নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

লোক তো বলবেই

২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২১




লোক তো বলবেই
==============
মানুষের কাজ ই তো বলা।
মুখ আছে যার সে তো বলবেই।
বলতে বলতে গীবত করবেই।
করবে অনামে বেনামে যতো ঘটনা, রটনা।


মানুষ যদি কলম পেয়ে যায় তাহলে ছিড়ে ফেলে।
খেয়ে ফেলে সংবাদ পত্রের পাতা।
শুরু করে দেয় সাংবাদিকতা।

লোক তো বলবেই।
কোন প্রমান থাকুক না থাকুক।
তাদের কাজ বলা,
বলতে বলতে তারা কোনদিন ক্লান্ত হয়না।


ক্লান্ত হয়ে যায় সে,যে বলার অধিকার হাড়ায়।
যে বলতে গেলে লোকে মারতে আসে।
বলার অধিকার হাড়ায় যে।
বিপদে আছে সে।


লোক তো বলবেই।
যারা বলার ক্ষমতা পায়।
তারা যা তা বলে।
যাহা মন চায় লিখে,


পেপারে,অনলাইনে,ব্লগে,টেলিভিশনে।
দৈনিক, সাপ্তাহিক,মাসিক,।
তারা মুখ চালায়, কলম চালায়,
গোপনে চালায় হামলা, মামলা,।


চালাও যা ইচ্ছা,
আমরা তা কেন শুনবো।
লোক তো বলবেই।




মানুষের নামে গীবত করা, মানুষের কাজ।
যাহাদের নাই লাজ,
তাহারা মানুষের কাজে নাক গলায়।
না বুঝিয়া শুনিয়া গালি দেয়।
দেয় অপবাদ,ছাড়ে পুরাতন যতো প্রবাদ।


লোকের কাজ বকা।
আর মুখের স্বাধীনতা গীবত করার কাজে লাগিয়ে।
থাকতে চায় সে সবার চাইতে এগিয়ে।
গীবত করে, দেয় অপবাদ।
না জেনে, না বুঝে, না দেখে।
লোকের কাজ ই তো এই।
আমরা তো সব দেখবো।
যাদের বলার অধিকার নাই।


যারা পায় মুখের, কলমের স্বাধীনতা।
তারা শুরু করে চাটুকারিতা,
তারা শুরু করে সাংবাদিকতা।



সংবাদ গড়ে, চটপটা চাটনির মতো মিঠা।
গরম আর সাংঘাতিক ,
বিখ্যাত হয় তার খবরের পাতা।


আমরা কেউ না।
আমাদের কিছু নাই।
আমাদের কথা সেতো ঠাকুমার ঝুলি।
যতোসব মিথ্যা বুলি।







মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৫

মাহমুদুর রহমান বলেছেন: মানুষ আর কিছু পারুক না পারুক অন্তঃত গীবত করাটা সকলেই পারে।

২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: উস্তাদ । চরম পারে। আপনি কাওকে কোন একটা মানুষের নাম বলেই দেখুন। ভাই লোকটা কেমন? বলতেই লোকটার চরিত্রে কি ভালো গুন আছে তা বলার আগে কত গুলো খারাপ গুন আছে তা বলে দিবে

২| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৬

সাইন বোর্ড বলেছেন: কবিতাটি ৭ম প‌্যারা পর্যন্তই ঠিক ছিল, অার না বাড়ালেও চলতো । প্রকাশ ভাল লেগেছে ।

২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আর কতোদিন চুপ থাকবো? এইটা ঠিক। ওইটা ঠিক না। আর ভালো লাগেনা।অনেক কষ্টে যে দিন পেয়েছি। আর হাড়াতে চাইনা।
বলতে দিন। যারা কাঁদতে চায়। কথায় আছে তাকে কাঁদতে দিন।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩২

আরোগ্য বলেছেন: কুছতো লোগ কাহেঙ্গে, লোগোকা কাম হে কেহনা।

২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হুম।Sanju baba.... Life story of Sanjay Dutt.

৪| ২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

তারেক ফাহিম বলেছেন: কিছু কিছু আঞ্চলিক পত্রিকার সংবাদকর্মী আছে। তারা একটু সুযোগ পেলেইন চাঁদাবাজী শুরু করে X((

২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি। আমার পরিচিত একজনের সাথে এমন হয়েছিল। প্রমান সহ ওই সাংবাদিকের নামে পরে তিনি জিডি করেছেন। এগুলো সাংবাদিক না। চোর

৫| ২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন:




যেন বলা অধিকার সমাজের জন্য এখন হানিকারক ব্যাপার! অর্থবহ কবিতা। ভাল লেগেছে।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বলার অধিকার টা সমান হলে কোন ক্ষতি নাই। ক্ষতি আর বিপদ হয় তখন যখন এই অধিকার শুধু কিছু লোক পায়।আর বাকিরা
পায়না। বাধাগ্রস্ত হয়। অধিকার থাকুক সবার জন্য। কিছু লোক স্বাধীনতার নামে স্বেচ্ছাচার করবে তা হয়না।

ধন্যবাদ সময় নিয়ে পড়েছেন। আর আপনার মূল্যবান মন্তব্য জানিয়েছেন।

৬| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৯

রাজীব নুর বলেছেন: মানুষের যখন বয়স হয়ে যায়-
তখন তৃপ্তি করে কোনো খাবার খেলে, শেষে বেশী করে জরদা দিয়ে পান খেতে ইচ্ছা করে।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: পান নাকি উপকারী। শুধু চুন আর জর্দা নিয়া চিন্তা আছে। পান নাকি বিশেষ কাজ করে। হামদর্দ এর একটা বই আছে তাতে লেখা। নাম প্রাথমিক চিকিৎসা না এমন কি একটা হবে

৭| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১০

Monthu বলেছেন: সুন্দর অভিব্যক্তি প্রকাশ

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালোবাসা নিবেন

৮| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১০

Monthu বলেছেন: আপনার কবিতা আমার খুব ভালো লাগে

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ

৯| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১২

Monthu বলেছেন: স্ট্রেস দূর করে পুষ্টিগুন সমৃদ্ধ ফল পেয়ার



একটি পেয়ারাতে, চারটি আপেল, চারটি কমলা লেবুর সমান খাদ্যগুণ রয়েছে। এতে আছে প্রচুর পরিমাণ জল, ফাইবার, ভিটামিন এ, বি, কে, পটাশিয়াম, ক্যালসিয়াম, প্রোটিন, এবং খনিজ পদার্থ। এককথায় পেয়ারার পুষ্টিগুন অনেক।
স্ট্রেস দূর করতে দারুণ ভালো কাজ দেয় পেয়ারা। পেশি আর স্নায়ুর কার্যকারিতা বৃদ্ধি করে। চাপ কমায়, শক্তি বাড়ায়।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: পেয়ারাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরের যে কোনও রকম ইনফেকশন হওয়া থেকে বাঁচায়।
পেটের সমস্যা দূর করে : খাবারের রুচি আনে। কোষ্ঠকাঠিন্য কমায়, হজম শক্তি বাড়ায় পেয়ারা।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে : ডায়াবেটিস রোগের ক্ষেত্রে খুব কাজ দেয় পেয়ারা। পেয়ারার রসে থাকা উপাদান ডায়াবেটিস মেলিটাসের চিকিৎসায় খুবই কার্যকর। ডায়াবেটিস প্রতিরোধে পেয়ারা পাতাও বেশ কার্যকরী।
রক্তচাপ নিয়ন্ত্রণ করে: পেয়ারা রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পেয়ারাতে থাকে পটাশিয়াম যা রক্তচাপ কমাতে সাহায্য করে। রক্ত সঞ্চালন স্বাভাবিক রেখে হৃদরোগের সম্ভাবনাও কমায়।
ঠান্ডা জনিত সমস্যা দূর করে: শ্বাস কষ্ট, ঠাণ্ডা লাগা, সর্দি কাশিতে প্রতিরোধ গড়ে তোলে পেয়ারা। বিভিন্ন ঠান্ডাজনিত সমস্যা যেমন ব্রংকাইটিসের প্রতিরোধ করে পেয়ারা। আয়রন এবং ভিটামিন সি থাকায় পেয়ারা শ্লেষ্মা কমিয়ে দেয়।
ক্যানসার প্রতিরোধ করে: পেয়ারাতে লাইকোপিন, ভিটামিন সি, কোয়ারসেটিন এর মতো অনেকগুলো অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে যা শরীরের ক্যান্সারের প্রতিরোধ গড়ে তোলে। এটি প্রোস্টেট ক্যান্সার এবং স্তন ক্যান্সার প্রতিরোধ করে।
দৃষ্টিশক্তি বাড়ায়: ভিটামিন এ চোখের জন্য উপকারী। পেয়ারাতে থাকা ভিটামিন এ কর্নিয়াকে সুস্থ রাখে। প্রতিদিনের খাদ্য তালিকায় পেয়ারা রাখুন। পেয়ারায় থাকা প্রচুর পরিমাণ ভিটামিন এ চোখের জ্যোতি বাড়ায়। চোখ সুস্থ রাখে।
ত্বক ও চুলের পরিচর্যা করে: পেয়ারায় প্রচুর পরিমাণ জল আছে যা ত্বক আর চুল ভালো রাখতে আর সুন্দর করতে সাহায্য করে। রু²তা দূর করে। তারুণ্য ধরে রাখে দীর্ঘদিন।

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর তথ্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.