![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসা বেচে থাকুক
মোঃ আব্দুল্লাহ আল মামুন
=========
আমাদের ভালোবাসা বেচে থাকুক।
ভালোবাসা বেচে থাকুক ভাবনার সাথে।
ভালোবাসা বেচে থাকুক স্বপ্ন হয়ে।
আমাদের ভালোবাসা একটি গোলাপ হয়ে ফুটে উঠুক।
আর ছড়িয়ে যাক পবিত্র অনুভূতি।
ভালোবাসা বেচে থাকুক প্রেমিকার ঠোটে।
ভালোবাসা বেচে থাকুক গণতন্ত্রবাদী ভোটে।
ভালোবাসা তো পণ্য নয় কোন।
তবু কেনা বেচা হয় হরহামেশা।
তবু ভালোবাসা বেচে থাকুক।
শিশুদের কোমল অন্তরে ।
শিশুর মতোই স্নিগ্ধ হয়ে কোমল হয়ে।
ভালোবাসা বেচে থাকুক পিতার অন্তরে।
ভালোবাসা বেচে থাকুক মাতার স্নেহে।
ভালোবাসা আমাদের মানুষ হওয়ার সুযোগ দিয়েছে অনেক।
তাই ভালোবাসা বেচে থাকুক সবার মাঝে।
ভালোবাসা বেচে থাকুক প্রেমিকের বুকে।
ভালোবাসা বেচে থাকুক কলমের রক্তে।
ভালোবাসা বেচে থাকুক কবিদের মাঝে।
ভালোবাসা আবার জাগ্রত হয়ে উঠুক।
জাগ্রত শহীদের তাজা রক্তে ।
ভালোবাসা পাখিদের ডানায় ভেসে চলুক।
ভালোবাসা মনের কথা উচ্চস্বরে বলুক।
ভয় আছে যতো দূর করে দিয়ে,
ভালোবাসা জেগে উঠুক।
ভালোবাসা জেগে থাকুক প্রিয়ার আদরে।
ভালোবাসা জেগে থাকুক সকাল, সন্ধ্যা, রাত্রিরে।
ভালোবাসা হুতুম পেঁচার মতো জেগে থাকুক।
জেগে থাকুক আমাদের বাড়ির আঙ্গিনায়।
জেগে থাকুক আদরের কুকুর ছানাটার মতো।
পাহাড়া দিয়ে যাক আমাদের উঠুনে।
ভালোবাসা বেচে থাকুক,
প্রেমিকার কোমল স্পর্শে।
চুমুতে চুমুতে ভরিয়ে দিক চায়ের পেয়ালা।
স্নিগ্ধ হয়ে উঠুক আমাদের সকাল, সন্ধ্যা বেলা।
ভালোবাসা বেচে থাকুক।
আমাদের গ্রামের রাস্তার বাঁকে ।
পথ চলার সময় যেনো দেখে লোকে।
অবাক হয়ে যেনো দেখে,
চোখ যেনো উঠে যায় কপালে।
ভালোবাসা বেচে থাকুক।
তোমাদের বুকে, অতি সুখে।
২| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০০
চাঁদগাজী বলেছেন:
ভালোবাসা বেঁচে থাকার কবিতা বেশী লম্বা হয়ে গেছে, আয়তনে বেশী বড় হলে, উহা ভয়ের কারন হতে পারে!
১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হা হাহা ।। ভাই কি কন? এইটা ভেবে দেখিনাই তো।।
৩| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসেক ভালো লাগলো কথামালা, দারুণ লিখেছেন ভাই। মুগ্ধতা রইলো।
বেঁচে থাকুক ভালোবাসা প্রাণে প্রাণে গড়ে উঠুন আত্মিক সম্পর্কে মানুষের মাঝে
১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়
৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৬
ল বলেছেন: ভালোবাসা বেঁচে থাক---
http://www.somewhereinblog.net/blog/Leaf/30248387
৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৭
ল বলেছেন: ভালবাসা বেঁচে থাক
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।