|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
তেলবাঁজ
মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
===========
তেলবাঁজ জনগনে ভরেছে দেশ।
কেউ তেলমারে কেউ তেল গিলে।
কেউ তেল খোঁজে ।
কেউ বেদিতে বসিয়ে পূঁজে।
দেবতার আসনে বসায় কেউ।
তেলবাঁজ নেতা।
তেলবাঁজি কথা ।
তেলে তেলে তেলময় ।
কখন বুঝি বিপদ হয় ।
এটাই জনগনের ভয় ।
তেলবাঁজ সাংবাদিক ।
খবর ছাপে সাংঘাতিক ।
জোক করে বহুমাত্রিক।
তেলবাজেঁর তেলা রোগ।
সব কিছুই করতে চায় ভোগ।
ভোগের নাই শেষ।
এটাই সুখি বাংলাদেশ।
তেলবাঁজিতে যে ওস্তাদ।
তাকে আমরা বুদ্ধিজিবী বলি।
তেল যার মাথায় কম ।
তাকেই আমরা দেই বলি।
পাঠার মত বলি দেই।
পাপ শুদ্ধি করি।।
পূণ্যবাণ হই।
তেলের দোকান যার।
তাকে আমরা লেখক বলি।
আধুনিক সুশীল লেখক ।
যে সমাজ তেল মাখে ।
তাকে সুশীল সমাজ বলি।
কেউ তেল দেয় ।
কেউ তেল নেয় ।
যে পারেনা তেল মাজিতে।
বৃথা তার জীবন।
তেল এক ক্ষমতাবান শব্দ।
এর ব্যাবহার সবাইকে করে জব্দ।
তেল দিয়ে ভরেছে দেশ ।
তেল বাজিঁর নেইকো শেষ।
জনগনের ই যত ভয় ।
যখন ভোটের সময় হয়
জনগনকেও তেলের সাগরে ভাসতে হয়।
ভেজাল তেল মেখে শেষে।
অসহায় জনগন শুধু হাসে।
প্রশ্ন করে জনগন।
কি হবে শেষে?
কি চলছে এই দেশে?
কে পায় সাজাঁ।
কে হয় রাজাঁ।
কে পায় উপহাস ?
জনগন চোখে দেখে বাঁশ।
তেল মাখে তেল বাঁজ।
সং সাজে বঙ্গরাজ।।
কেউ তেল মাখে।
খাটি শরিষার তেল।
কেউ চোখে শরিষার ফুল দেখে।
জীবনটাই তেলময়।
তেলবাঁজিতেই ব্যাস্ত সময়।।
তেলবাঁজিতেই কার্য সমাধান হয়।
কেউ দেখায় ভেল্কি।
জনগন খায় টাস্কি।
তেল ঘসাতেই জীবন পার।
তেল দিয়ে গরব সুখী সংসার।
 ১৪ টি
    	১৪ টি    	 +১/-০
    	+১/-০  ১৬ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩২
১৬ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনাকেও ধন্যবাদ কবি।।।
২|  ১৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৪২
১৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৪২
সাইন বোর্ড বলেছেন: তেল ছাড়া সব কিছুই ফেল ।
  ১৬ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৩
১৬ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়।।।
৩|  ১৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৪৩
১৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৪৩
আব্দুল্লহ আল মামুন বলেছেন: সত্য কথা।
  ১৬ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৫
১৬ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ মিতা ।। আপনার আমার এক নাম।
৪|  ১৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:২৬
১৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৫:২৬
রাকু হাসান বলেছেন: 
ভালো বলেছেন । তেলবাঁজে দেশ ভরা । তেল মারতে ভালো লাগে না
  ১৬ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৬
১৬ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:৩৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি। তেল মারাও যেনো একটা শিল্প এখন
৫|  ১৬ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:৪৩
১৬ ই অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:৪৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
তৈলবাজদের তেলে ভরা আমার বঙ্গ দেশ
আহা বেশ বেশ বেশ !!
  ১৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:৩২
১৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:৩২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়
৬|  ১৬ ই অক্টোবর, ২০১৮  রাত ৮:৩৭
১৬ ই অক্টোবর, ২০১৮  রাত ৮:৩৭
রাজীব নুর বলেছেন: তেলবাজ ব্লগার নেই?
৭|  ১৭ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:৩২
১৭ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:৩২
এস এম ইসমাঈল বলেছেন: @ রাজীব নুর @ রাজীব নুর < বারে, থাকবে না কেন? এই দেখুন একজন তেলবাজ ব্লগার   < বারে, থাকবে না কেন? এই দেখুন একজন তেলবাজ ব্লগার
  < বারে, থাকবে না কেন? এই দেখুন একজন তেলবাজ ব্লগার
৮|  ১৭ ই অক্টোবর, ২০১৮  দুপুর ২:৩২
১৭ ই অক্টোবর, ২০১৮  দুপুর ২:৩২
এস এম ইসমাঈল বলেছেন: আরে এত বড় একটা তথ্য কীভাবে মিস গেলো, বুঝলাম না। সবচেয়ে বড় তেল বাজ হল গিয়ে ঐ তেলাপকা। হা হা হা
  ১৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:৩১
১৮ ই অক্টোবর, ২০১৮  দুপুর ১:৩১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হুম।।।।। তেলাপোকা
©somewhere in net ltd.
১| ১৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৩২
১৬ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৩২
এস এম ইসমাঈল বলেছেন: সুন্দর কবিতা, অশেষ ভাললাগা। সুন্দর কবিতা, অশেষ ভাললাগা।