নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

কবিয়াল চিন্তা

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৭



কবিয়াল চিন্তা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

মিঠে রাত
বাকা চাঁদ
স্বপ্ন থাকবেই।

তবু এই সপ্ন
কবু না ধরা দেয়
রাত কেন কালো হয়।

মিছে এই ভাবনা
ভাবছি আমি যে
খোলে মোর জনালা,
বসে বসে ভাবনা।

বেড়েছে বহুদূর
সেটাত থামেনা তবু যে সুমধুর
ভাবনাটা খেলা করে
মনের ঐ আকাশে।

কখন যে মিশেছে,
প্রাণেরি বাতাসে,
সে কথা তো জানিনা।

কবিয়াল চিন্তা ২


বহু পথের পথিক আমি।
বহু পথ ঘুরেছি।
অনেক পথে হেটেছি,
অবশেষ এই পথ দিয়া।

হাটিবার সময়
আমি খুজে পেয়েছি এক রত্ন।
একটি জলন্ত আলো
জীবনের এক গতিকে।

এ যে জ্বলসে উঠা তারা,
আমি খুজে পেয়ছি
জীবনের সুখকে।
জীবনের চলার গতিকে।
আর একটি আলোকিত পথকে।
যে দেখিয়েছে স্বপ্নের পথকে।

জীবনের আলোকিত আশাকে।
সে আলোকিত আশা,
শিখিয়েছে প্রাণের ভাষা।


মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৪

চোখেরে কাঁটা বলেছেন: বাহ। দারুণ

২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে।।।

২| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৮

আরোগ্য বলেছেন: মামুন ভাই দেখি আজ কবিতার ঝুরি খুলে বসেছেন। কবিতা ভালো হয়েছে।

২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়। ভালোবাসা নিবেন। ভালো থাকবেন

৩| ২৯ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:৫৫

স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনি তো খুব সুন্দর লিখেন। আর আমি লিখি পচা।

২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কিযে বলেন। খারাপ হবে কেন?


ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য

৪| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ তো লিখলেন কবিয়াল প্রিয় মামুন ভাই ।

শুভকামনা রইল ।

২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়।

৫| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: খুব ভালো হয়েছে।

২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনাদের ভালোবাসা আছে বলেই। কিছু লিখি কাচা হাতে আরকি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.