|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
বিবর্তিত প্রেম
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন 
এই পৃথিবীর সব স্তব্ধতা ''
একদিন নীরবে কাঁদবে।
একদিন তুমি আমি "
যে পাহাড়ের চূড়ায় "।
দেখা করেছিলাম "
সেটাও পরিণত হবে সমতলে "।
পৃথিবীর সব রাত গুলো পাল্টাবে, 
'অন্ধকার রজনী হবে আলোকিত।
সাইবেরিয়ার কালো চিল গুলো।
থাকবেনা আর নীরে "
থাকবে না বুনো শকুনির দল '।
সব কিছুতেই আসবে পরিবর্তন।
শুধু তোমাতে আমাতে "
দেখা হবে না সময়ের প্রয়োজনে।
সময় পৃথিবীকে পাল্টাবে "
পাল্টাবে তোমার ভাবনাকে "।
তখন এই ভবঘুরের কথা আসবে না মনে।
জানবে না কোথায় আছি।
পৃথিবীর কোন প্রান্তরে।
তোমার বিবর্তিত প্রেম '।
একদিন পরিবর্তিত হবে অবহেলায়, 
অবহেলাভরে দেখবে তুমি
সম্পর্কের শেষ পরিণাম।
বাস্তবতা বড্ড কঠোর।
দেখতে সার্কাসের জোকারের মত।
সবাই শুধু তাকে দেখে হাসে '
তার অন্তরে বিষ থাকে লুকায়িত, 
সুখের একটা মুখোশ থাকে পরিহিত।
তুমিও একদিন মস্তবড় অভিনেত্রী হবে।
সুখে থাকার অভিনয়টা শিখে নিবে।
ভাল থাকার মুখোশে ঢাকবে নিজেকে।
গল্প লিখবে মনে মনে "
বিবর্তিত "নগ্ন " অশ্লীল প্রেমের।
যা তোমার অতীত ছিল।
ভদ্র থাকার অভিনয়টা তুমিই শেখালে।
তোমার সমাজ " আমার ভূমি '।
এ পৃথিবীর সংসাজা মানুষগুলো '
রঙমাখা মানুষগুলো '।
একটা উপহাসে রুপ নেবে সব কিছু।
যেমন পৃথিবীতে ঘটেছিল আগে।
তেমনি একটা নাটক তৈরি হবে। 
এ প্রেমের নিরব ইতিহাস নিয়ে।
বিবর্তিত কাল্পনিক প্রেম,  
মিথ্যা ও অভিনয়ের দুনিয়াতে '।
 ২৩ টি
    	২৩ টি    	 +৪/-০
    	+৪/-০  ০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:০১
০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:০১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি। সময় আমাদের পাল্টিয়ে দেয়
২|  ০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:১২
০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন: সময় নামের ঘোড়া থামেনা। তাইতো এত পরিবর্তন।
  ০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:২৩
০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:২৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি। সময়ের সাথে সবাই পাল্টায়
৩|  ০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:২৩
০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:২৩
মূর্খ বন মানুষ বলেছেন: "সময় পৃথিবীকে পাল্টাবে
পাল্টাবে তোমার ভাবনাকে"
পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল। সেটা প্রেমিকার মনই হোক বা অন্য কিছু। শুধু বদলায় না নোংরা তেলাপোকারা।
  ০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:২৫
০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:২৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি।।। মানুষ তার অভিজ্ঞতা সময়, সব নীরিক্ষা করে নিজেকে বদলায়।।। এটাই নিয়ম।।
৪|  ০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:২৫
০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:২৫
মূর্খ বন মানুষ বলেছেন: আসল কথায় তো বলা হল না। আপনার কবিতা অতি অসাধারণ হয়েছে। ঠিক শরৎতের কাশফুলের মত অসাধারণ।
  ০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:২৭
০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:২৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে।।। ভালোবাসা নিবেন
৫|  ০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:৫০
০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ১০:৫০
বাকপ্রবাস বলেছেন: তুমি বদলাও আমি বদলাই
বদলাই গোটা বিশ্ব
রং বদলায় ঢংবলায়
প্রেম বদলায় আমি নিঃশ্ব
  ০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:২৮
০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:২৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সময়ের প্রয়োজনে।।। সবাই বদলায়
৬|  ০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:০১
০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:০১
হাবিব  বলেছেন: 
সময়ের সাথে সব কিছু পাল্টে গেলেও আশা আর ভালোবাসা মিলে জীবন সুন্দর হোক।
ভালো লিখেছেন।  
আমার আজকের ব্লগ জ্যামিতিক ভালোবাসা পড়ার জন্য অগ্রিম আমন্ত্রন।
  ০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:২৯
০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:২৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়
৭|  ০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:২৪
০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:২৪
নজসু বলেছেন: বিবর্তন যুগ যুগ ধরে চলে আসছে।
তাই পরিবর্তনকে মেনে নেয়াই শ্রেয়।
কবিতাপাঠে মন ভরেছে। 
  ০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:২৬
০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ১১:২৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি।।। আমাদের জীবনে অনেক বিবর্তন আসে। সময়ের প্রয়োজনে আসে
৮|  ০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৩২
০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মামুনভাই,  
এসব কি নামাচ্ছেন বলুন দেখি। আমরা যে বড্ড কবিতার প্রেমে পড়ছি। এমন আগে এজ হিসাবে পড়ছিলাম। এখন দেখছি কবিরা নিজেদের উজার করে কবিতা লিখছে। আজ ব্লগে আপনাকে ধরে এমন তিনটি অসাধারণ কবিতা পড়লাম।  এগিয়ে চলুন। আমরা যে আপনাদের ছেড়ে যেতে পারছিনা।  
শুভকামনা,ও ভালোবাসা জানবেন ।
  ০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৪৬
০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৪৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালোলাগলো জেনে।  ধন্যবাদ আপনাকে।।
ভালোবাসা নিবেন প্রিয়
৯|  ০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৩২
০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৩২
তারেক ফাহিম বলেছেন: শুধু একটু অপেক্ষা।
বিবর্তন আসে এটাই স্বাভাবিক।
কবিতায় ভালোলাগা।
  ০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৪৭
০৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৪৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়
১০|  ০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:১০
০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:১০
সনেট কবি বলেছেন: সুন্দর+
  ০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:২৮
০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:২৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ কবি
১১|  ০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩৭
০৮ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩৭
বিজন রয় বলেছেন: কবিতার নামের সাথে নিজের নামটি জুড়ে না দেওয়ার জন্য বিনীত অনুরোধ রাখছি।
ভাল কবিতা এটি।
  ০৮ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩০
০৮ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি। ধন্যবাদ আপনাকে।।
ইডিট করেছি
১২|  ০৮ ই অক্টোবর, ২০১৮  রাত ১০:৩০
০৮ ই অক্টোবর, ২০১৮  রাত ১০:৩০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ৯:৫৪
০৮ ই অক্টোবর, ২০১৮  সকাল ৯:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: সময়ের সাথে সব কিছু বদলে যায়।এটাই বাস্তবতা।
কবিতা অনেক ভাল লেগেছে।++