![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার বিষাক্ত চুম্বন
===============
তোমার বিষাক্ত চুম্বন ।
এই জীবনে অভিশাপ হবে কেন?
আমরা তো রোজ ই তা গ্রহন করি।
আমাদের এন্টিবডি এখন খুব শক্তিধর।
এন্টিজেন তোমার বিষকে করেছে তরল।
আমার কাছে সবই ভালোবাসা,
আর প্রেমের মতো ঠোটে লেগে আছে বিষাক্ত মাদক।
আমরা কত ধোকা খাই,
ধোকার রাজ্যে কল্পনা সাজাই।
গণতন্ত্র নামের মহান মরীচিকা আমাদের পথ দেখায়।
স্বাধীনতা এনে দেয় গাধাকে দেখিয়ে মুলা।
আমিও সেই মানবাধিকার করেছি ভোগ।
আমার দেশে আজো মানুষ শান্তি খোঁজে।
প্রিয়া তুমি কি শান্তি খুঁজে পেতে চাওনা?
আমি তো শুধু তোমার মাঝে হাড়াতে চাই।
আমার লক্ষ বছর যে পেরিয়ে গেলো।
তোমার চুম্বনের স্বাদ নিতে নিতে।
আমি কবে ঘুম থেকে জাগবো?
কবে আমার দেশে সমাজতন্ত্র ভুত তাড়াবে?
কবে মানুষ সাম্যবাদী হয়ে , জন্ম নিবে নতুন করে?
কবে তোমার ঠোটে জন্ম নিবে হাজার গোলাপের বৃক্ষ?
কবে আমি আবার তোমার সমুদ্রে সাতার কাটবো?
কবে তুমি ভালোবেসে কাছে টানবে?
বি দ্রঃ আমার মিশ্র চিন্তা ধারার কবিতা বুঝতে হলে আমি মনে করি, লম্বা একটা শান্তির নিঃশ্বাস নাও। তারপর পজিটিভ ভাবে নিজের জন্য নিজেদের জন্য ভাবো। মানুষের কথা ভাবো তাহলে এখানে শুধুই মানুষের প্রেম খোঁজে পাবে। কোন চামচামি বা তেল মারা নয়। কোন অবাস্তব কল্পনা নয়। মানুষের ভালোবাসা আমার বেচে থাকার শেষ আশ্রয়। শুধু প্রেমিক প্রেমিকা নিয়েই নয়। আমাদের মানুষের প্রহসন,
আমাদের নিয়ে রাজাদের প্রহসন। সব মিলিয়ে আমরা আম জনতা
১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি। তবে আমাদের কে কেউ ভুল বুঝাচ্ছে। ঘুম পারিয়ে রাখছে মিথ্যা কাহিনী শুনিয়ে। যেমন গাধার মালিম তার পিঠে চরে তাকে সামনে একটা মুলা দেখায়। গাধা ভাবে এই মুলা বুঝি আমি খেতে পারবো। আরেকটু সামনে গেলেই।।
আমরা আসলে সেই ধোকায় পড়ে আসল জিনিস, আসল ভালোবাসা বুঝতে পারিনা।।।
১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বানান ভুল হয়েছে। গাধার মালিক হবে
২| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমরা শিক্ষা দীক্ষায় কেউ গাধা নই,
রাজনীতি আমাদের মূর্খ বানায়ে রেখেছে ।
১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি।।।ওই জিনিসটাই। স্থান, কাল পাত্র এই তিনটা এমন জিনিস। যে কেউ শিক্ষিত হয়েও বোকা সাজে। যেমন আজকের দিনে আমরা বাংলাদেশিরা।।।। আজ না এটা অনেক দিন ধরেই।।। বহুকাল।।
৩| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৯
ল বলেছেন: বাহ বেশ লেখেছেন
ভালো থাকুন। সৃজনে থাকুন।।
১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়
৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: প্রকৃতই বিষাক্ত চুম্বন।
বেশ হয়েছে কবিতা ।
শুভকামনা মামুনভাইকে।
৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
৬| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৯
বাকপ্রবাস বলেছেন: মিশ্র চিন্তাধারার কবিতা বুঝার ফর্মূলাটা বুঝিনাই, নিশ্বাস নিয়ে কবিতা বুঝা যায় সেটা আগে জানতামনা। আধুনি কবিতা কঠিন লাগে অনেক সময়, বুঝতে সমস্যা হয়, তাই অনেক সময় বুঝি কবিতা ভাল হয়েছে তবে কেন ভাল হয়েছে সেটা আর বোঝাতে পারিনা। মিশ্রচিন্তা কবিতা শব্দটাও নতুন আমার কাছে।
তবে আপনার এই কবিতা ভাল লেগেছে।
১৩ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হা হা।।
ভাই আমি মিশ্র নিয়ম বলি নাই। বলেছি কবিতাই আছে মিশ্র অর্থ। যা অনেকে শুধু প্রেমের, বিরহের কবিতা ভেবে ভুল করতে পারে। তাই বললাম। এটা শুধু বিরহ প্রেম নয়। জাতিগত সমস্যা
৭| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫১
নজসু বলেছেন: একটা বিষাক্ত ভালো লাগা রেখে গেলাম কবি।
১৩ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: যতো বিষ ই হোক। রাজনীতির বিষের চাইতে কঠিন কোন বিষ নাই। আর আমরা সেই বিষ হজম করি প্রতিদিন
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তোমার বিষাক্ত চুম্বন ।
এই জীবনে অভিশাপ হবে কেন?
...................................................................ভালবাসার চুম্বন কখনো বিষাক্ত হয় না ।