|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
 
আমার মতো আমি 
==============
কেউ কেউ ডানহাতি,
কেউ বাম হাতি,
কেউ ডান চোখে দেখে,  
কেউ বাম চোখে দেখে,  
কেউ নিজেকে উগ্রবাদী হিসেবে দেখে।
এই সকল একচোখাদের দলে আমি যাইনা,
ইহাদের দলে আমি শান্তি পাইনা।
কেউ আবার নিজেকে গণতন্ত্রবাদী বলে।
কেউ বকে সাম্যবাদের  মিথ্যা বাণী।
তাহাদের দলে আমি নাই।
তারা নিজেদের দল ভারি করতে চায়।
আমাকেও ভাবে আছি আমি  তাহদের দলে।
যখন তাহদের বিপক্ষে কথা বলে ফেলি।
তাহারা  কথায় মরিচ মিশিয়ে বলে।
কেউ আবার নিজেকে দেশ প্রেমী বলে দেয় পরিচয়।
দেশের টাকা মেরে খায় যারা,  তাহাদের দল ভারি হয়।
কেউ কেউ চাটুকার আছে।
চাটে ক্ষমতাবানের  পাছে।
তাহাদের কি বল আছে?
যাহারা অপরের কথায় নাচে।
অপরের  ইশারাতে  বাচে।
চাটুকার যারা,  বাচেনা তারা,।
 মরে যায় , বাচে জিন্দা লাশ হয়ে।
কেন আমি কলম  থামাবো তাহাদের ভয়ে।
আমি কারো দলের নই।
কারো মত আমার মগজে কাজ করেনা।
আমি আমার মতো করে বাচি।
আমাকে বাচতে না দিলে,  আমি বিদ্রোহ করবো।
আমি ভিক্ষা চাইনা।  
বলবোনা আমাকে বাচতে দাও।
আমি বাচার মতো করেই বাচবো।
কারো ভিক্ষা নিয়ে আমি আমি বাচিনা।
আমি তোমাদের মতো একচোখা রোগী নই।
আমি সবার সাথে বাচি।
বাচার মতো করে বাচি।
আমি সেই দিনের কথাও বলি।।
আমি এই দিনের কথাও বলি ।
আমি বলি জাগ্রত হওয়ার কথা।
আমি বলি দিন বদলের কথা।
আমি  যাহা দেখেছি তাহাই মানিনা।
আমি যাহা শুনিয়াছি তাহাই মানিনা  
আমি পিছনের সমাজটাকেও দেখি।
সত্য জানতে সদা অগ্রগামী। 
আমার বিচার আমার কাছে,
কারো ঘারে চাপিয়ে দেইনা কোনদিন।
আমি তোমাদের মতো নই।
একচোখা, আর চাটুকার দের দল।
আমাদের বিদ্রোহী প্রাণ লেখাটি
  
  
 ২৫ টি
    	২৫ টি    	 +২/-০
    	+২/-০  ২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:১২
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:১২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ কবি।।
২|  ২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:০৭
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:০৭
আখেনাটেন বলেছেন: অাপনি সবার সাথে বাঁচতে চাইলে তো চাটুকারদেরও দলে টানতে হবে।  
  ২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:১১
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:১১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: শুধু সব মানুষদের। মৃতদের দলে না।আমি এটাও বলেছি। চাটুকারিতা মানুষকে মেরে ফেলে। তারা মৃত। আমি তাদের জীবিত ভাবিনা
৩|  ২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:১৫
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:১৫
আখেনাটেন বলেছেন: 
লেখক বলেছেন: শুধু সব মানুষদের। মৃতদের দলে না।আমি এটাও বলেছি। চাটুকারিতা মানুষকে মেরে ফেলে। তারা মৃত। আমি তাদের জীবিত ভাবিনা--তাহলে তো এই ব্লগেও কিছু মৃত ব্লগার ব্লগিং করছেন আপনার ভাষ্য মতে। কি সর্বনেশে কথা মনু?  
  ২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২১
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হা হা হা। নাম বললে আক্রমণ করবে। থাক বইলেন না। চাটুকার মরা জীব সব জায়গাতেই থাকে।।
৪|  ২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২৩
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:  কেন যেন এই কবিতা আমায় টানে। শুনেন, আপনাকেও টানবে! 
সুদীর্ঘ কবিতা ভাল লেগেছে।
  ২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২৮
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমি কবিতা খুব বেশি পড়ি। সত্য বলতে আমার উপন্যাস কম পড়ি । এতো সময় করে পড়তে হয়। আর ভালো লাগেনা। জীবনানন্দ দাশ, কাজী নজরুল, আর সুকান্ত । আমার ভালো লাগার কবি। এই যুগে হেলাল হাফিজ।
৫|  ২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২৩
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:২৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: 
  ২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১:১৪
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১:১৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ইউ টিউব লিংক প্রথমে কাজ করেনি। পরে কাজ করেছে
৬|  ২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৪৫
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৪৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বুঝলাম না, ইউটিউব লিংক এখন কী  ভিডিও শো করে না?
 কেন যেন এই কবিতা আমায় টানে। শুনেন, আপনাকেও টানবে! 
  ২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫৮
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এখন দেখলাম। ভালো লাগলো। সুন্দর করে সাজানো হয়েছে ভিডিওটি
৭|  ২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৪৮
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৪৮
নজসু বলেছেন: কবিতার  সাথে কবিতার নামকরণ সার্থক। 
আপনার কবিতা পাঠে নিজের মধ্যে  নিজেকে জাগ্রত দেখতে পাচ্ছি।
আর বলছি-
আমিও আমার মতো
  ২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫৯
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়। ভালো থাকবেন। সবসময়
৮|  ২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫৬
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:৫৬
আরোগ্য বলেছেন: খুব ভাল লাগলো। উচ্চ মাধ্যমিকে দেখেছিলাম নজরুল ইসলামের যৌবনের গানের বদলে আমার পথ দিয়েছে। পড়তে পারেন।
  ২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১:০৩
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১:০৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কাজী নজরুল আমার খুব পছন্দের সেই ছোট থেকেই। তার জীবনি আমাকে খুব টানে। তার সব কাজ আমাকে ভাবায়।
৯|  ২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ২:৪৪
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ২:৪৪
রাজীব নুর বলেছেন: আপনি তো সহজ সরল ভালো মানুষ।
  ২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ২:৫৪
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ২:৫৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমি  হেলাল হাফিজের মতো ডাইরেক্ট কথা বলতে পছন্দ করি।   যদিও তার মতো এতো বড় কবি না।। তবে কথা তার মতোই বলি।
একটা কবিতা আছেনা?  
আমরাও গেরামের পোলা,  চুতমারানি গাইল দিতে জানি।
  ২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ২:৫৫
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ২:৫৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হেলাল হাফিজ, সুকান্ত , নজরুল যুগে যুগে যুগকে শিক্ষা দেয়।তারা কালের শিক্ষক
১০|  ২৭ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩৪
২৭ শে অক্টোবর, ২০১৮  বিকাল ৫:৩৪
এ.এস বাশার বলেছেন: বুল্লে ''মা'' মাইর খায় না বুল্লে ''বাপ'' কুত্তা খায়। ব্যপারটা সেই রকম----। না বলে থাকা যায় না বললে খবর আছে.....
কবিতায় ভালো লাগা.....
  ২৭ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:২৯
২৭ শে অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৭:২৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি। ঠিক বলেছেন
।
১১|  ২৮ শে অক্টোবর, ২০১৮  সকাল ৮:৩৭
২৮ শে অক্টোবর, ২০১৮  সকাল ৮:৩৭
হাবিব বলেছেন: আহা! কতো সুন্দর ভাব! কতো আকর্ষণীয় ভাষা!
  ২৮ শে অক্টোবর, ২০১৮  সকাল ১০:৪১
২৮ শে অক্টোবর, ২০১৮  সকাল ১০:৪১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ। ভালোবাসা নিবেন
১২|  ২৮ শে অক্টোবর, ২০১৮  সকাল ১০:৩২
২৮ শে অক্টোবর, ২০১৮  সকাল ১০:৩২
খায়রুল আহসান বলেছেন: বেশ তো! আপনি আপনার মতই চলুন! ডানে বামে যাবার দরকার নেই, সোজাই চলুন!
আপনার প্রথম পোস্ট "আমি কবি হতে আসিনি" পড়ে এলাম।
  ২৮ শে অক্টোবর, ২০১৮  সকাল ১০:৪০
২৮ শে অক্টোবর, ২০১৮  সকাল ১০:৪০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়
©somewhere in net ltd.
১| ২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:০৪
২৭ শে অক্টোবর, ২০১৮  দুপুর ১২:০৪
আরোহী আশা বলেছেন: ভালো লেগেছে কবিতা। কবিতায় ++