|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
গরম চায়ের প্রেম
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন 
চায়ের কাপটা হাতে নিতেই ,
তোমার ছবি মনে ফিরে এলো।
তোমার হাসিমাখা গম্ভীর মুখখানা ।
মনের ভিতর করল হানা ।
স্মৃতিগুলো হামাগুরি দিয়ে দিয়ে ,
শরীরের কাছে আসতে আসতে,
মনের ভিতর ডুকে গেল।
স্মৃতিগুলো বড্ড বেহায়া ।
শান্তিতে থাকতে দেয় না।
বার বার মনে আঘাত করে ,
সেই সন্ধ্যার কথা মনে হয়।
মনে হয় না ,
করতে চাই না ।
বেহায়া স্মৃতিগুলো মনের দরজাতে ধাক্কা মারে।
চা যখন ঠোটে লাগালাম।
তখন হঠাৎ মনে হল ,
এমন চা তুমিও দিয়েছিলে ।
কত শান্তি করে পান করেছিলাম।
সেই সুখ ভুলতে পারি কি?
তোমার ঠোটের সেই হাসি ,
আমার ঠোটে তোমার ঠোটের স্পর্শ।
এই হাতে তোমার হাত।
চোখে চোখ রেখে কত কথা হয়েছিল।
এই আদরের মতই তোমার স্পর্শ ।
ওপার দুনিয়ার সকল সুখ।
এই আমাতে হয়েছিল বিলীন ।
সেই সন্ধ্যাতে।
তোমাতে আমাতে মিলে হল একাকার।
হল এক স্বপ্ন।
কত কিছু ভাবছিলাম ।
চায়ের টেবিলে বসে।
তুমি হেসে হাতটা ধরলে।
বললে কত কিছু ।
মন্ত্র মুগ্ধ হয়ে শুনেছি ।
আজ চা খেতে খেতে।
তোমার স্মৃতিগুলো আক্রমন করেছে আমাকে।
মনে তোমার নাম আবার গেথে দিলো সে।
মুছতে দিতে চায় না সে।
কি করি বল?
চা খাওয়া ছেড়ে দিবো কি?
চা খেলেই তোমাকে দেখি চায়ের কাপে।
প্রতিটা চুমুক চায়ে।
কি করি ,
বলে যাও এসে।
 ১৩ টি
    	১৩ টি    	 +১/-০
    	+১/-০২|  ১৪ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৪৩
১৪ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৪৩
Monthu বলেছেন: সুন্দর চায়ের প্রেম ।। ভালোবাসা রইলো ।।।।
  ১৪ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৪৪
১৪ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৪৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ
৩|  ১৪ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৪৫
১৪ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৪৫
Monthu বলেছেন: আমি এখনো প্রথম পাতায় লেখার অনুমতি পেলাম না। আমাকে কিছু টিপস দিন
৪|  ১৪ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৫৫
১৪ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৫৫
আকতার আর হোসাইন বলেছেন: মন্দ হয়নি।
ওপার দুনিয়ার সকল সুখ।
এই আমাতে হয়েছিল বিলীন ।
  ১৪ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৪
১৪ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:০৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়
৫|  ১৪ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৭
১৪ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৭
সাদা মনের মানুষ বলেছেন: 
  ১৪ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:২৩
১৪ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:২৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কি বলেছেন ভাই?
৬|  ১৪ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩২
১৪ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩২
Monthu বলেছেন:  না ভাই । কি দেখাচ্ছে  বুঝলাম  না   ।।। ৩ দিবস  বলে  সারা বছর শেষ  করে দিচ্ছে শাশুর কা নাতি।।।  কিচ্ছু করার নাই??
 না ভাই । কি দেখাচ্ছে  বুঝলাম  না   ।।। ৩ দিবস  বলে  সারা বছর শেষ  করে দিচ্ছে শাশুর কা নাতি।।।  কিচ্ছু করার নাই??
  ১৪ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৭
১৪ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: চিন্তা নাই। হবে হবে। আছি আমরা আপনার পাশে।।।
৭|  ১৪ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:৪৮
১৪ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!  বেশ লাগলো চায়ের সুখ স্মৃতি। 
শুভকামনা মামুনভাইকে।
  ১৪ ই অক্টোবর, ২০১৮  রাত ৮:১৬
১৪ ই অক্টোবর, ২০১৮  রাত ৮:১৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়।।।
৮|  ১৪ ই অক্টোবর, ২০১৮  রাত ১০:৫৫
১৪ ই অক্টোবর, ২০১৮  রাত ১০:৫৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১| ১৪ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩৬
১৪ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩৬
সাইন বোর্ড বলেছেন: বেশ লাগল চা প্রেম ।