![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নগর কবি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
========
এই নগরের কবি,
তোমাকে দেখেছি আমি নাগরিক জীবনের ভাবনায়।
দেখেছি রৌদ্রের মিছিলে।
এই শহরের ওলিতে গলিতে।
দেখেছি তোমায় রাজপথে।
শ্লোগানে মগ্ন তুমি।
দেখেছি তোমাকে।
বায়ান্নর ভাষা আন্দোলনকারীদের মিছিলে।
রাষ্ট্র ভাষা বাংলা চাই।
এই স্লোগানে ঝলসে উঠা তোমার চিবুক।
তোমার কন্ঠে বারুদের ঝংকার।
বজ্রকন্ঠী আওয়াজ তুলছিলে বার বার।
তোমাকে দেখেছি কবি।
দেশ মাতার সন্তানরূপ প্রতিছবি।
একাত্তরে তোমার হাতে রাইফেল।
তুমি বারুদের গন্ধে তখন উচ্ছসিত।
তোমার বুকে বাংলা মায়ের প্রেম লালিত।
কবি তোমাকে দেখেছি।
দেখেছি ধুলোমাখা শহরের রাস্তায়।
দেখেছি নুর হোসেনের বুকে।
বার বার তুমি কলম ধরেছো।
বার বার তুমি মরেছো।
কবি তোমাকে দেখেছি বাংলার পথে প্রান্তরে।
তোমাকে দেখেছি শহরের রাস্তার মোরে।
তোমাকে দেখেছি চায়ের কাপে আড্ডাবাজ দের ভিড়ে।
তোমাকে দেখেছি ক্লান্ত বিকেলে রাস্তার ধারে।
কবি তোমাকে দেখেছি।
বই মেলাতে কবিতা হয়ে ছুটছিলে তুমি।
কবিদের মুখে, প্রাণে, আত্মার মাঝে।
নতুন বইয়ের ঘ্রাণে,
কবিতা প্রেমিক পাঠকের প্রাণে।
কবি তোমাকে দেখি তারুণ্য জাগরিত গানে।
তোমাকে দেখেছি মিছিলের স্লোগানে।
বজ্রকণ্ঠি নেতার ভাষণে।
কবি তুমি সবখানে।
কবি তুমি মানুষের প্রাণে।
বেচে থাকার আহবানে।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৭
রাফা বলেছেন: শুধু কবিকেই দেখলেন ? লক্ষকোটি জনতার খোজ পেলেননা আপনি।তাদের কথাও লিখুন আপনার কবিতায়।
সর্বোপরি কবিতা ভালো হইছে।
ধন্যবাদ,আ.আ.মামুন।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:৫২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমি কবি বলতে অন্য কিছু বুঝি।। শেখ মুঝিবুর রহমান তিনিও কবি।যেমন নীর্মলেন্দু গুন সাহেব তার কবিতায় বলেছেন।
আমিও কোটি মানুষকে তাই কবি ভাবি। কারন তারা জীবনে প্রতি নিয়ত অনেক কিছু শিল্প সুখ ভালোবাসা মাখা কবিতাই রচনা করে।
পার্থক্য এইটাই আমরা তা দেখতে পাইনা। তাদের জীবন কবিতা গুলো কোন গ্রন্থে প্রকাশ পায়না।।
৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: লেখক বলেছেন: আমি কবি বলতে অন্য কিছু বুঝি।। শেখ মুঝিবুর রহমান তিনিও কবি।যেমন নীর্মলেন্দু গুন সাহেব তার কবিতায় বলেছেন।
আমিও কোটি মানুষকে তাই কবি ভাবি। কারন তারা জীবনে প্রতি নিয়ত অনেক কিছু শিল্প সুখ ভালোবাসা মাখা কবিতাই রচনা করে।
পার্থক্য এইটাই আমরা তা দেখতে পাইনা। তাদের জীবন কবিতা গুলো কোন গ্রন্থে প্রকাশ পায়না।। ___বড্ড ভালো লাগলো আপনার কথাগুলো,
০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়
৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৩:১৯
চাঁদগাজী বলেছেন:
নগর কবি, এবং সেটা আপনি নিজেই?
০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালোবাসা নিবেন। আমি আপনি, সবাই ।। নগরের কত কবি নিরবে ঝড়ে যায়। আবার কত কবি বেচে থাকে।।
ভালোবাসা নিবেন কবি
৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: সব ধর্মের ঈশ্বর'রা ভয়ংকর নিষ্ঠুর হন ।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কবি আর কৌথায় ইশ্বর? বুঝলাম না। একটু বুঝিয়ে বললে ভালো হয়
৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৩
Monthu বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন
০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন
৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৪
Monthu বলেছেন: ভালোবাসা রইলো
০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনাকেও
৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৫
Monthu বলেছেন: আপনার কবিতা গুলো ভালো লাগে।।। মাঝে মাঝে একটু দেশের কবিতা ও লিখিবেন।
দেশ প্রেম ফুটে উঠুক কবিতার মাঝে
০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি। চেষ্টা করবো।।। ভালোবাসা নিবেন
৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১১:২১
Monthu বলেছেন: আরেকটা জিনিস দেখলাম। সামুতে। এইখানে কিছু লোক দলবদ্ধ হয়ে ব্লগ করে।। নিজেরা নিজেরা নিজেদের ব্লগে ভালো মন্তব্য করে।আর যার পিছনে লাগে। তারে পাগল করে ছাড়ে।। এরা আরো বড় ধোঁকাবাজ।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হয়তোবা আছে।।। থাকুক তারা । আমার কি।।
১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১১:২২
Monthu বলেছেন: আরো আছে ঘার ত্যারা নাস্তিক। জ্ঞান পাপি স্প্যাম কারী। আর আছে সয়তানের চাচা
০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এইটা যেহেতু ব্লগ। তাই সবাই থাকবে। এইটাই নিয়তি
১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ সবাইকে
১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মামুনভাই
দ্রোহের কবিতা বেশ সুন্দর হয়েছে । ++
কবিতায় মুগ্ধতা রেখেগেলাম।
শুভকামনা ও ভালোবাসা জানবেন ।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়।
১৩| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৭
নজসু বলেছেন: যা হৃদয়ে থাকে তা সর্বত্র দেখতে পাওয়া যায় কবি।
কবিতার দূর্দান্ত শব্দগুলো ভালো লেগেছে।
০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একরাশ মুগ্ধতা কথামালায়, বাস্তবতা