|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
তোমায়
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন 
তোমায় দিলাম ভালবাসা এক রাশি।।।
দিলাম একটা সাইবেরিয়ান ফুল
তোমায় দিলাম মিষ্টি মধুর সুখ •
তোমায় দিলাম স্বপ্ন ছোয়া।
ভালবাসার স্পর্শ তুমি।
তুমি কি স্বপ্ন হবে মোর ?
তোমায় দিব মিষ্টি একটা দুপুর "
তোমার চোখে কি মায়া আছে?
মেয়ে তুমি
কি চাইব তোমার কাছে? " "
তোমার নাম কি মেয়ে?
কি নামে ডাকবো তোমায়?
কিভাবে চিনবো তোমায়?
তুমি যে আকাশকুসুম স্বপ্ন আমার
তুমি যে রংয়ে আকাঁ স্বপ্ন আমার।
তুমি যে কল্পনার পরী। '
 ৮ টি
    	৮ টি    	 +৩/-০
    	+৩/-০  ১৯ শে অক্টোবর, ২০১৮  দুপুর ২:৩৪
১৯ শে অক্টোবর, ২০১৮  দুপুর ২:৩৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ কবি
২|  ১৯ শে অক্টোবর, ২০১৮  সকাল ১১:৫৭
১৯ শে অক্টোবর, ২০১৮  সকাল ১১:৫৭
রাজীব নুর বলেছেন: প্রম ভালোবাসার কবিতা ভালো লাগে না।
সস্তা মনে হয়।
কাজী নজরুল ইসলামের মতোণ তেজী কবিতা লিখুন।
  ১৯ শে অক্টোবর, ২০১৮  দুপুর ২:৩৩
১৯ শে অক্টোবর, ২০১৮  দুপুর ২:৩৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভাই আর বিপদে পড়ার ইচ্ছা নাই। না আছে আগের সেই যুগ।না আছে এখন ভালো সেই ধারা। নিজের মানুষ গুলোও গালি শুরু করে। লেখা আছে অনেক ডায়রি তে। তবে সেগুলো প্রকাশে আছে বাধা। আরে ভাই ডাইরি গুলোও লুকিয়ে রেখেছি । ভয়ে।
  ১৯ শে অক্টোবর, ২০১৮  দুপুর ২:৩৭
১৯ শে অক্টোবর, ২০১৮  দুপুর ২:৩৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমার একটা কবিতা প্রকাশ পেয়েছিল,, রাজনীতি নয়, জননীতি চাই। এই অনেকে দেখে। আর আমার আব্বাকে জানায় আপনার পোলা রাজনীতির কি বুঝে? বিরুদ্ধে কবিতা লিখে। বলেন এতোই ইচ্ছা অন্যরা যা লিখে ওইতা লিখুক। বিপদে পড়বেন।।।
৩|  ১৯ শে অক্টোবর, ২০১৮  দুপুর ২:০৫
১৯ শে অক্টোবর, ২০১৮  দুপুর ২:০৫
মনিরা সুলতানা বলেছেন: বাহ বাহ ! লিখতে থাকো ..
সময় তোমার হাত ধরে তার কাছে নিয়ে যাবে ঠিক । 
  ১৯ শে অক্টোবর, ২০১৮  দুপুর ২:৩৩
১৯ শে অক্টোবর, ২০১৮  দুপুর ২:৩৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ দিদি ভাই।।।
৪|  ১৯ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:০১
১৯ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:০১
কথার ফুলঝুরি! বলেছেন: কেমন যেন এলোমেলো লাগলো ।
©somewhere in net ltd.
১| ১৯ শে অক্টোবর, ২০১৮  সকাল ১০:৪৮
১৯ শে অক্টোবর, ২০১৮  সকাল ১০:৪৮
সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা