
  ০১ লা অক্টোবর, ২০১৮  সকাল ১১:০৬
০১ লা অক্টোবর, ২০১৮  সকাল ১১:০৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ওইটা আমার জানা নাই।।। কারন আমি বিয়ে করিনি।। জানলে আগেই বলতাম। তবে আমি যতটুকু জানি ময়মনসিংহ শহরে
চাকরিজীবী মহিলা ইদানীং বেশি। খুব বেশি বলবোনা। আবার আমার বাসার আসে পাশে বেশিই দেখছি। আমার মতে যেহেতু তারা
চাকরি করে। তাহলে থাকবেই।।। আর আমার বিস্তারিত জ্ঞান নাই
৮|  ০১ লা অক্টোবর, ২০১৮  সকাল ১১:০৮
০১ লা অক্টোবর, ২০১৮  সকাল ১১:০৮
চাঁদগাজী বলেছেন: 
আমার মনে হচ্ছে, আপনার এলাকার লোকজন গড়ে মোটামুটি ডোডো টাইপের।
  ০১ লা অক্টোবর, ২০১৮  সকাল ১১:১২
০১ লা অক্টোবর, ২০১৮  সকাল ১১:১২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনি ময়মনসিংহ শহরে আসলেই। বা ময়মনসিংহের মানুষের সাথে সামনাসামনি মিশলেই বুঝবেন। তারা আসলে কেমন।
দেখুন আমি যতোটুকু জানি। এই শহরে সেই ছোট থেকে। মিথ্যা বা বাড়িয়ে বলবোনা। আমাদের এলাকার লোক যতো সহজ সরল
।আর মিশুক। আর কোন এলাকার মানুষ এমন কিনা জানা নাই।।।
৯|  ০১ লা অক্টোবর, ২০১৮  দুপুর ১:০৬
০১ লা অক্টোবর, ২০১৮  দুপুর ১:০৬
সূর্যালোক । বলেছেন: অনেক কিছু জানলাম । ধন্যবাদ।
  ০১ লা অক্টোবর, ২০১৮  দুপুর ১:২৫
০১ লা অক্টোবর, ২০১৮  দুপুর ১:২৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমাদের ময়মনসিংহ আসবেন একদিন। নানান প্রকার চা খাবেন। খাবেন মন্ডা। আমাদের পক্ষ থেকে নিমন্ত্রণ রইলো
১০|  ০১ লা অক্টোবর, ২০১৮  দুপুর ১:১৪
০১ লা অক্টোবর, ২০১৮  দুপুর ১:১৪
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর পোষ্ট।
  ০১ লা অক্টোবর, ২০১৮  দুপুর ১:২৫
০১ লা অক্টোবর, ২০১৮  দুপুর ১:২৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ
১১|  ০১ লা অক্টোবর, ২০১৮  বিকাল ৩:৩৩
০১ লা অক্টোবর, ২০১৮  বিকাল ৩:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন: মামুনভাই, 
বেশ ভালো লাগলো ঐতিহ্যশালী ময়মনসিংহের পরিচয় জেনে।  
শুভকামনা জানবেন ।
  ০১ লা অক্টোবর, ২০১৮  বিকাল ৩:৫৫
০১ লা অক্টোবর, ২০১৮  বিকাল ৩:৫৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে।।
১২|  ০১ লা অক্টোবর, ২০১৮  বিকাল ৩:৪৪
০১ লা অক্টোবর, ২০১৮  বিকাল ৩:৪৪
আখেনাটেন বলেছেন: তাহলে তো মালাই চা খাওয়ার জন্য হলেও আরেকবার যাওয়া দরকার মোমেনশাহী। 
আপনার লেখাতে অনেক সুন্দর সুন্দর দিক উঠে এসেছে।
  ০১ লা অক্টোবর, ২০১৮  বিকাল ৩:৫৪
০১ লা অক্টোবর, ২০১৮  বিকাল ৩:৫৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি।।।এক কাপ চা খাবেন নদের ধারে বসে
১৩|  ০১ লা অক্টোবর, ২০১৮  বিকাল ৪:০০
০১ লা অক্টোবর, ২০১৮  বিকাল ৪:০০
খায়রুল আহসান বলেছেন: আরো গুছিয়ে লিখুন। ময়মনসিংহ সম্বন্ধে আরো অনেক কিছু লেখার আছে।
  ০১ লা অক্টোবর, ২০১৮  বিকাল ৪:০৫
০১ লা অক্টোবর, ২০১৮  বিকাল ৪:০৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি ধন্যবাদ প্রিয়।। সময় নিয়ে লিখতে হবে।।
১৪|  ০১ লা অক্টোবর, ২০১৮  বিকাল ৫:০২
০১ লা অক্টোবর, ২০১৮  বিকাল ৫:০২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ময়মনসিংহ কখনো যাওয়া হয়নি।  
  ০১ লা অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:০২
০১ লা অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:০২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কোন একদিন বেড়াতে আসবেন।।।
১৫|  ০১ লা অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩৪
০১ লা অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩৪
রূপক বিধৌত সাধু বলেছেন: ময়মনসিংহের কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি ভালুকায়; অনার্স, মাস্টার্স করেছি ত্রিশালের "জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়" এ।
  ০১ লা অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:০৫
০১ লা অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:০৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি আমার বাড়ি ত্রিশাল, আমি পড়ালেখা করেছি জামালপুর, আশেকমাহমুদ কলেজে।। আর বর্তমানে নাসিরাবাদ কলেজে (বিবি এ মার্কেটিং)) আমার ভালুকাতে অনেক আত্মীয় আছে। এবং বাড়িও আছে
১৬|  ০১ লা অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৭
০১ লা অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৭
নূর আলম হিরণ বলেছেন: ময়মনসিংহের মানুষ সহজ সরল ও পরিশ্রমী, তবে ধর্মকর্ম খুব কম করে মনে হয়।
১৭|  ০১ লা অক্টোবর, ২০১৮  রাত ৯:৪২
০১ লা অক্টোবর, ২০১৮  রাত ৯:৪২
রাজীব নুর বলেছেন: ব্রম্মপুত্র নদী আমার খুব প্রিয়। 
তসলিমা নাসরিন এ নদীকে নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন।
  ০২ রা অক্টোবর, ২০১৮  রাত ২:০৫
০২ রা অক্টোবর, ২০১৮  রাত ২:০৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: তাই??? 
ধন্যবাদ প্রিয়
১৮|  ১৯ শে অক্টোবর, ২০১৮  রাত ১২:০১
১৯ শে অক্টোবর, ২০১৮  রাত ১২:০১
মনিরা সুলতানা বলেছেন: ময়মনসিংহ দারুণ এলাকা।
  ১৯ শে অক্টোবর, ২০১৮  রাত ১২:০৬
১৯ শে অক্টোবর, ২০১৮  রাত ১২:০৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হুম। দিদি একদিন সময় পেলে বেড়াতে আসবে কিন্তু । নিমন্ত্রণ রইলো।।।
১৯|  ১৯ শে অক্টোবর, ২০১৮  রাত ১২:০৯
১৯ শে অক্টোবর, ২০১৮  রাত ১২:০৯
মনিরা সুলতানা বলেছেন: কয়েকবার গিয়েছি , আমার বিশ্ববিদ্যালয় জীবনের অনেক বন্ধু ঐ এলাকার 
  ১৯ শে অক্টোবর, ২০১৮  রাত ১২:১৩
১৯ শে অক্টোবর, ২০১৮  রাত ১২:১৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ও তাই? আমার বাড়িও শহরের কাছেই। থাকি শহরেই।
২০|  ১৯ শে অক্টোবর, ২০১৮  রাত ১২:৩১
১৯ শে অক্টোবর, ২০১৮  রাত ১২:৩১
ঋতো আহমেদ বলেছেন: @ রাজীব নুর ব্রো..,, ব্রহ্মপুত্র একটি নদ।  নদী নহে।  
@ লেখক,, খুব সুন্দর লিখেছেন।  মহমনসিংহ একটি প্রাচীন ঐতিহ্যবাহী শহর।  ব্রহ্মপুত্র নদের উপর রেল ব্রীজে উঠে অসংখ্য বিকেল সন্ধ্যা আর গভীর রাত আড্ডা দিয়ে কাটিয়েছি বন্দুদের সাথে।  স্কুল ফাঁকি দিয়ে সারাদিন জেলেদের মাছ ধরা দেখেছি, গুনটানা নৌকার দিকে তাকিয়ে থেকেছি।  সাঁতার কেটেছি।  কাঁদা ছুড়াছুড়ি খেলেছি।  সন্ধ্যায় বাসায় ফিরে মায়ের বকুনি আবার কখনো কখনো বাবার মাইর খেয়েছি।  ফেলে এসছি আমার জন্ম, শৈশব, কৈশোর আর প্রথম যৌবন।
প্রিয় শহর আমার ময়মনসিংহ।  অসংখ্য ধন্যবাদ আপনাকে এই পোস্টটি দেয়ের জন্য।  +++
  ১৯ শে অক্টোবর, ২০১৮  রাত ১২:৫২
১৯ শে অক্টোবর, ২০১৮  রাত ১২:৫২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনার গ্রামের বাড়িও কি ময়মনসিংহ?
ধন্যবাদ  জেনে খুশি হলাম।।।  ভালোবাসা নিবেন
©somewhere in net ltd.
১| ০১ লা অক্টোবর, ২০১৮  সকাল ১০:৩১
০১ লা অক্টোবর, ২০১৮  সকাল ১০:৩১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমাদের ময়মনসিংহ এর পেইজ আছে চাইলে ভিজিট করতে পারেন।।।