নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

রাজনীতিতে নটবর ( নটবর সিরিজের প্রথম কবিতা, ধারাবাহিক ভাবে আরো প্রকাশ পাবে)

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১:০১



ক্ষমতার লড়াইয়ে রাজনীতিতে নটবর।
চারদিকে নীতি আছে রাজা হবে নটবর।


রাজাদের নীতিতে মানুষের প্রীতিতে।
রাজা আছে নীতি নাই।
বোকা মানুষের অভাব নাই।


তন্ত্র আর মন্ত্র জানা আছে সকলের।
জন মনে ভয় আছে গণতন্ত্র বেচে নেই।


গন তন্ত্রে গণ নাই না আছে তন্ত্র।
মন্ত্র পড়ে ফু দিয়ে বানালাম এক যন্ত্র।


নটবর নেতা হলে, দেশে আসবে শান্তি।
এইভাবে ছড়িয়ে গেলো দেশে যতো ভ্রান্তি।




আয় বাবা নটবর।
হাতে সমাজতন্ত্র, মানবতাবাদের মন্ত্র।
প্রতিষ্ঠা করবেই সে জনতার তন্ত্র।



এইভাবে নটবর হয়ে গেলো নেতা।
গরীব মানুষ হারালো গায়ে দেয়ার খ্যাতা।






ছবি =গুগল হতে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:১১

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: সুন্দর প্রকাশ

২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো কবিতা লিখেছেন।

শুভকামনা রইল ।

২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়

৩| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:২০

রাজীব নুর বলেছেন: নোংরা রাজনীতিতে এমনটাই হয়।

২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি। নোংড়া কে ভালো করতে গেলেও লাভ নাই। আরো প্রাণ নাশের বিপত্তি দেখা দেয়

৪| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৭

নজসু বলেছেন: বাহ বাহ বেশ বেশ
নটবরে দেশ শেষ।

২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমাদের দেশে নানান প্রকার নটবর আছে। মাঝে মাঝে আমরা নিজেরা বুঝিনা। আবার ধরা খাই

৫| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১২

বিজন রয় বলেছেন: নটবর চরিত্র আমার ভাল লেগেছে।

বানানের দিকে খেয়াল রাখুন।

শেষ লাইনে...... হারালো, খ্যাতা হবে।

২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ ।।। ভুল হয়ে গিয়েছিলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.