|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
নটবর এখন চেতনাবাঁজ 
===========
বারবার  চেতনা বদল করে যারা।
গুটিবাজ বুদ্ধিজীবী তারা।
যেখানেই মধু পায়,  চাটতে চলে যায়।
চেতনার হাড়িকেন নিয়ে।
চাটুকার তারা, বুদ্ধি ব্যাপারী তারা।
ইহাদের বড্ড চতুর মন।
যার তার সাথে থাকে,  সুযোগ মতন।
সুযোগসন্ধানী  হয়ে চারদিকে  ঘুরে তারা।
সুযোগ পেলে  সব করতে রাজি আছে ইহারা । 
   
  
এরা নারীবাদি,  মানবতাবাদের  অগ্রদূত বলে নিজেকে ।
রসের হাড়ি শেষ হলে পরে,  
তাকায় অন্য হাড়ির দিকে।
দেশ বদল করে,  যুক্তি বদল করে।
বদলায়  তারা নীতি, 
কখন কার প্রতি দেখাবে তারা প্রীতি।
বুঝেনা কোন  মানব, বুঝে গেছে রাজনীতি।
নটবর হবে বড্ড দার্শনিক,  হবে সে চেতনাবাঁজ।
চারদিকে তার ছড়াবে সুনাম।
সবখানে সে করবে রাজ।
রাজার মাথা খাবে সে।
নষ্ট করবে জনতার ঘুম।
চারদিকে তাকে ডাকবে  চেতনা বিলিয়ে দিতে।
চেতনা ভাগ করে দিবে সে হাতেহাতে।
টিভি চ্যানেলে, টকশোতে,  ডাক আসবে  দিনে রাতে।
চেতনা বিলিয়ে দিবে সে, মানুষের হাতে ,  
নারীবাদি চেতনা, পুরুষবাদী  চেতনা,।
মানবতাবাদের  উদারতা,আছে দেশ প্রেমের কথা।
সব কথা ঝুলিতে আছে ভরা, উপচে পরছে ঝুলি।
বিলিয়ে দিবে নটবর এখন।
মানবতার বুলি, খুলেছে সে ঝুলি।   
 
মানুষের মাঝে ছড়িয়ে দিবে যতো আছে কথা ।
ভাগ করে দিবে সে যতো আছে মানবতা।
নারীকে দিবে সে যতো আছে স্বাধীনতা,
মনে মনে গালী দেয় সে তোরা সব পতীতা।
একদিন নটবর হয়ে গেলো বুদ্ধিজীবী।
নটবর  নামি মানুষ,  দামি মানুষ।
মানবতার কবি, আলোকিত রবি।
এইসব নটবর  মানুষ হবে কবে।
দালালি ছেড়ে দিয়ে মানুষ হবে কবে?
প্রশ্ন করে অন্তর আমার প্রশ্ন করে  বিবেক।
কেন এরা নষ্ট করে মানুষের আবেগ।
এদের কি জন্ম নিবেনা মানুষের বিবেক? 
নটবর যারা,  যখন তখন বুদ্ধিজীবী হয়ে যাচ্ছে তারা।
হয়ে যাচ্ছে সার্টিফিকেট প্রাপ্ত  চেতনাবাঁজ,
ইহাদের নাই  সম্মান,  নাই কোন লাজ।
ইহাদের নাই কোন বিবেক,  নাই কোন আবেগ।
ইহারা মানুষ নিয়ে করে খেলা।
ভাসায়  তারা রক্তের সমুদ্রে  মানুষের ভেলা।  
 ১৬ টি
    	১৬ টি    	 +২/-০
    	+২/-০  ২২ শে অক্টোবর, ২০১৮  সকাল ৯:০২
২২ শে অক্টোবর, ২০১৮  সকাল ৯:০২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি। ধন্যবাদ। আজ ই প্রয়োজনে করলাম। আমি এক সাথে ২টা সাধারণত করিনা। কাল থেকে আর হবেও না হয়তো। ধন্যবাদ
২|  ২২ শে অক্টোবর, ২০১৮  সকাল ৯:০৪
২২ শে অক্টোবর, ২০১৮  সকাল ৯:০৪
স্রাঞ্জি সে বলেছেন: 
ধন্যবাদ মামুন ভাই, আবার দেখিয়েন না আমার জন্য রাগতাগ করে বসবেন....... 
  ২২ শে অক্টোবর, ২০১৮  সকাল ৯:১০
২২ শে অক্টোবর, ২০১৮  সকাল ৯:১০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: না ভাই।আমি নতুন মানুষ হিসেবে পাঠক হিসেবে। কিছু শিখতে চাই। আমি চেতনাবাজ নই। আজ আপনার পক্ষে কথা বলবো। কাল বিপক্ষে কথা বলবো । এমন আমি নই। আপনি চিন্তা কইরেন না।
৩|  ২২ শে অক্টোবর, ২০১৮  সকাল ৯:২৪
২২ শে অক্টোবর, ২০১৮  সকাল ৯:২৪
রাজীব নুর বলেছেন: বাহ!!!!
৪|  ২২ শে অক্টোবর, ২০১৮  সকাল ৯:২৮
২২ শে অক্টোবর, ২০১৮  সকাল ৯:২৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যেখানেই মধু পায়, চাটতে চলে যায়।
 চেতনার হাড়িকেন নিয়ে। 
চাটুকার তারা, বুদ্ধি ব্যাপারী তারা।
.....................................................
যার কাজ যারে শোভা পায়
দেশের কি হবে হায় হায় !
  ২২ শে অক্টোবর, ২০১৮  সকাল ৯:৩৩
২২ শে অক্টোবর, ২০১৮  সকাল ৯:৩৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমাদের জেগে উঠার সময় হয়েছে।আর এই বুদ্ধিজীবী দের পিছনে না ছুটে। নিজেদের ভালো নিজেদের বুঝতে হবে
৫|  ২২ শে অক্টোবর, ২০১৮  সকাল ১১:১০
২২ শে অক্টোবর, ২০১৮  সকাল ১১:১০
বিজন রয় বলেছেন: নটবর পড়লাম।
একজনকে দিয়ে সবাইকে শেখানো।
ফলো করছি।
স্রাঞ্জি সে ঠিক বলেছেন।
  ২২ শে অক্টোবর, ২০১৮  সকাল ১১:২২
২২ শে অক্টোবর, ২০১৮  সকাল ১১:২২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়
৬|  ২২ শে অক্টোবর, ২০১৮  সকাল ১১:৫৮
২২ শে অক্টোবর, ২০১৮  সকাল ১১:৫৮
নজসু বলেছেন: আগের নটবরে সবার কমেন্টের জবাব দিলেন।
শুধু আমরাটায় দিলেন না। 
  ২২ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:০৭
২২ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:০৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: রাগ কইরেন না প্রিয়। অলসতা মস্তিস্কে ঢুকেছিলো হয়তো।আর কিছুইনা।।
  ২২ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:১১
২২ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:১১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়।। আপনার ব্লগের প্রতিদিন সুন্দর কাটুক। এই কামনা করি
৭|  ২২ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:০৬
২২ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:০৬
সাগর শরীফ বলেছেন: এটা এই সিরিজে আমার পড়া প্রথম কবিতা। ভাল লাগল।
  ২২ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:১০
২২ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:১০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ ।। ভালোবাসা নিবেন।
৮|  ২২ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২৩
২২ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২৩
নজসু বলেছেন: রাগ করিনি।   
একটু মনে করিয়ে দিলাম।
আপনিও ভালো থাকবেন।
  ২২ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২৫
২২ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো থাকবেন। আর সুন্দর সুন্দর লেখা উপহার দিয়ে যান। আপনার প্রতিটি সকাক হোক সুন্দর।। আমরাও পাঠক হিসেবে হবো গর্বিত।।।
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০১৮  সকাল ৮:৫৬
২২ শে অক্টোবর, ২০১৮  সকাল ৮:৫৬
স্রাঞ্জি সে বলেছেন:
ভাই মন খারাপের জন্য বলতেছিনা...
আপনি খুব সুন্দর একটি সিরিজ কবিতা লিখতেছেন। যা প্রশংসার যোগ্য।
কিন্তু একদিনে এক সিরিজের দুইটা কবিতা প্রকাশ, যা খুব একটা বেমানান।
হ্যাঁ, পোস্ট দেওয়া টা ব্যক্তিগত ব্যাপার কিন্তু দায়িত্বশীলতা বলতে একটা শব্দ আমরা ব্যবহার করিনা, সেদিকে একটু খেয়াল রাখলে খুশি হতাম, আরকি।
-----
চেতনা আজ সেলিব্রেটিদের ধান্ধায়......