![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Md Abdullah Al Mamun
বিজয় আমার অস্তিত্ব
##############
বিজয়ের এই দিনে হে বীর সন্তান
বার বার তোমাদের মনে পরে।
আমাদের পথ চলাতে ,
তোমাদের ঘ্রাণ খুঁজে পাই।
আমাদের বেচে থাকার শক্তিতে।
তোমাদের প্রাণের স্পন্দন খোঁজে পাই।
আমাদের চলার পথের গতিতে।
আমার প্রাণের অনুভূতিতে ।
এই পৃথিবীর সকল যৌবন শক্তিতে।
যুবাদের তাজা রক্তের স্রোতে।
হে বাংলাদেশের বীর সন্তান,
তোমাকেই শুধু দেখি তাতে।।
বিজয় আমার অস্তিত্ব।
বিজয় আমার শক্তি।
একাত্তর আমার পরিচয়।
একাত্তর আমার অহংকার।
বার বার মাথা তুলে জেগে ।
তোমাদের খুজি ভালোবাসার আবেগে।
২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ
২| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৫
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৩
Monthu বলেছেন: সুন্দর কবিতা । ভালো লাগলো